বিজয় থালাপতি

Thalapathy Vijay: ভয়ঙ্কর কাণ্ড! বিজয়ের জন্মদিন পালন করতে গিয়ে চরম পরিণতি, ভক্তের সঙ্গে যা ঘটল…!

চেন্নাই: থালাপতি বিজয়ের ভক্তের সংখ্যা দেশ জুড়ে নেহাতই কম নয়। গতকাল দক্ষিণী সুপারস্টারের জন্মদিনে ফের উন্মাদনা প্রকাশ পেয়েছে। তাঁর অনুরাগীরা নায়কের জন্মদিন পালন করেছেন নানাভাবে। এরই মধ্যে ঘটে গেল এক দুর্ভাগ্যজনক ঘটনা।

থালাপতির জন্মদিন উপলক্ষে ভক্তরা ইসিআর সারাভানান (বিজয়ের ফ্যান ক্লাব ইসিআর চেন্নাইয়ের প্রধান) ভক্তদের জন্য একটি অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন। সেখানেই ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। এক যুবক কেরোসিন ব্যবহার করে একটি স্টান্ট করার সময় নিজের হাতে আগুন ধরিয়ে দেন।

আরও পড়ুন: আজ ১৫০ কোটি, কিন্তু ১৯৯৮ সালে কুছ কুছ হোতা হ্যায়-তে অভিনয়ের জন্য শাহরুখ খান কত টাকা পেয়েছিলেন জানেন?

ইভেন্টের লোকেরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন বলে প্রাণে বেঁচে যান সেই যুবক। হাতের আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। তাই অল্পের উপর দিয়ে রক্ষা পাওয়া গিয়েছে। এই ঘটনার পরে ফের প্রশ্ন জাগছে, থালাপতির অতি উৎসাহী ভক্তদের কাণ্ড নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

১৯৭৪ সালের ২২ জুন জন্ম জোসেফ বিজয় চন্দ্রশেখরের। এখন শুধু বিজয় বা থালাপতি বিজয় নামে পরিচিত তিনি। অভিনেতা তিন দশকেরও বেশি সময় ধরে তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। নায়ককে ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ ছবিতে দেখা যাবে খুব তাড়াতাড়ি।