Bangladesh Terrorist Arrested: STF-এর বিরাট সাফল্য, বর্ধমানে ধরা পড়ল ‘বাংলাদেশের জঙ্গি’! আল কায়দার সঙ্গে কোন যোগ?

দক্ষিণবঙ্গ: পশ্চিম বর্ধমানের কাঁকসা থানায় বেঙ্গল এসটিএফ-র জালে ধরা পড়ল বাংলাদেশের জঙ্গি সংগঠন ‘শাহাদাত’-এর মূলচক্রী। তাঁর বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা রুজু করা হয়েছে কাঁকসা থানায়।

সূত্রের খবর, বাংলাদেশের পাশাপাশি এই জঙ্গি গোষ্ঠী পশ্চিমবঙ্গেও নিজের জাল বিছানোর প্রচেষ্টায় রয়েছে৷এই ‘শাহদাত’ আরেক জঙ্গিগোষ্ঠী ‘আনসার আল ইসলামে’র সঙ্গেও যুক্ত বলে জানিয়েছেন গোয়েন্দারা৷ আল কায়দার স্বীকৃতিপ্রাপ্ত এই ‘আনসার আল ইসলাম’ গোষ্ঠীকে ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশে৷

আরও পড়ুন: বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিতে বিরতি, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, বৃষ্টির পরিমাণ বাড়বে কবে থেকে?

এদিন পশ্চিম বর্ধমানের কাঁকসায় তার নিজের বাড়ি থেকেই মহম্মদ হাবিবুল্লাহ নামের ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকেরা৷

আরও পড়ুন: নিটে প্রশ্নফাঁস-বিতর্কের মধ্যেই বড় পদক্ষেপ কেন্দ্রের, অপসারিত এনটিএ-র ডিজি, দায়িত্ব নিচ্ছেন কে?

জানা গিয়েছে, ‘BiP’ নামের একটি মেসেজিং প্ল্যাটফর্মে সাংকেতিক ভাষায় যোগাযোগ রাখত এই দলের সদস্যেরা৷