Tag Archives: Paytm

১৫ মার্চের পর Paytm কী ব্যবহার করা যাবে ?

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর একাধিক বিধিনিষেধ জারি করেছে আরবিআই। বন্ধ হয়ে যাচ্ছে টাকা তোলা থেকে শুরু করে ওয়ালেট মানি। সময়সীমা ১৫ মার্চ। এরপর থেকে আর পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের একাধিক পরিষেবা পাবেন না গ্রাহক। প্রসঙ্গত নিষেধাজ্ঞার তারিখ ২৯ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর একাধিক বিধিনিষেধ জারি করেছে আরবিআই। বন্ধ হয়ে যাচ্ছে টাকা তোলা থেকে শুরু করে ওয়ালেট মানি। সময়সীমা ১৫ মার্চ। এরপর থেকে আর পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের একাধিক পরিষেবা পাবেন না গ্রাহক। প্রসঙ্গত নিষেধাজ্ঞার তারিখ ২৯ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
এখনও পর্যন্ত পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মিলে পেটিএম অ্যাপে সবকটি পরিষেবাই চালু রেখেছে। ১৫ মার্চের পর নির্দিষ্ট কয়েকটি পরিষেবা বন্ধ হয়ে যাবে। এখন ১৫ মার্চের পর পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের কোন পরিষেবা পাওয়া যাবে আর কোনগুলো বন্ধ হয়ে যাবে দেখে নেওয়া যাক।
এখনও পর্যন্ত পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মিলে পেটিএম অ্যাপে সবকটি পরিষেবাই চালু রেখেছে। ১৫ মার্চের পর নির্দিষ্ট কয়েকটি পরিষেবা বন্ধ হয়ে যাবে। এখন ১৫ মার্চের পর পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের কোন পরিষেবা পাওয়া যাবে আর কোনগুলো বন্ধ হয়ে যাবে দেখে নেওয়া যাক।
১৫ মার্চের পর যে পরিষেবাগুলো বন্ধ হয়ে যাবে:গ্রাহক পেটিএম অ্যাকাউন্ট, ফ্যাস্ট্যাগ এবং ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন না। অন্য কেউ পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে না। অর্থাৎ লেনদেন একপ্রকার বন্ধ হয়ে যাবে। এই অ্যাকাউন্টে বেতন নেওয়া যাবে না। সরকারি সুবিধাও এই অ্যাকাউন্টে জমা হবে না।
১৫ মার্চের পর যে পরিষেবাগুলো বন্ধ হয়ে যাবে: গ্রাহক পেটিএম অ্যাকাউন্ট, ফ্যাস্ট্যাগ এবং ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন না। অন্য কেউ পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে না। অর্থাৎ লেনদেন একপ্রকার বন্ধ হয়ে যাবে। এই অ্যাকাউন্টে বেতন নেওয়া যাবে না। সরকারি সুবিধাও এই অ্যাকাউন্টে জমা হবে না।
পেটিএমের ফ্যাস্ট্যাগ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।ইউপিআই বা আইএমপিএস-এর মাধ্যমে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে না।
পেটিএমের ফ্যাস্ট্যাগ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।
ইউপিআই বা আইএমপিএস-এর মাধ্যমে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে না।
১৫ মার্চের পর যে পরিষেবাগুলো চালু থাকবে:গ্রাহক পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ওয়ালেটে জমা টাকা তুলতে পারবেন। অংশীদারি ব্যাঙ্ক থেকে রিফান্ড, ক্যাশব্যাক এবং সুইপ ইন পাওয়া যাবে। পাশাপাশি অ্যাকাউন্টে সুদও জমা হবে।
১৫ মার্চের পর যে পরিষেবাগুলো চালু থাকবে:
গ্রাহক পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ওয়ালেটে জমা টাকা তুলতে পারবেন। অংশীদারি ব্যাঙ্ক থেকে রিফান্ড, ক্যাশব্যাক এবং সুইপ ইন পাওয়া যাবে। পাশাপাশি অ্যাকাউন্টে সুদও জমা হবে।
পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ওয়ালেটের মাধ্যমে কোনও দোকান বা রেস্তরাঁর বিল মেটানো যাবে না। গ্রাহক চাইলে অ্যাকাউন্ট বন্ধ করে জমা টাকা অন্য ব্যাঙ্কে স্থানান্তর করতে পারেন। যতক্ষণ ব্যালেন্স থাকবে ততক্ষণই ফ্যস্ট্যাগ ব্যবহার করা যাবে।
পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ওয়ালেটের মাধ্যমে কোনও দোকান বা রেস্তরাঁর বিল মেটানো যাবে না। গ্রাহক চাইলে অ্যাকাউন্ট বন্ধ করে জমা টাকা অন্য ব্যাঙ্কে স্থানান্তর করতে পারেন। যতক্ষণ ব্যালেন্স থাকবে ততক্ষণই ফ্যস্ট্যাগ ব্যবহার করা যাবে।
গ্রাহক ইউপিআই বা আইএমপিএসের মাধ্যমে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন। ১৫ মার্চ পর্যন্ত জমা টাকা থেকে মাসিক ওটিটি-র পেমেন্টও করা যাবে। কিন্তু ১৫ মার্চের পর এর জন্য অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে।
গ্রাহক ইউপিআই বা আইএমপিএসের মাধ্যমে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন। ১৫ মার্চ পর্যন্ত জমা টাকা থেকে মাসিক ওটিটি-র পেমেন্টও করা যাবে। কিন্তু ১৫ মার্চের পর এর জন্য অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে।
পাশাপাশি ১৫ মার্চের পরেও ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউজ পরিষেবা চালু থাকবে। গ্রাহক ফোন বিল, লোন, ইএমআই ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ করতে পারবেন। তবে যতক্ষণ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকবে।
পাশাপাশি ১৫ মার্চের পরেও ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউজ পরিষেবা চালু থাকবে। গ্রাহক ফোন বিল, লোন, ইএমআই ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ করতে পারবেন। তবে যতক্ষণ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকবে।

