রাস্তায় টোটোতে যানজট

টোটোয় থাকতে হবে ‘এই’ জিনিস, না হলেই ধরবে পুলিশ! বড় পদক্ষেপ প্রশাসনের

উত্তর ২৪ পরগনা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে জাতীয় সড়কের উপর হওয়া যানজট প্রসঙ্গে প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন।

তার পরও উত্তর ২৪ পরগনা জেলা সদর শহর বারাসাতে টোটো অটোর অনিয়ন্ত্রিত চলাচলে ৩৪ নম্বর ও ৩৫ নম্বর জাতীয় সড়কসহ গুরুত্বপূর্ণ টাকি রোড-সহ একাধিক রাস্তায় বহু সময় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বেশ কয়েকদিন আগে বেআইনি টোটো ধরতে অভিযানে নেমেছিল জেলা মোটর ভেহিকেল দফতরে, স্থানীয় প্রশাসনের পাশাপাশি পৌরসভা। সেই সময়ই প্রশাসনের তরফ থেকে দেওয়া বারকোডবিহীন টোটো চিহ্নিত করে তাদের সতর্ক করে দেওয়া হয় বারাসাতে চলাচলের ক্ষেত্রে।

আরও পড়ুন- ভয়ঙ্কর দুর্ঘটনা! রক্তে ভাসল চারিদিক, মর্মান্তিক মৃত্যু ২ জনের, গুরুতর জখম ৩

তাতেও হুঁশ ফেরেনি বারকোড বিহীন টোটো চালকদের। বিষয়টি নিয়ে বারাসাত পৌরসভার উপ পৌরপ্রধান ও আইএনটিটিইউসির দায়িত্বে থাকা তাপস দাশগুপ্ত সঙ্গে কথা বলে জানা যায়, এখানে চলাচলের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে টোটো।

প্রত্যন্ত এলাকা থেকে রাতে জরুরী রোগী পরিষেবা হোক বা বাচ্চাদের স্কুলে যাতায়াতের ক্ষেত্রে মাধ্যম এই টোটো। বারাসাত এলাকায় প্রায় আট হাজার টোটো চলাচল করে বলে দাবি করেন তিনি। তবে সেক্ষেত্রে ইতিমধ্যেই প্রায় ৪ হাজার টোটোকে বারকোড দিয়ে নির্দিষ্ট রুটে চলাচলের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন- কম সময়েই কাজ শেষ,তাও বাতিলের তালিকায় বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন,রইল লিস্ট

এখনওপ্রায় ৪ হাজারের কাছাকাছি টোটো বারকোড বিহীন অবস্থাতেই চলছে রাস্তায়। টোটোর গায়ে লাগানো রয়েছে ইউনিয়নের লোগো, তার ওপর ভিত্তি করেই রাস্তায় চালানো হচ্ছে ওই সকল টোটো।

তাপস বাবু জানান, প্রতিদিনই বাড়ছে টোটোর চাপ, অটোর জন্য বারাসাতে আটটি রুট থাকলেও টটোর জন্য রয়েছে ৪২ টি রুট। তবে সে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উপর দায় চাপিয়ে তাপস বাবু বলেন গত ১০ বছর ধরে কেন্দ্রীয় সরকার চাকরি না দিতে পারার কারণেই পেট চালাতে টোটো কিনে রাস্তায় নেমেছেন বেকার যুবকেরা।

প্রশাসনের সঙ্গে বৈঠক করে এই অনিয়ন্ত্রিত টোটো অটোর সমস্যার সমাধানে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। তবে সেক্ষেত্রে এই বিষয়টি সময় সাপেক্ষ।

পথ চলতি সাধারণ মানুষজন বলছেন, টোটোর দাপাদাপিতে বারাসতে পথ চলাই দায় হয়ে পড়েছে। ছোটখাটো দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটলেও যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।

বারকোড বিহীন টোটো চালকরা বলছেন দীর্ঘদিন ধরে তারা এভাবেই চালিয়ে আসছেন টোটো তবে প্রশাসনের তরফ থেকে তাদের এখনো মেলেনি বারকোড এই পরিস্থিতিতে পুলিশের এমন কড়া নজরদারিতে তারাও পড়েছেন সমস্যায়। এখন কী করবেন তা বুঝে উঠতে পারছেন না অসহায় এই টোটো চালকরাও।

প্রশাসনের তরফ থেকে তাদের সতর্ক করা হলেও বারকোড বিহীন টোটো চালকরা এখনো বুঝতে পারছেন না, কবে মিলবে তাদের নির্দিষ্ট রুটের বারকোড!

Rudra Narayan Roy