এই সপ্তাহে বুধ এবং বৃহস্পতিবার পালিত হবে ফলহারিণী অমাবস্যা। এই তিথিতে দেবী কালী পূজিত হবেন ফলহারিণী রূপে।

Phalaharini Amavasya Astrological Tips 2024: আসছে ফলহারিণী অমাবস্যা, দিনভর এই কাজগুলি করলেই জীবনে অর্থ ও সুখবৃষ্টি

এই সপ্তাহে বুধ এবং বৃহস্পতিবার পালিত হবে ফলহারিণী অমাবস্যা। এই তিথিতে দেবী কালী পূজিত হবেন ফলহারিণী রূপে।
এই সপ্তাহে বুধ এবং বৃহস্পতিবার পালিত হবে ফলহারিণী অমাবস্যা। এই তিথিতে দেবী কালী পূজিত হবেন ফলহারিণী রূপে।

 

ভক্ত এবং পুণ্যার্থীদের দীর্ঘ প্রচলিত বিশ্বাস, এই তিথিতে পুজো নিষ্ঠা ভরে পালন করলে দেবী অশুভ ফল হরণ করেন জীবন থেকে। শুভ ফল থাকে সঙ্গে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা।
ভক্ত এবং পুণ্যার্থীদের দীর্ঘ প্রচলিত বিশ্বাস, এই তিথিতে পুজো নিষ্ঠা ভরে পালন করলে দেবী অশুভ ফল হরণ করেন জীবন থেকে। শুভ ফল থাকে সঙ্গে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা।

 

ফলহারিণী অমাবস্যায় পালিত কিছু জ্যোতিষ টিপস আছে। মনে করা হয়, সেগুলি পালন করলে জীবনে ধনসম্পদ সমৃদ্ধির কোনও অভাব থাকে না।
ফলহারিণী অমাবস্যায় পালিত কিছু জ্যোতিষ টিপস আছে। মনে করা হয়, সেগুলি পালন করলে জীবনে ধনসম্পদ সমৃদ্ধির কোনও অভাব থাকে না।

 

৫ জুন, বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে শুরু অমাবস্যা৷ এই তিথি থাকবে ৬ জুন বিকেল ৫.৫৩ পর্যন্ত৷ অমাবস্যা নিশি পালন করা হবে ৫ জুন, বুধবার সন্ধ্যাতেই৷ বিভিন্ন কালীমন্দির এবং গৃহস্থের বাড়িতে মহা সমারোহে ফলহারিণী কালীপুজোর আয়োজন করা হয়ে থাকে৷
৫ জুন, বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে শুরু অমাবস্যা৷ এই তিথি থাকবে ৬ জুন বিকেল ৫.৫৩ পর্যন্ত৷ অমাবস্যা নিশি পালন করা হবে ৫ জুন, বুধবার সন্ধ্যাতেই৷ বিভিন্ন কালীমন্দির এবং গৃহস্থের বাড়িতে মহা সমারোহে ফলহারিণী কালীপুজোর আয়োজন করা হয়ে থাকে৷

 

ফলহারিণী অমাবস্যার ভোরে গঙ্গায় স্নান করা অত্যন্ত পুণ্যদায়ী বলে বিশ্বাস। যদি বাড়ির কাছে গঙ্গা বা অন্য কোনও নদী না থাকে তাহলে স্নানের জলে কালো তিল মিশিয়ে নিন।
ফলহারিণী অমাবস্যার ভোরে গঙ্গায় স্নান করা অত্যন্ত পুণ্যদায়ী বলে বিশ্বাস। যদি বাড়ির কাছে গঙ্গা বা অন্য কোনও নদী না থাকে তাহলে স্নানের জলে কালো তিল মিশিয়ে নিন।

 

মরশুমি ফল দেবীকে অর্ঘ্য দেওয়া হয় এই তিথিতে। কোনও মনস্কামনা পূর্ণ করার থাকলে প্রিয় ফল দিন দেবীর পায়ে। তার পর এক বছর সেই ফল খাবেন না।
মরশুমি ফল দেবীকে অর্ঘ্য দেওয়া হয় এই তিথিতে। কোনও মনস্কামনা পূর্ণ করার থাকলে প্রিয় ফল দিন দেবীর পায়ে। তার পর এক বছর সেই ফল খাবেন না।

 

মনস্কামনা পূর্ণ হলে উদযাপনের পর আবার গ্রহণ করতে পারবেন নিবেদিত ফল। ফলহারিণী অমাবস্যায় মৌনব্রত পালন করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
মনস্কামনা পূর্ণ হলে উদযাপনের পর আবার গ্রহণ করতে পারবেন নিবেদিত ফল। ফলহারিণী অমাবস্যায় মৌনব্রত পালন করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

 

এই তিথিতে সাধ্যমতো অন্নবস্ত্র দান করুন। ফলহারিণী অমাবস্যা তিথিতে দেবী কালীর সঙ্গে পুজো করুন মহাদেবেরও।
এই তিথিতে সাধ্যমতো অন্নবস্ত্র দান করুন। ফলহারিণী অমাবস্যা তিথিতে দেবী কালীর সঙ্গে পুজো করুন মহাদেবেরও।