১৫ মার্চের পরেও কি কাজ করবে Paytm UPI? ব্যবহারকারীদের যা জানা দরকার

জানুয়ারি ২০২৪-এ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে, কেন না তারা আরবিআইয়ের কিছু নিয়ম পালনে গাফিলতি দেখাচ্ছিল। পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে আগামী ১৫ মার্চ, ২০২৪-এর মধ্যে সমস্ত বিদ্যমান লেনদেনের হিসেব নিষ্পত্তি করতে হবে বলে জানিয়েছে আরবিআই৷ এর ফলে Paytm-এর ইউপিআই পরিষেবাতেও প্রভাব পড়তে পারে। তবে ব্যবহারকারীদের এতে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই কারণ Paytm UPI আইডিতে ব্যবহারে স্পষ্ট নির্দেশিকা এসেছে।
জানুয়ারি ২০২৪-এ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে, কেন না তারা আরবিআইয়ের কিছু নিয়ম পালনে গাফিলতি দেখাচ্ছিল। পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে আগামী ১৫ মার্চ, ২০২৪-এর মধ্যে সমস্ত বিদ্যমান লেনদেনের হিসেব নিষ্পত্তি করতে হবে বলে জানিয়েছে আরবিআই৷ এর ফলে Paytm-এর ইউপিআই পরিষেবাতেও প্রভাব পড়তে পারে। তবে ব্যবহারকারীদের এতে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই কারণ Paytm UPI আইডিতে ব্যবহারে স্পষ্ট নির্দেশিকা এসেছে।
থার্ড-পার্টি অ্যাপ প্রোভাইডারআরবিআই এনপিসিআইকে পেমেন্ট ইকোসিস্টেমে কোনও ব্যাঘাত এড়াতে ইউপিআই হ্যান্ডেল ‘@paytm’ ব্যবহার করে অন্য ৪-৫টি ব্যাঙ্কে Paytm পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকদের স্থানান্তরিত করা হতে পারে।
থার্ড-পার্টি অ্যাপ প্রোভাইডার
আরবিআই এনপিসিআইকে পেমেন্ট ইকোসিস্টেমে কোনও ব্যাঘাত এড়াতে ইউপিআই হ্যান্ডেল ‘@paytm’ ব্যবহার করে অন্য ৪-৫টি ব্যাঙ্কে Paytm পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকদের স্থানান্তরিত করা হতে পারে।
শুক্রবার, কেন্দ্রীয় ব্যাঙ্ক গ্রাহক, ওয়ালেট ব্যবহারকারী এবং ব্যবসায়ীদের সুবিধার জন্য অতিরিক্ত পদক্ষেপ নিয়ে এসেছে, যাঁরা পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কিং পরিষেবা গ্রহণ করছেন, যা ১৫ মার্চ, ২০২৪ এর পরে আপাতত কাজ করবে না।
শুক্রবার, কেন্দ্রীয় ব্যাঙ্ক গ্রাহক, ওয়ালেট ব্যবহারকারী এবং ব্যবসায়ীদের সুবিধার জন্য অতিরিক্ত পদক্ষেপ নিয়ে এসেছে, যাঁরা পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কিং পরিষেবা গ্রহণ করছেন, যা ১৫ মার্চ, ২০২৪ এর পরে আপাতত কাজ করবে না।
এনপিসিআই দ্বারা অনুমোদিত হলে, "@paytm" UPI হ্যান্ডেল সহ Paytm ব্যবহারকারীরা তালিকায় থাকা নতুন ব্যাঙ্কগুলিতে স্থানান্তর করতে পারবেন।পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, এর ৩০ কোটি ওয়ালেট এবং ৩ কোটি ব্যাঙ্ক গ্রাহক রয়েছে।
এনপিসিআই দ্বারা অনুমোদিত হলে, “@paytm” UPI হ্যান্ডেল সহ Paytm ব্যবহারকারীরা তালিকায় থাকা নতুন ব্যাঙ্কগুলিতে স্থানান্তর করতে পারবেন।
পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, এর ৩০ কোটি ওয়ালেট এবং ৩ কোটি ব্যাঙ্ক গ্রাহক রয়েছে।
পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, এর ৩০ কোটি ওয়ালেট এবং ৩ কোটি ব্যাঙ্ক গ্রাহক রয়েছে।এনপিসিআই, ভারতে রিটেল পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেম পরিচালনার জন্য আরবিআই এবং ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে একটি আমব্রেলা হাউসের পরিকাঠামো তৈরি করবে।
পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, এর ৩০ কোটি ওয়ালেট এবং ৩ কোটি ব্যাঙ্ক গ্রাহক রয়েছে।
এনপিসিআই, ভারতে রিটেল পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেম পরিচালনার জন্য আরবিআই এবং ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে একটি আমব্রেলা হাউসের পরিকাঠামো তৈরি করবে।
যেহেতু পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক আগামী ১৫ মার্চ, ২০২৪-এর পরে তার গ্রাহক অ্যাকাউন্ট এবং ওয়ালেটগুলিতে আর ক্রেডিট নিতে পারবে না, তাই ব্যাঙ্কের দ্বারা পরিচালিত '@paytm' হ্যান্ডেল ব্যবহার করে UPI গ্রাহকদের নিরবচ্ছিন্ন ডিজিটাল পেমেন্ট নিশ্চিত করতে কিছু অতিরিক্ত পদক্ষেপের দরকার রয়েছে।
যেহেতু পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক আগামী ১৫ মার্চ, ২০২৪-এর পরে তার গ্রাহক অ্যাকাউন্ট এবং ওয়ালেটগুলিতে আর ক্রেডিট নিতে পারবে না, তাই ব্যাঙ্কের দ্বারা পরিচালিত ‘@paytm’ হ্যান্ডেল ব্যবহার করে UPI গ্রাহকদের নিরবচ্ছিন্ন ডিজিটাল পেমেন্ট নিশ্চিত করতে কিছু অতিরিক্ত পদক্ষেপের দরকার রয়েছে।
আরবিআই বলেছে যে এনপিসিআই ওসিএল-কে টিপিএপি স্ট্যাটাস প্রদান করার ক্ষেত্রে '@paytm' হ্যান্ডেলগুলি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের থেকে নতুন চিহ্নিত ব্যাঙ্কের একটি তালিকা নির্মাণ করবে।আরবিআইয়ের কথায়, "কোনও নতুন ব্যবহারকারীকে উল্লিখিত টিপিএপি দ্বারা যুক্ত করা হবে না যতক্ষণ না সমস্ত বিদ্যমান ব্যবহারকারীরা একটি নতুন হ্যান্ডেলে সন্তোষজনক ভাবে স্থানান্তরিত হয়।"
আরবিআই বলেছে যে এনপিসিআই ওসিএল-কে টিপিএপি স্ট্যাটাস প্রদান করার ক্ষেত্রে ‘@paytm’ হ্যান্ডেলগুলি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের থেকে নতুন চিহ্নিত ব্যাঙ্কের একটি তালিকা নির্মাণ করবে।
আরবিআইয়ের কথায়, “কোনও নতুন ব্যবহারকারীকে উল্লিখিত টিপিএপি দ্বারা যুক্ত করা হবে না যতক্ষণ না সমস্ত বিদ্যমান ব্যবহারকারীরা একটি নতুন হ্যান্ডেলে সন্তোষজনক ভাবে স্থানান্তরিত হয়।”
পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে আরবিআই বিভিন্ন নিয়ন্ত্রক বা তত্ত্বাবধানমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। ২০২২ সালের মার্চ মাসে, আরবিআই পিপিবিএলকে অবিলম্বে কার্যকর নতুন গ্রাহকদের অনবোর্ডিং করতে বাধা দেয়।
পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে আরবিআই বিভিন্ন নিয়ন্ত্রক বা তত্ত্বাবধানমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। ২০২২ সালের মার্চ মাসে, আরবিআই পিপিবিএলকে অবিলম্বে কার্যকর নতুন গ্রাহকদের অনবোর্ডিং করতে বাধা দেয়।
১৫ মার্চের, ২০২৪-এর পরে Paytm UPI ব্যবহার করার নিয়ম
১৫ মার্চের, ২০২৪-এর পরে Paytm UPI ব্যবহার করার নিয়ম
যদি UPI হ্যান্ডেল Paytm পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা থাকে তাহলে ১৫ মার্চ, ২০২৪ এর পর @Paytm UPI ব্যবহার করা যাবে না। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের UPI ট্রান্সজাকশন পরিচালনা করার ক্ষমতার উপর আরবিআই দ্বারা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
যদি UPI হ্যান্ডেল Paytm পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা থাকে তাহলে ১৫ মার্চ, ২০২৪ এর পর @Paytm UPI ব্যবহার করা যাবে না। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের UPI ট্রান্সজাকশন পরিচালনা করার ক্ষমতার উপর আরবিআই দ্বারা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Paytm Fastag ব্যান! সুরক্ষিত থাকতে চাইলে যা না জানলেই নয়…

