ফলহারিণী কালীপুজো পালিত হয় জ্যৈষ্ঠমাসের অমাবস্যায়। এই পার্বণে দেবী কালী পূজিতা হন ফলহারিণী রূপে।

Phalaharini Kalipuja Rituals 2024: আসছে ফলহারিণী কালীপুজো, সন্ধ্যায় বাড়ির এই কোণে এভাবে জ্বালুন প্রদীপ, দুঃখ দূর হয়ে পাবেন অর্থবৃষ্টি

ফলহারিণী কালীপুজো পালিত হয় জ্যৈষ্ঠমাসের অমাবস্যায়। এই পার্বণে দেবী কালী পূজিতা হন ফলহারিণী রূপে।
ফলহারিণী কালীপুজো পালিত হয় জ্যৈষ্ঠমাসের অমাবস্যায়। এই পার্বণে দেবী কালী পূজিতা হন ফলহারিণী রূপে।

 

প্রচলিত বিশ্বাস এই জাগ্রত তিথিতে নিষ্ঠাভরে দেবী কালীর পুজো অর্চনা করলে তিনি কুকর্মের ফলহরণ করেন।
প্রচলিত বিশ্বাস এই জাগ্রত তিথিতে নিষ্ঠাভরে দেবী কালীর পুজো অর্চনা করলে তিনি কুকর্মের ফলহরণ করেন।

 

এই তিথিতে দেবী কালীর উপাসনার পাশাপাশি কিছু পালনীয় টোটকাও আছে। মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হয় অর্থবৃষ্টি বর্ষায়। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।
এই তিথিতে দেবী কালীর উপাসনার পাশাপাশি কিছু পালনীয় টোটকাও আছে। মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হয় অর্থবৃষ্টি বর্ষায়। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।

 

ফলহারিণী কালীপুজোর সন্ধ্যায় উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে প্রজ্বলন করুন একটি মাটির প্রদীপ।
ফলহারিণী কালীপুজোর সন্ধ্যায় উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে প্রজ্বলন করুন একটি মাটির প্রদীপ।

 

এই প্রদীপে দিন ঘি বা তিলতেল। সরষের তেল দেবেন না।
এই প্রদীপে দিন ঘি বা তিলতেল। সরষের তেল দেবেন না।
প্রদীপের সলতে তৈরি করুন লাল রঙের সুতো থেকে।
প্রদীপের সলতে তৈরি করুন লাল রঙের সুতো থেকে।

 

প্রদীপে দিন ৩ টি লবঙ্গ, ৩ টি এলাচ এবং ১ টি ১ টাকার মুদ্রা।
প্রদীপে দিন ৩ টি লবঙ্গ, ৩ টি এলাচ এবং ১ টি ১ টাকার মুদ্রা।

 

এই প্রদীপ যত ক্ষণ পর্যন্ত প্রজ্বলিত থাকে, তত ক্ষণ পর্যন্ত জ্বলতে দিন। আপনি নেভাবেন না।
এই প্রদীপ যত ক্ষণ পর্যন্ত প্রজ্বলিত থাকে, তত ক্ষণ পর্যন্ত জ্বলতে দিন। আপনি নেভাবেন না।

 

এ বছর জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷ অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷
এ বছর জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷ অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷

 

সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ৬ জুনকেই৷ তবে দেবীকালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পূজা হবে ৫ জুন রাতে, অমাবস্যা তিথি শুরুর পরই৷
সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ৬ জুনকেই৷ তবে দেবীকালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পূজা হবে ৫ জুন রাতে, অমাবস্যা তিথি শুরুর পরই৷