: ৫ জুন বুধবার সন্ধ্যে ৭ টা ১৫ মিনিটে শুরু হচ্ছে ফলহারিনী কালীপুজো। আজকের দিন অর্থ ভাগ্য খুলবে এই সহজ টোটকায়। প্রতিবছর জৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী রূপে। ৬ জুন বৃহস্পতিবার বিকেল ৫টা ৫৩ মিনিটে পর্যন্ত থাকবে অমাবস্যা ।

Phalharini Kali Puja 2024: ফলহারিণী কালীপুজোয় করুন এই উপাচার, তারপর আপনার লটারির টিকিট পাওয়া আটকায় কে

লটারিতে টিকিট কেটে হয়রান হচ্ছেন। তাও লটারির টিকিটে মিলছে না পুরস্কার, ৫ জুন ফলহারিণী অমাবস্যার দিনে করুন এই কাজ। লটারির টিকিটে টাকায় ভরে যাবে আপনার পকেট।
লটারিতে টিকিট কেটে হয়রান হচ্ছেন। তাও লটারির টিকিটে মিলছে না পুরস্কার, ৫ জুন ফলহারিণী অমাবস্যার দিনে করুন এই কাজ। লটারির টিকিটে টাকায় ভরে যাবে আপনার পকেট।
আগামী ৫ জুন ফলহারিণী অমাবস্যা। আর এই অমাবস্যার দিনে করুণ বিশেষ কাজ। রাতারাতি আপনার জীবন পাল্টে যাবে।
আগামী ৫ জুন ফলহারিণী অমাবস্যা। আর এই অমাবস্যার দিনে করুণ বিশেষ কাজ। রাতারাতি আপনার জীবন পাল্টে যাবে।
জ্যোতিষবিদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, মাটির প্রদীপের এই টোটকা ফলহারিণী অমাবস্যার দিন আপনার জীবন পাল্টে দিতে চলেছে। মাত্র ১০ থেকে ১৫ টাকা খরচ করতে হবে এই টোটকা ব্যয় করার জন্য। আর এই টোটকা একবার করলে সারা বছর আপনার কোনওরকম ভাবে আর্থিক ভাবে মন্দা যাবে না।
জ্যোতিষবিদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, মাটির প্রদীপের এই টোটকা ফলহারিণী অমাবস্যার দিন আপনার জীবন পাল্টে দিতে চলেছে। মাত্র ১০ থেকে ১৫ টাকা খরচ করতে হবে এই টোটকা ব্যয় করার জন্য। আর এই টোটকা একবার করলে সারা বছর আপনার কোনওরকম ভাবে আর্থিক ভাবে মন্দা যাবে না।
৫ জুন ফলহারিণী অমাবস্যার দিনে সূর্যাস্তের পর মাটির প্রদীপ কিনে আনুন, সঙ্গে কিনে আনুন তুলো ও সরষের তেল ক্রয় করুন। আর কিনে আনুন নতুন এক টুকরো সাদা কাগজ।
৫ জুন ফলহারিণী অমাবস্যার দিনে সূর্যাস্তের পর মাটির প্রদীপ কিনে আনুন, সঙ্গে কিনে আনুন তুলো ও সরষের তেল ক্রয় করুন। আর কিনে আনুন নতুন এক টুকরো সাদা কাগজ।
সাদা কাগজ কে ছোট ভাবে কেটে নেবেন। মাঝে আপনার নাম লিখুন। এবং কাগজের চার কোনাতে চারটে ওঁ লিখুন। এবং কাগজের উল্টো দিকে আপনার যা মনস্কামনা ও মনের ইচ্ছে লিখুন।
সাদা কাগজ কে ছোট ভাবে কেটে নেবেন। মাঝে আপনার নাম লিখুন। এবং কাগজের চার কোনাতে চারটে ওঁ লিখুন। এবং কাগজের উল্টো দিকে আপনার যা মনস্কামনা ও মনের ইচ্ছে লিখুন।
তারপরে কাগজকে সুন্দর করে গোল ভাঁজ করে নিন সলতের মতো করে। যে প্রদীপ বাজার থেকে কিনে এনেছেন সেটাকে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে প্রদীপ জ্বালিয়ে দিন। প্রদীপের ঠিক মাঝখানে কাগজ রেখে দিন। অর্থাৎ তুলো যেমন বুকের ওপর সলতে দেওয়া হয় ঠিক সেইভাবে প্রদীপের বুকের ওপর কাগজ রেখে দিন।
তারপরে কাগজকে সুন্দর করে গোল ভাঁজ করে নিন সলতের মতো করে। যে প্রদীপ বাজার থেকে কিনে এনেছেন সেটাকে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে প্রদীপ জ্বালিয়ে দিন। প্রদীপের ঠিক মাঝখানে কাগজ রেখে দিন। অর্থাৎ তুলো যেমন বুকের ওপর সলতে দেওয়া হয় ঠিক সেইভাবে প্রদীপের বুকের ওপর কাগজ রেখে দিন।
তাহলে কাগজ পুড়বে না। সলতে পুরো পুড়লেও কাগজ পুড়বে না। আর পরে কাগজটিকে কর্পূর সহযোগে ভাল করে জ্বালিয়ে দিন। এবং পরে সম্ভব হলে গঙ্গা বা যেকোন নদীতে ভাসিয়ে দিন।
তাহলে কাগজ পুড়বে না। সলতে পুরো পুড়লেও কাগজ পুড়বে না। আর পরে কাগজটিকে কর্পূর সহযোগে ভাল করে জ্বালিয়ে দিন। এবং পরে সম্ভব হলে গঙ্গা বা যেকোন নদীতে ভাসিয়ে দিন।
এই কাজ করলে বছর ঘুরতে হবে না, আর আপনার মনস্কামনা পূর্ণ হবে। এই টোটকা পালন সঠিকভাবে করলে পরিবর্তন আসবে এবং লটারির টাকাও আসবে, যারা আর্থিক সংকটে আছেন তাদের পকেট ভরে উঠবে।
এই কাজ করলে বছর ঘুরতে হবে না, আর আপনার মনস্কামনা পূর্ণ হবে। এই টোটকা পালন সঠিকভাবে করলে পরিবর্তন আসবে এবং লটারির টাকাও আসবে, যারা আর্থিক সংকটে আছেন তাদের পকেট ভরে উঠবে।