কলকাতা: ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) FASTag পরিষেবার জন্য ৩০টি অনুমোদিত ব্যাঙ্কের তালিকা থেকে Paytm Payments Bank Ltd (PPBL)-কে অপসারণ করে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

সরকার Paytm পেমেন্ট ব্যাঙ্ক নিষিদ্ধ করার সময়সীমাও বাড়িয়েছে এবং মানুষের কাছে এখন ২৯ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ মার্চ পর্যন্ত সময় রয়েছে। জেনে নেওয়া যাক এই সম্পর্কে বিশদ তথ্য।

আরও পড়ুন- আর নেওয়া যাবে না অন্যের প্রোফাইল পিকচারের স্ক্রিনশট, নয়া ফিচার আনছে WhatsApp

Paytm FASTag ব্যান, এর অর্থ কী এবং এটি কখন কার্যকর হবে –

এই পদক্ষেপটি লক্ষ লক্ষ Paytm FASTag ব্যবহারকারীদের সরাসরি প্রভাবিত করে, যাদের এখন নতুন রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) স্টিকার পেতে হবে, কারণ Paytm FASTags ১৫ মার্চের পরে চালু হবে না।

ভারতে ৭০ মিলিয়নের বেশি FASTag ব্যবহারকারী রয়েছে, Paytm পেমেন্টস ব্যাঙ্ক দাবি করেছে ৩০ শতাংশ বাজারের শেয়ার প্রস্তাব করে যে ১৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী এই পদক্ষেপের দ্বারা প্রভাবিত হবে। FASTags-এর জন্য অন্য ব্যাঙ্কে যাওয়া ভাল, নয়তো ১৫ মার্চের পরে টোল ট্যাক্স দেওয়ার সময় সমস্যা হতে পারে।

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হয়েছে –

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) Paytm পেমেন্ট ব্যাঙ্ক পরিষেবার সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়েছে৷ এর মূল অর্থ হল যারা Paytm পেমেন্টস ব্যাঙ্ক পরিষেবা ব্যবহার করছে তারা আমানত, ক্রেডিট পরিষেবা, প্রিপেইড পরিষেবা সহ বিভিন্ন লেনদেন করতে সক্ষম হবে৷

আরও পড়ুন- মাঝরাস্তায় টায়ার পাংচার! আশেপাশে গ্যারেজও নেই? ধাপে ধাপে শিখে নিন ‘কায়দা’

নতুন সময়সীমা পর্যন্ত ওয়ালেট, FASTags এবং ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড বৈধ। এর পরে, পরিষেবাগুলি অ্যাক্সেসযোগ্য হবে না। তাই, Paytm পেমেন্ট ব্যাঙ্ক ব্যবহারকারী ব্যক্তিদের নতুন সময়সীমার আগে তাদের অ্যাকাউন্ট বা আমানত সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Paytm FASTag নিষিদ্ধ: কোন ব্যাঙ্কগুলি এখন FASTag পরিষেবার জন্য অনুমোদিত –

FASTag পরিষেবাগুলির জন্য NHAI-এর অনুমোদিত ব্যাঙ্কগুলির আপডেট করা তালিকায় Airtel Payments Bank, Axis Bank, HDFC Bank, ICICI Bank, State Bank of India অন্তর্ভুক্ত রয়েছে। যা এই অপরিহার্য টোল পেমেন্ট পরিষেবাতে অবিরত অ্যাক্সেস নিশ্চিত করে৷

FASTag কী –

FASTag দেশব্যাপী ৭৫০ টিরও বেশি টোল প্লাজা জুড়ে নিরবিচ্ছিন্ন টোল প্রদানের সুবিধা দেয়। গাড়ির উইন্ডস্ক্রিনে লাগানো RFID ট্যাগ সরাসরি ব্যবহারকারীর অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে, জাতীয় এবং রাজ্য সড়ক উভয় টোল প্লাজাতে টোল পেমেন্ট সহজ করে।

‘আইন মানতেই হবে’, Paytm নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী, বড় পদক্ষেপের ইঙ্গিত?

