জ্যৈষ্ঠমাসের অমাবস্যায় পালিত হয় ফলহারিণী কালীপুজো। দেবী কালীর বিশেষ রূপ হল ফলহারিণী।

Phalaharini Kalipuja 2024 Rituals: আসছে ফলহারিণী কালীপুজো, অমাবস্যার সন্ধ্যায় সিঁদুর দিয়ে করুন এই কাজ! জীবনে টাকার অভাব থাকবে না

জ্যৈষ্ঠমাসের অমাবস্যায় পালিত হয় ফলহারিণী কালীপুজো। দেবী কালীর বিশেষ রূপ হল ফলহারিণী।
জ্যৈষ্ঠমাসের অমাবস্যায় পালিত হয় ফলহারিণী কালীপুজো। দেবী কালীর বিশেষ রূপ হল ফলহারিণী।

 

ভক্তদের প্রচলিত বিশ্বাস, এই তিথিতে নিষ্ঠাভরে পুজো করলে জীবনের অশুভ ফল হরণ করেন দেবী। শুভ ফল প্রদান করেন৷ তাই এই তিথিকে বলা হয় ফলহারিণী অমাবস্যা৷
ভক্তদের প্রচলিত বিশ্বাস, এই তিথিতে নিষ্ঠাভরে পুজো করলে জীবনের অশুভ ফল হরণ করেন দেবী। শুভ ফল প্রদান করেন৷ তাই এই তিথিকে বলা হয় ফলহারিণী অমাবস্যা৷

 

এই তিথিতে পালনীয় কিছু নিয়ম আছে৷ প্রচলিত বিশ্বাস, এই আচার অনুষ্ঠান পালন করলে জীবনের সব বাধা বিঘ্ন দূর হয়৷ জীবনে বর্ষিত হয় ধনসম্পদ ও সমৃদ্ধি৷
এই তিথিতে পালনীয় কিছু নিয়ম আছে৷ প্রচলিত বিশ্বাস, এই আচার অনুষ্ঠান পালন করলে জীবনের সব বাধা বিঘ্ন দূর হয়৷ জীবনে বর্ষিত হয় ধনসম্পদ ও সমৃদ্ধি৷

 

জুন মাসের ৫ তারিখে সন্ধ্যা ৭.১৫ মিনিটে শুরু অমাবস্যা৷ এই তিথি থাকবে ৬ জুন বিকেল ৫.৫৩ পর্যন্ত৷ অমাবস্যা নিশি পালন করা হবে ৫ জুন, বুধবার সন্ধ্যাতেই৷ বিভিন্ন কালীমন্দির এবং গৃহস্থের বাড়িতে মহা সমারোহে ফলহারিণী কালীপুজোর আয়োজন করা হয়ে থাকে৷
জুন মাসের ৫ তারিখে সন্ধ্যা ৭.১৫ মিনিটে শুরু অমাবস্যা৷ এই তিথি থাকবে ৬ জুন বিকেল ৫.৫৩ পর্যন্ত৷ অমাবস্যা নিশি পালন করা হবে ৫ জুন, বুধবার সন্ধ্যাতেই৷ বিভিন্ন কালীমন্দির এবং গৃহস্থের বাড়িতে মহা সমারোহে ফলহারিণী কালীপুজোর আয়োজন করা হয়ে থাকে৷

 

ফলহারিণী কালীপুজোর সন্ধ্যায় স্নান সেরে শুদ্ধ লালবস্ত্র পরে হাতে নিন সিঁদুর এবং গব্য ঘৃত৷ যদি গব্য ঘৃত না থাকে পরিবর্তে নিতে পারেন তিলতেল৷
ফলহারিণী কালীপুজোর সন্ধ্যায় স্নান সেরে শুদ্ধ লালবস্ত্র পরে হাতে নিন সিঁদুর এবং গব্য ঘৃত৷ যদি গব্য ঘৃত না থাকে পরিবর্তে নিতে পারেন তিলতেল৷

 

সেদিন সন্ধ্যায় মা কালীর বিগ্রহ বা ছবির সামনে বসুন লাল আসনে৷ দেবীকে পরিয়ে দিন লাল জবার মালা৷ অর্ঘ্য নিবেদন করুন বেলপাতা এবং রক্তচন্দনে
সেদিন সন্ধ্যায় মা কালীর বিগ্রহ বা ছবির সামনে বসুন লাল আসনে৷ দেবীকে পরিয়ে দিন লাল জবার মালা৷ অর্ঘ্য নিবেদন করুন বেলপাতা এবং রক্তচন্দনে

 

লাল সিঁদুর এবং ঘি মিশ্রণ করে নিবেদন করুন মা কালীর শ্রীচরণে৷ এর পর আম, লিচু-সহ জ্যৈষ্ঠমাসের মরশুমি ফল অর্ঘ্য দিন দেবী কালীর পায়ে৷
লাল সিঁদুর এবং ঘি মিশ্রণ করে নিবেদন করুন মা কালীর শ্রীচরণে৷ এর পর আম, লিচু-সহ জ্যৈষ্ঠমাসের মরশুমি ফল অর্ঘ্য দিন দেবী কালীর পায়ে৷