কলকাতা হাই কোর্ট৷

Calcutta High Court- Bangla Bandh: বিজেপির বাংলা বনধ বাতিল চেয়ে হাই কোর্টে মামলা, জরুরি ভিত্তিতে বুধবার সকালে শুনানি

কলকাতা: বিজেপি ডাকা বাংলা বনধ বাতিল করতে চেয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাই কোর্টে। জনজীবন স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসনকে যথাযথ পদক্ষেপ করার আবেদনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  বিশ্ব ক্রিকেটের মসনদে জয় শাহ! আইসিসির চেয়ারম্যান হচ্ছেন অমিত শাহের পুত্র

আইনজীবী সঞ্জয় দাস মামলার অনুমতি চান, তাঁকে সেই মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে জনস্বার্থ মামলার অনুমতি দেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মঙ্গলবার সময় অভাবে, বুধবার সকাল ১০টায় মামলা দায়েরের পদ্ধতিগত পর্ব সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন তিনি। কাল, অর্থাৎ বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। দিনের প্রথম মামলা হিসেবে শুনানি হবে মামলার।

আরও পড়ুন: মাঝরাতে জেলের মধ্যে পায়চারি, রবিবার পলিগ্রাফ টেস্টের আগেই মুখ খুলল সঞ্জয়?

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বনধ হবে৷ বনধ সর্বাত্মক করার জন্য সাধারণ মানুষের কাছেও আবেদন জানানো হয়েছে৷ যদিও সেই আহ্বান নস্যাৎ করে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, সরকার এই বন্ধ মানবে না। আগামিকাল সারা রাজ্যে জনজীবন স্বাভাবিক থাকবে বলেই ঘোষণা আলাপনের। আলাপন নির্দেশ দেন, সরকারি কর্মীদের আগামিকাল অফিসে আসতেই হবে। তাঁর কথায়, “সরকার নিরাপত্তা, আইনানুগ ব্যবস্থা করবে। ক্ষতি হলে সরকার সেই দিকটাও দেখবে।”