বাঘের সঙ্গে ভয়ঙ্কর লড়াই! শেষরক্ষা হল না...সুন্দরবনের জঙ্গলে মর্মান্তিক কাণ্ড

South 24 Parganas News: বাঘের সঙ্গে ভয়ঙ্কর লড়াই! শেষরক্ষা হল না…সুন্দরবনের জঙ্গলে মর্মান্তিক কাণ্ড

সুন্দরবন: আবারও বাঘের হানায় মৃত্যু হল এক মৎসজীবীর। নিহতের নাম দীপক মন্ডল(৫৩)। ঘটনা ঘটেছে সুন্দরবনের পীরখালির জঙ্গলের কোর এলাকায়। সপ্তাহ খানেক আগে তিন সঙ্গীর সঙ্গে মাছ, কাঁকড়া ধরতে গোসবার ৭ নম্বর কুমিরমারি গ্রাম থেকে রওনা দিয়েছিলেন দীপক। কাঁকড়া ধরার সময় বাঘে তুলে নিয়ে ‌যায় দীপককে।

বন দফতর ও স্থানীয় সূত্রে খবর, তিন সঙ্গী সুদীপ মন্ডল, দেবু মন্ডল ও সুজয় মণ্ডলের সঙ্গে গত সোমবার মাছ, কাঁকড়া ধরতে গিয়েছিলেন দীপক। সেখানেই যখন জঙ্গলের পাড়ে নদীর চরে কাঁকড়া ধরছিলেন সকলে তখনই আচমকা জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে দীপকের ঘাড়ে কামড় বসায়।

আরও পড়ুন:  মাত্র ২ টাকাতেই! কাপের পর কাপ চা খেলেও চিন্তা নেই আর, লম্বা লাইন দোকানের সামনে

তাঁকে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দীপকের চিৎকারে তাঁর সঙ্গীরা ছুটে এসে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ চলে বাঘে মানুষে লড়াই। একের পর এক আঘাত সহ্য করতে না পেরে শিকার ছেড়ে পালিয়ে যায় বাঘটি।

রক্তাক্ত অবস্থায় দীপককে উদ্ধার করে গ্রামে নিয়ে আসার পথেই মৃত্যু হয় তাঁর। সুদীপ, দেবুরা বলেন, ” অনেকক্ষণ বাঘের সঙ্গে লড়াই করে দীপককে উদ্ধার করে এনেছি। কিন্তু বাঁচাতে পারব না সেটা ভাবিনি। এরকম দুর্ঘটনায় আগে কখনও পড়িনি।’’

এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দীপকের স্ত্রী সুনন্দা বলেন, ” এই করেই আমাদের সংসার চলে। এত বছর ধরে জঙ্গলে যাচ্ছেন কোনদিন বিপদ হয়নি। এভাবে স্বামীকে হারাতে হবে ভাবিনি।” সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, ” ঘটনার কথা শুনেছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। ওনাদের মাছ ধরার অনুমতি ছিল ঠিকই তবে যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেখানে যাওয়ার অনুমতি ছিল না।

সুমন সাহা