আজ নবান্নে বৈঠক

Mamata Banerjee-Junior Doctors Meeting: অনশন না তুলেই নবান্নে জুনিয়র চিকিৎসকরা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেই আজ মিলবে সমাধান?

কলকাতা: গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় শুরু হয়েছিল ‘আমরণ অনশন’। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও চলছে অনশন। ১০ দফা দাবিতে অনশনের প্রায় ১৫ দিন অতিক্রান্ত। আজ সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের পর কি উঠবে অনশন? প্রশ্ন সেদিকেই।
জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে, আজ  সব দাবি মেনে নিয়ে নোটিফিকেশন জারি না হলে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ-সহ অন্য রাজ্যে বৃহত্তর আন্দোলনে নামা হবে। ডঃ অপর্ণা বলেন, ‘আমরা সবার আপিল শুনেছি। সর্বোচ্চ আদালতের অনুরোধ শুনে কাজে ফিরেছি। কিন্তু এটাকে আমাদের অন্তিম চেষ্টা বলে জানাচ্ছি। আমাদেরও ধৈর্য কমে আসছে। অনুরোধ করব আমাদের দাবিগুলো মানুন। আমরাও চাই না দেশ জুড়ে চিকিৎসা ব্যবস্থা বিঘ্নিত হোক।’

 

আরও পড়ুন– আবাস যোজনার সমীক্ষা নিয়ে বিজেপি-তৃণমূল দড়ি টানাটানি, কমিশনকে চিঠি দিল রাজ্য বিজেপি

বৈঠকের আগে জুনিয়র ডাক্তারদের তরফে আরও বলা হয়, ‘সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে আজই নির্দেশিকা দিয়ে সরকার এটা মিটিয়ে নিতে পারে। সরকারের যদি সদিচ্ছা না থাকে, তাহলে আমাদের দেশ জুড়ে আন্দোলনে যেতে হবে। আমরা বলেছিলাম, আমরা স্বাস্থ্য ধর্মঘট করব। কিন্তু আমরা সেটা করতে চাই না। আমরা চাই না কোনও রোগীর কোনওরকম ক্ষতি হোক। কিন্তু সরকার যদি তাদের তরফ থেকে সদিচ্ছা না দেখায়, আমরা বাধ্য হব ধর্মঘটের পথে হাঁটতে।তার জন্য যা কিছু হবে তার জন্য সরকার দায়ী থাকবে। আজকের বৈঠকের পরে বৈঠকের minutes নিয়ে আমরা বৈঠকে বসব। আমাদের কতটা দাবি মানা হল তা আমরা খতিয়ে দেখব। এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব।’

মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছিলেন, সোমবার অনশন তুলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেতে হবে। জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছিল, অনশন না তুলেই নবান্নে সোমবার বৈঠকে যোগ দিতে যাবেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের আলোচনার অনশন ওঠে কি না, সেদিকেই তাকিয়ে বাংলা।