Phone Exchange: পুরনো বদলে নতুন ফোন কিনবেন? তার আগে যে ৫ কাজ না করলেই বিপদে পড়বেন

যুগ এখন প্রযুক্তির। ফলে, পুজোয় নতুন জামা, নতুন জুতোর সঙ্গে অনেকের কাছেই নতুন ফোন না হলেই নয়। এই সময়ে নানা ই-কমার্স সাইট এক্সচেঞ্জ অফারে অনেক কম দামে ভাল ফোন দেয়। অতএব, কিনতে বাধা নেই।
যুগ এখন প্রযুক্তির। ফলে, পুজোয় নতুন জামা, নতুন জুতোর সঙ্গে অনেকের কাছেই নতুন ফোন না হলেই নয়। এই সময়ে নানা ই-কমার্স সাইট এক্সচেঞ্জ অফারে অনেক কম দামে ভাল ফোন দেয়। অতএব, কিনতে বাধা নেই।
শুধু নিজেদের পুরনো ফোন হাতবদল করার আগে একেবারে খালি করে দিতে হবে। না হলে ইউজারের তথ্য অন্য হাতে গেলে তাঁর অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, সম্ভাবনা থাকে আর্থিক তছরুপেরও। কী কী করতে হবে পুরনো ফোন হাতবদলের আগে, সেটা তাই দেখে নেওয়া যাক।
শুধু নিজেদের পুরনো ফোন হাতবদল করার আগে একেবারে খালি করে দিতে হবে। না হলে ইউজারের তথ্য অন্য হাতে গেলে তাঁর অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, সম্ভাবনা থাকে আর্থিক তছরুপেরও। কী কী করতে হবে পুরনো ফোন হাতবদলের আগে, সেটা তাই দেখে নেওয়া যাক।
ছবি-ভিডিও মুছে দেওয়া- এটা আমাদের সবারই মাথায় থাকবে। ধরে ধরে সবটা ডিলিট করে দিতে হবে, যাতে অন্যের কাছে নিজের ছবি বা ভিডিও না যায়, সে প্রাকৃতিক দৃশ্যের হলেও।
ছবি-ভিডিও মুছে দেওয়া- এটা আমাদের সবারই মাথায় থাকবে। ধরে ধরে সবটা ডিলিট করে দিতে হবে, যাতে অন্যের কাছে নিজের ছবি বা ভিডিও না যায়, সে প্রাকৃতিক দৃশ্যের হলেও।
মেমোরি কার্ড বের করে নেওয়া - এই সূত্রেই আসে মেমোরি কার্ডের কথা, ওটাও বের করে নিতে ভুললে চলবে না। না হলে সব ছবি, ভিডিও, ডকুমেন্ট মেমোরি কার্ডে থেকে যাবে, অন্য লোকে সহজেই তার অ্যাক্সেসও পাবে।
মেমোরি কার্ড বের করে নেওয়া – এই সূত্রেই আসে মেমোরি কার্ডের কথা, ওটাও বের করে নিতে ভুললে চলবে না। না হলে সব ছবি, ভিডিও, ডকুমেন্ট মেমোরি কার্ডে থেকে যাবে, অন্য লোকে সহজেই তার অ্যাক্সেসও পাবে।
অ্যাপ ডিলিট করা - ফোনে কিছু ইন বিল্ট অ্যাপ থাকে, বাকি আমরা ডাউনলোড করি। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইন বিল্ট হোক বা ডাউনলোডেড- অবশ্যই ক্যাশে ক্লিয়ার করে, অল ডেটা ক্লিয়ার করে, অ্যাকাউন্ট লগ আউট বা ডিলিট করে সবশেষে তা আনইনস্টল করে দিতে হবে। অন্য অ্যাপের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, বিশেষ করে ডেটিং অ্যাপ থাকলে।
অ্যাপ ডিলিট করা – ফোনে কিছু ইন বিল্ট অ্যাপ থাকে, বাকি আমরা ডাউনলোড করি। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইন বিল্ট হোক বা ডাউনলোডেড- অবশ্যই ক্যাশে ক্লিয়ার করে, অল ডেটা ক্লিয়ার করে, অ্যাকাউন্ট লগ আউট বা ডিলিট করে সবশেষে তা আনইনস্টল করে দিতে হবে। অন্য অ্যাপের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, বিশেষ করে ডেটিং অ্যাপ থাকলে।
ইউপিআই ও ব্যাঙ্কিং অ্যাপ - এটার কথাও ভুললে চলবে না। না হলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য, ইউজার আইডি, পাসওয়ার্ড সব অন্যের হাতে চলে যাবে। এগুলোও তাই ডিলিট করা দরকার। তথ্য মুছে দেওয়ার জন্য, বিশেষ করে ই-ব্যাঙ্কিংয়ের ক্যেত্রে সেটিংস অপশন থেকে হিস্টরি ক্লিয়ার করতে হবে।
ইউপিআই ও ব্যাঙ্কিং অ্যাপ – এটার কথাও ভুললে চলবে না। না হলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য, ইউজার আইডি, পাসওয়ার্ড সব অন্যের হাতে চলে যাবে। এগুলোও তাই ডিলিট করা দরকার। তথ্য মুছে দেওয়ার জন্য, বিশেষ করে ই-ব্যাঙ্কিংয়ের ক্যেত্রে সেটিংস অপশন থেকে হিস্টরি ক্লিয়ার করতে হবে।
অ্যাকাউন্ট লগ আউট - অ্যাপের মতো গুগল অ্যাকাউন্টেও লগ আউট করতে হবে।
অ্যাকাউন্ট লগ আউট – অ্যাপের মতো গুগল অ্যাকাউন্টেও লগ আউট করতে হবে।
ব্যাক আপ মুছে দেওয়া - কল লিস্ট, মেসেজের সঙ্গে অনেক ফোনে কল রেকর্ডিংয়েরও ব্যাক আপ থাকে। সব ডিলিট করে দিতে হবে। রাখতে চাইলে গুগল ড্রাইভে সেভ করা যায়। নতুন ফোনে ওই অ্যাকাউন্টে লগ ইন করলেই আবার তা অ্যাক্সেস করা যাবে।
ব্যাক আপ মুছে দেওয়া – কল লিস্ট, মেসেজের সঙ্গে অনেক ফোনে কল রেকর্ডিংয়েরও ব্যাক আপ থাকে। সব ডিলিট করে দিতে হবে। রাখতে চাইলে গুগল ড্রাইভে সেভ করা যায়। নতুন ফোনে ওই অ্যাকাউন্টে লগ ইন করলেই আবার তা অ্যাক্সেস করা যাবে।
ফ্যাক্টরি রিসেট - সব শেষে, ফোন একেবারে খালি করে, ব্যাক আপ অপশন ডিজএবল করে ফোনটা ফ্যাক্টরি রিসেট করতে হবে। তাতে কিনে আনার সময়ে যেমন ছিল, ফোন ঠিক সেরকমই ফাঁকা হয়ে যাবে- ইউজারও থাকবেন সুরক্ষিত।
ফ্যাক্টরি রিসেট – সব শেষে, ফোন একেবারে খালি করে, ব্যাক আপ অপশন ডিজএবল করে ফোনটা ফ্যাক্টরি রিসেট করতে হবে। তাতে কিনে আনার সময়ে যেমন ছিল, ফোন ঠিক সেরকমই ফাঁকা হয়ে যাবে- ইউজারও থাকবেন সুরক্ষিত।