Paytm Payments Bank-এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই। তারপর থেকেই হু-হু করে পড়ছে কোম্পানির শেয়ার দর। গত কয়েকদিনে পেটিএমের মূল সংস্থা অর্থাৎ ওয়ান ৯৭ কমিউনিকেশন লিমিটেডের শেয়ার ৯৯৮.৩০ টাকা থেকে ৫২ সপ্তাহের সর্বনিম্ন ৩২৫.০৫ টাকায় নেমে এসেছে। মার্কেট ক্যাপ কমেছে ২০,৬৪৫ কোটি টাকা।

যদিও সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে পেটিএম। সংস্থার তরফে রিজার্ভ ব্যাঙ্ককে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি পেমেন্টস ব্যাঙ্কে নিষেধাজ্ঞার পরেও পেটিএমে নিয়োগ জারি রয়েছে বলেও খবর সামনে এসেছে। এর মধ্যেই পেটিএম নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় সরকার। সরাসরি জানিয়ে দেওয়া হল, আইন মানতেই হবে।

আরও পড়ুন: মাত্র ৩ লাখ টাকা থেকেই প্রতি মাসে ৩০ হাজার টাকা আয়; এভাবে করুন বিনিয়োগ

কেন্দ্রের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, ‘দেশের সমস্ত কোম্পানিকে আইন মানতেই হবে। এখানে ইচ্ছা-অনিচ্ছার কোনও ব্যাপার নেই’। পেটিএমের বিরুদ্ধে রিজার্ভ ব্যাঙ্কের কড়া পদক্ষেপ অন্যান্য ফিনটেক কোম্পানিগুলির কাছেও বার্তা বলে মনে করছেন অনেকে।

অন্য দিকে, রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তের পরই ১ ফেব্রুয়ারি পেটিএমের শেয়ারে ২০ শতাংশ পতন হয়। একদিনে কোম্পানির শেয়ারের দাম ৭৬১ টাকা থেকে ৬০৮.৮০ টাকায় নেমে আসে। এরপর থেকে পেটিএমের শেয়ার কখনও উঠেছে, কখনও পড়েছে। একসময় দাম ৩১৮.৩৫ টাকায় নেমে গিয়েছিল।

আরও পড়ুন: আপনার সন্তানের জন্য নতুন পলিসি নিয়ে এল LIC, বিমার সঙ্গে মিলবে মোটা রিটার্নও

এই পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারীই জানতে চাইছেন, পেটিএমের শেয়ার করা উচিত হবে কি না। একমাস আগে ১৫ জনের মধ্যে ১১ জন বাজার বিশ্লেষকই পেটিএমের শেয়ার কেনার পরামর্শ দিয়েছিলেন। এর মধ্যে ৬ জন অবিলম্বে কেনার সুপারিশ করেছিলেন। আর ৫ জন ধরে রাখার কথা বলেছিলেন। কোনও বাজার বিশেষজ্ঞই সেই সময় বিক্রির পরামর্শ দেননি। কিন্তু এখন ১৪ জনের মধ্যে ৪ জন বিক্রি করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। ২ জন সেল রেটিং দিয়েছেন, ২ জন হোল্ডের পরামর্শ দিয়েছেন, ৪ জন স্ট্রং বাই এবং একজন কেনার পরামর্শ দিয়েছেন।

ব্রোকারেজ ফার্ম বার্নস্টেইন পেটিএমকে ‘আউটপারফর্ম’ রেটিং দিয়েছে। শেয়ারের লক্ষ্য মূল্য বাড়িয়ে ৬০০ টাকা করেছে। তাদের মতে, ‘রিজার্ভ ব্যাঙ্কের পদক্ষেপ আরবিআই পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে। পেটিএমে এর কোনও প্রভাব পড়বে না। এই দুটোর পার্থক্য বোঝা গুরুত্বপূর্ণ’। তবে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যে আরও বড় পদক্ষেপের ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকেই।

