ঘরে বসেই চলছে ছিপ দিয়ে মাছ ধরা

যেন পুকুরের মধ্যেই বাড়ি! বহু বছরের সমস্যা, এখনও হল না কোনও সমাধান

উত্তর ২৪ পরগনা: দেখলে মনে হবে যেন কোনও পুকুরের মাঝেই বসবাস করছেন তাঁরা। চারিদিকে শুধু জল আর জল। আর তার মাঝেই ফুটে উঠছে জীবন যন্ত্রণার ছবি।

যদিও এই ছবি নতুন কিছু নয়, দীর্ঘ বছর ধরেই উত্তর ২৪ পরগনার বিরা আম্বেদকর নগর নবপল্লী নারায়ণপুর এলাকার এটাই বর্ষা কালের জলছবি। যেখানে পুকুর নালা বাড়ির উঠোন, এমনকী বাড়ি ঘর সব জলমগ্ন হয়ে যায়।

এখন তাই এলাকার মানুষজন ঘরের মধ্যে থেকেই ছিপ ফেলে ধরছেন মাছ, এই জলের মাঝে থেকেই সামলাচ্ছেন সংসার। খাওয়া থেকে সোয়া সবটাই চলছে এই জল ঠেঙিয়ে।

আরও পড়ুন- ব্রডব্যান্ডের মতো দামেই 5G,দেদার সুবিধা,সব ফিচার্স নিয়ে বাজার কাঁপাচ্ছে Jio

কবে এই জল নামবে তা বুঝে উঠতে পারছে না কেউই। আর এই চেনা চিত্রই চলে আসছে দীর্ঘকাল ধরে। তবে এলাকার শতাধিক মানুষ এমন পরিস্থিতি সম্মুখীন হলেও দেখা নেই কোনও প্রশাসনিক আধিকারিকের।

বাধ্য হয়ে এই নোংরা জলেই কাপড় কাচা থেকে বাসন মাজা সমস্ত কিছুই করতে হচ্ছে এলাকার মানুষদের। কোথাও হাঁটু জল কোথাও কোমর সমান জল নিয়ে এখন এই এলাকার মানুষজন রীতিমতো বন্দী হয়ে পড়েছেন।

জল ঢুকেছিল স্থানীয় বৈদিক গুরুকুল আশ্রমেও। ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে এলাকার পড়ুয়াদেরও। চারিদিকে এভাবে জল থাকায় ঠান্ডা লেগে শারীরিক সমস্যাও তৈরি হচ্ছে তাদের।

আশ্রমে জলের মাঝেই পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছুই সারতে হচ্ছে এই খুদে আবাসিকদের। তবে এই জল জমার কারণে কীটপতঙ্গ থেকে শুরু করে সাপের উপদ্রব দেখা দিয়েছে এলাকায়। তাই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন।

আরও পড়ুন- গ্রাহকরা ছেড়ে না যান তাই ফের নতুন প্ল্যান আনল Airtel, ২GBডেটার সঙ্গে অনেক কিছু

আর এভাবেই এখন দিন কাটছে জলবন্দি এই এলাকার মানুষজনের। এদিন তারই মাঝে দেখা গেল অসুস্থ এক রোগীকে কোন রকমে ভ্যানে করে জলে ডোবা রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হল চিকিৎসার জন্য। এই ছবি দেখলে রীতিমতো চোখে জল আসবে আপনারও।

কবে বদলাবে পরিস্থিতি জানা নেই কারোর। বহুবার প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি। ছবি তুলে নিয়ে গেলেও মেলেনি সরকারি আবাস যোজনার বাড়ি বলেই জানা গেল এলাকাবাসীদের কথায়। বৃদ্ধ ভাতা টাকাও আসেনি অনেকের ঘরে।

ইতিমধ্যেই জল বাহিত রোগের প্রভাব বেড়েছে নানা জায়গায়, পাশাপাশি এই জলে ডুবেই কয়েক বছর আগে মৃত্যু হয়েছিল হাবরার এক শিশুর। এখন বিরার এই আম্বেদকর নগর এলাকার বর্তমান যা পরিস্থিতি তাতে বড় কোন দুর্ঘটনার সম্মুখীন হলে এর দায়ভার কে নেবে!

Rudra Narayan Roy