বদল ঘটিয়ে ফিরল Paytm, গুগল প্লে স্টোরে ফের স্বমহিমায় এই পেমেন্ট অ্যাপ

#নয়াদিল্লি: স্বমহিমায় প্লে স্টোরে ফিরে এল Paytm ৷ শুক্রবার সকালে আচমকা প্লে স্টোর থেকে গুগল এই পেমেন্ট অ্যাপ সরিয়ে দেওয়ায় তৈরি হয়েছিল জল্পনা ৷ প্রশ্ন উঠে গিয়েছে অ্যাপের ওয়ালেটে সঞ্চিত গ্রাহকদের টাকার সুরক্ষা নিয়েও ৷ অবশেষে উপভোক্তাদের আশ্বস্ত করে কয়েক ঘণ্টার মধ্যেই বদল ঘটিয়ে সন্ধেতেই গুগল প্লে স্টোরে স্বমহিমায় ফিরে এল পেমেন্ট অ্যাপ Paytm ৷

অনলাইন জুয়া নিয়ে Google-এর নতুন গাইডলাইন না মানার জন্যই Paytm-কে প্লে স্টোর থেকে সরানো হয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছিল গুগল ৷ সংস্থার গাইডলাইন মেনে Paytm অ্যাপটি প্লে স্টোরে ফিরিয়ে আনতে দুপক্ষের আলোচনা চলে ৷ অবশেষে এদিন সন্ধেয় নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে প্লে স্টোরে ফিরে আসার খবর জানায় Paytm ৷ জানা গিয়েছে এই পেমেন্ট অ্যাপের বিরুদ্ধে অন্য ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করে অর্থ পুরস্কার জিতিয়ে দেওয়ার ক্ষেত্রে নীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল ৷

পেটিএমে চিনা সংস্থার বিপুল লগ্নি। আবার চিনা সংস্থার বিরুদ্ধে তথ্যচুরির অভিযোগ রয়েছে। সেই কারণেই কি প্লে স্টোর থেকে উধাও? জল্পনার মধ্যেই জানা গেল, ঘটনা একেবারেই আলাদা। গুগলের অভ্যন্তরীণ নীতি ভঙ্গের অভিযোগ উঠছে ভারতীয় স্টার্টআপ সংস্থার বিরুদ্ধে। কী অভিযোগ? IPL-কে সামনে রেখে অনলাইন গেম চালু করেছে পেটিএম | টাকা দিয়ে এই গেম খেলার সুযোগ | ঘুরপথে অনলাইন জুয়া বা বেটিং-চক্র চালানোর অভিযোগ অনলাইন জুয়া নিয়ে গুগলের কাছে ই-মেলে অভিযোগ জমা পড়ে। তারপরই গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ সরানো হয়।

Paytm-এর পেমেন্ট অ্যাপ সরিয়ে নেওয়া হলেও এই সংস্থার অন্যান্য অ্যাপ যেমন Paytm for Business, Paytm Mall, Paytm Money-এর মতো অ্যাপগুলি প্লে স্টোরে ছিল ৷ তবে গুগল স্টোর থেকে বাদ পড়লেও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছিল Paytm ৷

গুগল প্লে স্টোর থেকে বাদ পড়ার পরে Paytm-এর তরফে জানানো হয়েছিল, ‘‘আমরা গুগলের সঙ্গে কাজ করছি আবারও অ্যান্ড্রয়েড অ্যাপটিকে ফিরিয়ে আনার জন্য ।গুগল প্লে-স্টোরে পেটিএম অ্যাপ ডাউনলোড সাময়িকভাবে বন্ধ রয়েছে। খুব তাড়াতাড়িই তা ফের চালু হবে। গ্রাহকদের টাকা ও অন্যান্য তথ্য সম্পুর্ণ সুরক্ষিত রয়েছে। ওয়ালেটের মাধ্যমে টাকার লেনদেনও আগের মতোই করা যাবে। পেটিএম গ্রাহকরা আগের মতোই অ্যাপ ব্যবহার করতে পারবেন ৷’ সেই প্রতিশ্রুতি মতোই কয়েকঘণ্টার মধ্যেই গুগলের নিয়মনীতি মেনে ফিরে আসে Paytm ৷

উল্লেখ্য, Paytm ভারতের সবথেকে দামী স্টার্টআপস ৷ One97 Communications Ltd নামে একটি সংস্থার হাতে Paytm-এর মালিকানা রয়েছে৷ এই সংস্থার কর্ণধার বিজয় শেখর শর্মা৷ এই সংস্থার নথি অনুযায়ী মাসিক ৫ কোটি অ্যাক্টিভ ইউজার্স এই অ্যাপ ব্যবহার করে টাকা লেনদেন করেন ৷