ফাস্ট ট্যাগ বন্ধ করতে চাইছেন পেটিএম থেকে? জেনে নিন কীভাবে করবেন

আরবিআই'এর সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে পেটিএমের। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে সংস্থার এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম অ্যাপের বেশ কয়েকটি পরিষেবা নিয়ে চিন্তায় পড়েছেন মানুষ। যার মধ্যে রয়েছে ফাস্টট্যাগ পরিষেবা। অনেকে চাইছেন পেটিএম ফাস্টট্যাগ বন্ধ অথবা পোর্ট করতে। জেনে রাখুন তার পদ্ধতি।
আরবিআই’এর সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে পেটিএমের। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে সংস্থার এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম অ্যাপের বেশ কয়েকটি পরিষেবা নিয়ে চিন্তায় পড়েছেন মানুষ। যার মধ্যে রয়েছে ফাস্টট্যাগ পরিষেবা। অনেকে চাইছেন পেটিএম ফাস্টট্যাগ বন্ধ অথবা পোর্ট করতে। জেনে রাখুন তার পদ্ধতি।
ডিজিটাল ব্যাংকিং পরিষেবা দেওয়া ব্যবসায়ী অমিত মণ্ডল জানিয়েছেন, পেটিএম ফাস্টট্যাগ ডি-অ্যাক্টিভেশন অর্থাৎ বন্ধ করতে চাইলে, আপনাকে বেশ কয়েকটি ধাপে সেই কাজ করতে হবে। সঙ্গে মাথায় রাখতে হবে, পেটিএম ফাস্ট এক বন্ধ করলে তা পুনরায় আবার চালু করা যাবে না।
ডিজিটাল ব্যাংকিং পরিষেবা দেওয়া ব্যবসায়ী অমিত মণ্ডল জানিয়েছেন, পেটিএম ফাস্টট্যাগ ডি-অ্যাক্টিভেশন অর্থাৎ বন্ধ করতে চাইলে, আপনাকে বেশ কয়েকটি ধাপে সেই কাজ করতে হবে। সঙ্গে মাথায় রাখতে হবে, পেটিএম ফাস্ট এক বন্ধ করলে তা পুনরায় আবার চালু করা যাবে না।
এরজন্য প্রথমে আপনাকে ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে পেটিএম ফাস্টট্যাগ পোর্টালে ঢুকতে হবে। তারপর সেখানে ভেরিফিকেশনের জন্য দিতে হবে পেটিএম ফাস্টট্যাগ নম্বর, আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর।
এর জন্য প্রথমে আপনাকে ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে পেটিএম ফাস্টট্যাগ পোর্টালে ঢুকতে হবে। তারপর সেখানে ভেরিফিকেশনের জন্য দিতে হবে পেটিএম ফাস্টট্যাগ নম্বর, আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর।
এরপর আপনাকে যেতে হবে ২৪*৭ সাপোর্ট সেকশনে। l সেখান থেকে বেছে নিতে হবে অ্যাক্টিভেট করার অপশন। পোর্টালে দেওয়া ধাপ ধীরে ধীরে ফলো করে এগিয়ে যেতে হবে। এরপর আপনাকে দিতে হবে 'ক্লোজার রিকোয়েস্ট'। তারপর আপনার আবেদনের ভিত্তিতে সংস্থার তরফ থেকে পেটিএম ফাস্টট্যাগ বন্ধ করে দেওয়া হবে।
এরপর আপনাকে যেতে হবে ২৪*৭ সাপোর্ট সেকশনে।সেখান থেকে বেছে নিতে হবে অ্যাক্টিভেট করার অপশন। পোর্টালে দেওয়া ধাপ ধীরে ধীরে ফলো করে এগিয়ে যেতে হবে। এরপর আপনাকে দিতে হবে ‘ক্লোজার রিকোয়েস্ট’। তারপর আপনার আবেদনের ভিত্তিতে সংস্থার তরফ থেকে পেটিএম ফাস্টট্যাগ বন্ধ করে দেওয়া হবে।
অন্যদিকে আপনি যদি আপনার পেটিএম ফাস্টট্যাগ অন্য ব্যাংকে পোর্ট করতে চান, তাহলে আপনার পছন্দের ব্যাংকের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। সেখান থেকে আপনাকে সেই পদ্ধতি বলে দেওয়া হবে। চাওয়া হবে প্রয়োজনীয় তথ্য। তারপর আবেদনপত্র সম্পূর্ণ হলে, নতুন ব্যাংকের তরফ থেকে আসবে কনফার্মেশন মেসেজ।
অন্যদিকে আপনি যদি আপনার পেটিএম ফাস্টট্যাগ অন্য ব্যাংকে পোর্ট করতে চান, তাহলে আপনার পছন্দের ব্যাংকের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। সেখান থেকে আপনাকে সেই পদ্ধতি বলে দেওয়া হবে। চাওয়া হবে প্রয়োজনীয় তথ্য। তারপর আবেদনপত্র সম্পূর্ণ হলে, নতুন ব্যাংকের তরফ থেকে আসবে কনফার্মেশন মেসেজ।
উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশের পরে ডিজিটাল পেমেন্ট সংস্থাটি সব রকম ভাবে প্রয়াস চালাচ্ছে নিজেদের ভুল শুধরে নেওয়ার। একইভাবে সংস্থার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, গ্রাহকদের কোনওরকম অসুবিধা হবে না। এমনকি যে সমস্ত সমস্যাগুলি তৈরি হয়েছে, তা মেটানোর জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে সংস্থার তরফ থেকে।
উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশের পরে ডিজিটাল পেমেন্ট সংস্থাটি সবরকম প্রয়াস চালাচ্ছে নিজেদের ভুল শুধরে নেওয়ার। একইভাবে সংস্থার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, গ্রাহকদের কোনওরকম অসুবিধা হবে না। এমনকr যে সমস্ত সমস্যাগুলি তৈরি হয়েছে, তা মেটানোর জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে সংস্থার তরফ থেকে।

যাঁরা ডিজিটাল ট্রানজাকশন করেন, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ খবর, Paytm-এ বিধিনিষেধের পরে আরও যা জানা দরকার…

