রাত পোহালেই, বুধবার জ্যৈষ্ঠমাসের অমাবস্যা। এই তিথিকে বলা হয় ফলহারিণী অমাবস্যা।

Phalaharini Kalipuja Date with Timing: রাত পোহালেই ফলহারিণী কালীপুজো! জানুন বুধবার কখন শুরু হচ্ছে অমাবস্যা

রাত পোহালেই, বুধবার জ্যৈষ্ঠমাসের অমাবস্যা। এই তিথিকে বলা হয় ফলহারিণী অমাবস্যা।
রাত পোহালেই, বুধবার জ্যৈষ্ঠমাসের অমাবস্যা। এই তিথিকে বলা হয় ফলহারিণী অমাবস্যা।

 

এই পুণ্যতিথিতে দেবী কালী পূজিত ফলহারিণী রূপে।
এই পুণ্যতিথিতে দেবী কালী পূজিত ফলহারিণী রূপে।

 

অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷
অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷

 

অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷
অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷

 

সূর্যোদয়ের সময়কার তিথি অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ৬ জুনকেই৷
সূর্যোদয়ের সময়কার তিথি অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ৬ জুনকেই৷

 

তবে অমাবস্যার নিশিপালন এবং দেবীকালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পূজা হবে ৫ জুন রাতে, অমাবস্যা তিথি শুরুর পরই৷
তবে অমাবস্যার নিশিপালন এবং দেবীকালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পূজা হবে ৫ জুন রাতে, অমাবস্যা তিথি শুরুর পরই৷

 

ভক্তদের বিশ্বাস, নিষ্ঠা ভরে ফলহারিণী কালীপুজো করলে তিনি জীবন থেকে অশুভ কর্মফল দূর করেন। সঙ্গে থাকে শুভ শক্তি ও শুভ কর্মফল।
ভক্তদের বিশ্বাস, নিষ্ঠা ভরে ফলহারিণী কালীপুজো করলে তিনি জীবন থেকে অশুভ কর্মফল দূর করেন। সঙ্গে থাকে শুভ শক্তি ও শুভ কর্মফল।