গ্রেফতার টেলিগ্রাম সিইও।

Telegram App CEO arrested: যত কুকীর্তি টেলিগ্রামে? ফ্রান্সে গ্রেফতার টেলিগ্রামের সিইও, বন্ধ হবে না তো অ্যাপ?

প্যারিস: গ্রেফতার জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং সিইও পাভেল দুরোভ। শনিবার ফ্রান্সের প্যারিস বিমানবন্দরে পা রাখার পরেই গ্রেফতার করা হয় এই কোটিপতিকে সিইওকে।

আজেরবাইজানের বাকু থেকে প্যারিসে এসেছিলেন তিনি। ফ্রান্সে পা দেওয়া মাত্রই গ্রেফতার করা হয় দুরোভকে। রবিবার টেলিগ্রামের সিইওকে আদালতে হাজির করানো হতে পারে বলে জানা গিয়েছে। শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধের দায়িত্বে থাকা একটি সংস্থা (অফমিন) দুরোভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তারপরেই শনিবার গ্রেফতার হতে হল টেলিগ্রামের সিইওকে।

আরও পড়ুন: মাঝরাতে জেলের মধ্যে পায়চারি, রবিবার পলিগ্রাফ টেস্টের আগেই মুখ খুলল সঞ্জয়?

আরও পড়ুন: দেশের সবচেয়ে বড় ইনকাম ট্যাক্স রেইড, ১০ দিন ধরেও টাকা গোনা শেষ হয়নি! কত নগদ উদ্ধার হয় জানেন?

কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে টেলিগ্রামের সিইওকে?

আপাতত অফমিন সংস্থাটি প্রাথমিক পর্যায়ের তদন্ত করছে। টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে প্রতারণা, মাদক পাচার, সাইবারবুলিং, সন্ত্রাসবাদের প্রচার-সহ আরও অনেক অভিযোগ রয়েছে। এক তদন্তকারীর দাবি, দুরোভ টেলিগ্রামকে ব্যবহার করে যে অপরাধগুলি হচ্ছে সেগুলো প্রতিরোধ করতে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। তাঁদের আরও দাবি, দুরোভকে অনেক দিন ‘ওয়ান্টেড’ তালিকায় ছিলেন, তাই এটা জেনেও তিনি ফ্রান্সে কেন এসেছেন এই নিয়েই তদন্তকারীরা অবাক।