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) দ্বারা Paytm পেমেন্ট ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা শহরের ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের প্রভাবিত করেছে এবং তাঁদের সতর্ক করা হয়েছে। পেমেন্ট ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে সংস্থার UPI অ্যাপেও। ভোক্তা এবং ব্যবসায়ী ডিজিটাল অ্যাপের মাধ্যমে লেনদেনের ব্যাপারে সতর্ক হয়েছেন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) দ্বারা Paytm পেমেন্ট ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা শহরের ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের প্রভাবিত করেছে এবং তাঁদের সতর্ক করা হয়েছে। পেমেন্ট ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে সংস্থার UPI অ্যাপেও। ভোক্তা এবং ব্যবসায়ী ডিজিটাল অ্যাপের মাধ্যমে লেনদেনের ব্যাপারে সতর্ক হয়েছেন।
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের বিহার ইউনিট (CAIT) রাজ্য সভাপতি, অশোক কুমার ভার্মা এবং সাধারণ সম্পাদক দুর্গাপ্রসাদ গুপ্তা এর ব্যাঙ্ক এবং অ্যাপ ব্যবহার করে এমন ব্যবসায়ীদের সতর্ক করেছেন। তাঁরা অন্য পেমেন্ট অ্যাপে শিফট করার পরামর্শ দিয়েছেন। ব্যবসায়ী সংগঠনগুলো জানায়, বাজারে অনেক জায়গায় কোম্পানিটির উপস্থিতি QR কোডের পরিবর্তে, ব্যবসায়ীরা অন্যান্য পেমেন্ট অ্যাপের মাধ্যমে পেমেন্ট নিতে শুরু করেছেন।
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের বিহার ইউনিট (CAIT) রাজ্য সভাপতি, অশোক কুমার ভার্মা এবং সাধারণ সম্পাদক দুর্গাপ্রসাদ গুপ্তা এর ব্যাঙ্ক এবং অ্যাপ ব্যবহার করে এমন ব্যবসায়ীদের সতর্ক করেছেন। তাঁরা অন্য পেমেন্ট অ্যাপে শিফট করার পরামর্শ দিয়েছেন। ব্যবসায়ী সংগঠনগুলো জানায়, বাজারে অনেক জায়গায় কোম্পানিটির উপস্থিতি QR কোডের পরিবর্তে, ব্যবসায়ীরা অন্যান্য পেমেন্ট অ্যাপের মাধ্যমে পেমেন্ট নিতে শুরু করেছেন।
ইতিমধ্যেই পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মাধ্যমে লেনদেন বেড়েছে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের (এআইবিওএ) প্রাক্তন যুগ্ম সচিব ডিএন ত্রিবেদী বলেছেন যে, Paytm ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞার পরে ব্যাঙ্ক লেনদেন প্রভাবিত হয়েছে। সরকারি ব্যাঙ্কগুলি থেকে RTGS এবং NEFT বৃদ্ধি পেয়েছে।
ইতিমধ্যেই পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মাধ্যমে লেনদেন বেড়েছে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের (এআইবিওএ) প্রাক্তন যুগ্ম সচিব ডিএন ত্রিবেদী বলেছেন যে, Paytm ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞার পরে ব্যাঙ্ক লেনদেন প্রভাবিত হয়েছে। সরকারি ব্যাঙ্কগুলি থেকে RTGS এবং NEFT বৃদ্ধি পেয়েছে।
Paytm Wallet-এর মাধ্যমে ব্যবসায়ীরা এখন লেনদেন করতে পারবেন এবং সরকারি ব্যাঙ্কগুলো অনলাইনের মাধ্যমে লেনদেন শুরু করেছে। বিপুল সংখ্যক মানুষ Paytm ব্যাঙ্ক এবং ওয়ালেটে টাকা জমা রেখেছেন। ব্যাঙ্ক ইউনিয়ন নেতারা বলছেন যে Paytm ব্যাঙ্ক এবং Paytm UPI আলাদা।
Paytm Wallet-এর মাধ্যমে ব্যবসায়ীরা এখন লেনদেন করতে পারবেন এবং সরকারি ব্যাঙ্কগুলো অনলাইনের মাধ্যমে লেনদেন শুরু করেছে। বিপুল সংখ্যক মানুষ Paytm ব্যাঙ্ক এবং ওয়ালেটে টাকা জমা রেখেছেন। ব্যাঙ্ক ইউনিয়ন নেতারা বলছেন যে Paytm ব্যাঙ্ক এবং Paytm UPI আলাদা।
UPI-এর মাধ্যমে পেমেন্ট -ব্যবসায়ী প্রিন্স কুমার রাজু বলেন, জামাকাপড়, জুতো, গয়না, ফলমূল, শাকসবজি, রেস্তোরাঁ, হোটেলসহ সব জায়গায় ডিজিটাল পেমেন্ট থাকা উচিত এবং তা ব্যবহার করা হয়। পটনার বাসিন্দারা ডিমোনেটাইজেশন এবং করোনা সংক্রমণের পরে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করেছেন।
UPI-এর মাধ্যমে পেমেন্ট –
ব্যবসায়ী প্রিন্স কুমার রাজু বলেন, জামাকাপড়, জুতো, গয়না, ফলমূল, শাকসবজি, রেস্তোরাঁ, হোটেলসহ সব জায়গায় ডিজিটাল পেমেন্ট থাকা উচিত এবং তা ব্যবহার করা হয়। পটনার বাসিন্দারা ডিমোনেটাইজেশন এবং করোনা সংক্রমণের পরে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করেছেন।
ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPCI) অনুসারে, দেশে UPI লেনদেনের পরিমাণে Paytm-এর সবচেয়ে বেশি শেয়ার রয়েছে। এর শেয়ার প্রায় ১২.১ শতাংশ। যেখানে গুগলের এই শেয়ারের পরিমাণ ৩৬.৭ শতাংশ এবং ফোনপের ৪৭.৩ শতাংশ।
ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPCI) অনুসারে, দেশে UPI লেনদেনের পরিমাণে Paytm-এর সবচেয়ে বেশি শেয়ার রয়েছে। এর শেয়ার প্রায় ১২.১ শতাংশ। যেখানে গুগলের এই শেয়ারের পরিমাণ ৩৬.৭ শতাংশ এবং ফোনপের ৪৭.৩ শতাংশ।
৩১ জানুয়ারি, ২০২৪-এ, RBI Paytm পেমেন্ট ব্যাঙ্কের ক্ষেত্রে একটি নোটিশ জারি করেছিল। যেখানে বলা হয়েছে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ এর পরে, Paytm পেমেন্ট ব্যাঙ্ক কোনও ধরনের লেনদেন করতে পারবে না। পেমেন্ট ব্যাঙ্ক ইতিমধ্যেই নতুন গ্রাহক তৈরি নিষিদ্ধ করেছে, যা ইনস্টল করা হয়েছিল।
৩১ জানুয়ারি, ২০২৪-এ, RBI Paytm পেমেন্ট ব্যাঙ্কের ক্ষেত্রে একটি নোটিশ জারি করেছিল। যেখানে বলা হয়েছে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ এর পরে, Paytm পেমেন্ট ব্যাঙ্ক কোনও ধরনের লেনদেন করতে পারবে না। পেমেন্ট ব্যাঙ্ক ইতিমধ্যেই নতুন গ্রাহক তৈরি নিষিদ্ধ করেছে, যা ইনস্টল করা হয়েছিল।
পেমেন্ট ব্যাঙ্ক আরবিআই-এর অনেক নির্দেশিকা অনুসরণ করেনি, এর মধ্যে রয়েছে ব্যাঙ্কগুলিতে কেওয়াইসি বিধানগুলিতে শিথিলতা।RBI এই জালিয়াতি এবং একই PAN-এ একাধিক অ্যাকাউন্ট লিঙ্ক করার মতো মামলার তদন্ত করছে।
পেমেন্ট ব্যাঙ্ক আরবিআই-এর অনেক নির্দেশিকা অনুসরণ করেনি, এর মধ্যে রয়েছে ব্যাঙ্কগুলিতে কেওয়াইসি বিধানগুলিতে শিথিলতা।RBI এই জালিয়াতি এবং একই PAN-এ একাধিক অ্যাকাউন্ট লিঙ্ক করার মতো মামলার তদন্ত করছে।

Paytm: কেন পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে নিষিদ্ধ ঘোষণা করল আরবিআই? জেনে নিন আসল কারণ

মানি লন্ডারিং এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে ব্যাঙ্কিং সেক্টরের পোস্টার বয় বিজয় শেখর শর্মার পেটিএমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডে লক্ষাধিক নন-কেওয়াইসি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। শুধু তাই নয়, হাজার হাজার এমন অ্যাকাউন্ট রয়েছে যা খোলার জন্য একাধিক প্যান কার্ড ব্যবহার করা হয়েছিল।

এরপরই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে আরবিআই। চলতি সপ্তাহের শুরুতে রিজার্ভ ব্যাঙ্ক গ্রাহক অ্যাকাউন্ট, ওয়ালেট, ফ্যাস্ট্যাগ এবং অন্যান্য ক্ষেত্রে আমানত এবং টপ আপ বন্ধের নির্দেশ দেয়। সোজা কথায়, পিপিবিএলকে ২৯ ফেব্রুয়ারির পর টোল ট্যাক্সের জন্য গ্রাহকের থেকে আমানত নেওয়া, ক্রেডিট লেনদেন পরিচালনা, গ্রাহক অ্যাকাউন্ট, প্রিপেইড ইন্সট্রুমেন্ট, ওয়ালেট এবং কার্ডগুলিতে টপ-আপ করা-সহ বেশিরভাগ ব্যবসা বন্ধ করতে হবে। এর মানে হল, গ্রাহকরা এখন তাঁদের অ্যাকাউন্টে অ্যাক্সেস পাবেন। ওয়ালেটে সঞ্চিত টাকা দিয়ে পরিষেবা নিতে পারবেন ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ মার্চ থেকে সব বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন-                          একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

আরও পড়ুন-                          একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

একটি সূত্র পিটিআই-কে জানিয়েছে, কোটি টাকা লেনদেন হয়েছে এমন বেশ কিছু ঘটনা দেখা গিয়েছে, যা ন্যূনতম কেওয়াইসি প্রিপেইড নিয়ন্ত্রক সীমার চেয়ে অনেক বেশি। এই ধরনের ঘটনা টাকা পাচারের উদ্বেগ বাড়ায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পেটিএমের প্রায় ৩৫ কোটি ই-ওয়ালেট রয়েছে। এর মধ্যে ৩১ কোটি নিষ্ক্রিয়। বাকি ৪ কোটি ই-ওয়ালেট সামান্য ব্যালেন্স বা কোনও ব্যালেন্স ছাড়াই চালানো হচ্ছে। নিষ্ক্রিয় অ্যাকাউন্ট থেকেই টাকা পাচারের মতো ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাঁরা। ফলে কেওয়াইসি-তে বড় ধরনের গড়মিল ছিল বোঝা যাচ্ছে। এতে গ্রাহক, আমানতকারী এবং ওয়ালেট হোল্ডাররা বড়সড় ঝুঁকির মধ্যে পড়ছেন।

সূত্র মারফত জানা গিয়েছে, ২০২১ সালে কেওয়াইসি অ্যান্টি মানি লন্ডারিং ভায়োলেশন নিয়ে পেটিএমকে সতর্ক করে রিজার্ভ ব্যাঙ্ক। এই ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়। এরপর পেটিএম যে সব নথিপত্র পেশ করে তার বেশিরভাগই ভুয়ো এবং অসম্পূর্ণ বলে জানা গিয়েছে সূত্র মারফত। ২০২২ সালের মার্চ মাসে আরবিআই অবিলম্বে নতুন গ্রাহকদের অনবোর্ডিং বন্ধ করার নির্দেশ দিয়েছিল। এরপর ওই বছরের সেপ্টেম্বরে পিপিবিএলের মূল সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশন লিমিটেড এবং অন্যান্য পেমেন্ট এগ্রিগেটরদের অফিসে অভিযান চালায় ইডি।

Paytm-র পর আরও চার ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া অ্যাকশন RBI-এর, গ্রাহকদের কী হবে?

দুদিন আগেই পেটিএমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে আরবিআই। সেই নিয়ে আপাতত সরগরম বাজার। এর মধ্যেই আরও চারটি সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিয়ম লঙ্ঘনের জন্য ১ ফেব্রুয়ারি তাদের জরিমানা করা হয়েছে।
দুদিন আগেই পেটিএমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে আরবিআই। সেই নিয়ে আপাতত সরগরম বাজার। এর মধ্যেই আরও চারটি সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিয়ম লঙ্ঘনের জন্য ১ ফেব্রুয়ারি তাদের জরিমানা করা হয়েছে।
এই চারটি সমবায় ব্যাঙ্ক হল - শিরপুর পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ক, জনতা সহকারী ব্যাঙ্ক, নাগরিক সহকারী ব্যাঙ্ক এবং নাসিক ডিস্ট্রিক্ট সরকার ও কাউন্সিল এমপ্লয়িজ কো-অপারেটিভ ব্যাঙ্ক। তবে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এই পদক্ষেপের ফলে গ্রাহক ও ব্যাঙ্কের মধ্যে লেনদেন ও অন্যান্য চুক্তিতে কোনও প্রভাব পড়বে না।
এই চারটি সমবায় ব্যাঙ্ক হল – শিরপুর পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ক, জনতা সহকারী ব্যাঙ্ক, নাগরিক সহকারী ব্যাঙ্ক এবং নাসিক ডিস্ট্রিক্ট সরকার ও কাউন্সিল এমপ্লয়িজ কো-অপারেটিভ ব্যাঙ্ক। তবে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এই পদক্ষেপের ফলে গ্রাহক ও ব্যাঙ্কের মধ্যে লেনদেন ও অন্যান্য চুক্তিতে কোনও প্রভাব পড়বে না।
কত টাকা জরিমানা হয়েছে: শিরপুর পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ককে ২ লাখ টাকা জরিমানা করেছে আরবিআই। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, এক্সপোজারের নিয়ম না মানার কারণেই এই জরিমানা করা হয়েছে। এছাড়া ব্যাঙ্ক এমন সংস্থাকে ঋণ মঞ্জুর করেছিল যার সঙ্গে পরিচালকের আত্মীয়স্বজনের স্বার্থ জড়িয়ে রয়েছে।
কত টাকা জরিমানা হয়েছে: শিরপুর পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ককে ২ লাখ টাকা জরিমানা করেছে আরবিআই। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, এক্সপোজারের নিয়ম না মানার কারণেই এই জরিমানা করা হয়েছে। এছাড়া ব্যাঙ্ক এমন সংস্থাকে ঋণ মঞ্জুর করেছিল যার সঙ্গে পরিচালকের আত্মীয়স্বজনের স্বার্থ জড়িয়ে রয়েছে।
পাশাপাশি এক্সপোজার নিয়মে আরবিআই কর্তৃক জারি করা নির্দেশ না মানার জন্য জনতা সহকারী ব্যাঙ্ককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কেওয়াইসি নিয়মগুলি না মানার জন্য নাগরিক সহকারি ব্যাঙ্ককে ১ লক্ষ টাকা এবং নাসিক ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ব্যাঙ্ককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমানতকারীর শিক্ষা ও সচেতনতা তহবিলে নির্দিষ্ট অর্থ স্থানান্তরে ব্যর্থ হওয়ায় এই জরিমানা বলে জানানো হয়েছে।
পাশাপাশি এক্সপোজার নিয়মে আরবিআই কর্তৃক জারি করা নির্দেশ না মানার জন্য জনতা সহকারী ব্যাঙ্ককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কেওয়াইসি নিয়মগুলি না মানার জন্য নাগরিক সহকারি ব্যাঙ্ককে ১ লক্ষ টাকা এবং নাসিক ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ব্যাঙ্ককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমানতকারীর শিক্ষা ও সচেতনতা তহবিলে নির্দিষ্ট অর্থ স্থানান্তরে ব্যর্থ হওয়ায় এই জরিমানা বলে জানানো হয়েছে।
লাইসেন্স বাতিল করা হয়েছে: এর আগে ১২ জানুয়ারি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল যে দুর্বল আর্থিক অবস্থার কারণে হিরিউর আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হচ্ছে।
লাইসেন্স বাতিল করা হয়েছে: এর আগে ১২ জানুয়ারি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল যে দুর্বল আর্থিক অবস্থার কারণে হিরিউর আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হচ্ছে।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক বলে, ‘হিরিউর আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক চালু থাকাটা আমানতকারীদের স্বার্থের জন্য ক্ষতিকর। কারণ বর্তমান আর্থিক অবস্থায় ব্যাঙ্ক আমানতকারীদের পুরো টাকা মেটাতে পারবে না’।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক বলে, ‘হিরিউর আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক চালু থাকাটা আমানতকারীদের স্বার্থের জন্য ক্ষতিকর। কারণ বর্তমান আর্থিক অবস্থায় ব্যাঙ্ক আমানতকারীদের পুরো টাকা মেটাতে পারবে না’।
বছরের শুরুতেই চারটি ব্যাঙ্ককে জরিমানা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: এই বছরের জানুয়ারিতে আরবিআই যে ব্যাঙ্কগুলির উপর জরিমানা আরোপ করেছে সেগুলি হল হালোল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক, মেহসানা জেলা পঞ্চায়েত এমপ্লয়িজ কো-অপারেটিভ ব্যাঙ্ক, নবসর্জন ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং স্তম্ভদ্রি কো-অপারেটিভ আরবান।
বছরের শুরুতেই চারটি ব্যাঙ্ককে জরিমানা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: এই বছরের জানুয়ারিতে আরবিআই যে ব্যাঙ্কগুলির উপর জরিমানা আরোপ করেছে সেগুলি হল হালোল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক, মেহসানা জেলা পঞ্চায়েত এমপ্লয়িজ কো-অপারেটিভ ব্যাঙ্ক, নবসর্জন ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং স্তম্ভদ্রি কো-অপারেটিভ আরবান।

Paytm: পেটিএম নিয়ে বিরাট খবর! ২৯ ফেব্রুয়ারির পর বন্ধ হয়ে যাবে ‘এই’ পেটিএম পরিষেবা… জরিমানা দিতে না চাইলে বদলে ফেলুন

পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তাই টোল ট্যাক্স দেওয়ার জন্য পেটিএমের ফাস্ট্যাগ ব্যবহার করলে ২৯ ফেব্রুয়ারির আগে অন্য ব্যাঙ্ক থেকে নতুন ফাস্ট্যাগ কিনতে হবে চালকদের। কারণ প্রতিটা ফাস্ট্যাগকে ইউনিক ইউপিআই আইডি দেওয়া হয়। আর পেটিএম ফাস্ট্যাগ ইউজারদের এই ইউপিআই আইডি সরাসরি পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা থাকে।

এখন রিজার্ভ ব্যাঙ্ক যেহেতু পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছে, তাই ২৯ ফেব্রুয়ারির পর চালকরা আর পেটিএম ফাস্ট্যাগ রিচার্জ করতে পারবেন না। আর ফাস্ট্যাগ কাজ না করলে টোলে গাড়ির মালিককে নগদ জরিমানা হিসেবে দ্বিগুণ টাকা গুণতে হবে। পেটিএমের ফাস্ট্যাগ ২০২৪-এর ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করবে। ইউজাররা রিচার্জও করতে পারবেন।

২৯ ফেব্রুয়ারির পর পেটিএম ফাস্ট্যাগে যে ব্যালেন্স পড়ে থাকবে তা দিয়ে টোল মেটানো যাবে, কিন্তু আর রিচার্জ করা যাবে না। আর ফাস্ট্যাগ পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কের সঙ্গে পোর্টও করা যাবে না। তাই নতুন ব্যাঙ্ক থেকে ফাস্ট্যাগ নিয়ে নেওয়াই ভাল।

বৃহস্পতিবার পেটিএমের প্রেসিডেন্ট এবং সিওও ভবেশ গুপ্তাকে উদ্ধৃত করে সংস্থা জানিয়েছে, ‘পেটিএম অ্যাপ ইউজারদের একগুচ্ছ পণ্য অফার করে। ফাস্ট্যাগের মতো কিছু পণ্য ইতিমধ্যেই অন্যান্য ব্যাঙ্ক মারফত বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

দীর্ঘদিন ধরে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের কমপ্লায়েন্স ইস্যুতে একাধিক অভিযোগ আসছিল রিজার্ভ ব্যাঙ্কের কাছে। যার পরে আরবিআই এই কঠোর পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, ২০২৪-এর ২৯ ফেব্রুয়ারির পর কোনও গ্রাহক পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং প্রিপেডে টপ আপ করতে পারবেন না। যদিও এই সময়ের পর ফাস্ট্যাগ আইডিগুলির কী হবে, তা নিয়ে কোনও মন্তব্য করেনি পেটিএম। তবে গ্রাহকদের ‘কার্যকর সমাধান’-এর প্রতিশ্রুতি দিয়েছে তারা। যদিও ঘটনা হল, নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেলে পেটিমের ফাস্ট্যাগ অ্যাকাউন্ট বা আইডি অকেজো হয়ে যাবে। ব্যালেন্স ট্রান্সফার করা যাবে না- যদি না এই সময়ের মধ্যে বড় কোনও পরিবর্তন হয়।