Tourism: দেশ-বিদেশ ভ্রমণ এখন হবে আরও সহজে! সঙ্গে থাক এই নতুন ব্যবস্থা, চটজলদি ঘুরে বেড়াবেন আপনিও

বেড়াতে যাওয়ার কথা হলেই আনন্দে নেচে ওঠে মন। নিত্যদিনের ঝুট ঝামেলা থেকে কয়েক দিনের ছুটি। পাহাড় বা সমুদ্রের ধারে দুদণ্ডের স্বস্তির নিঃশ্বাস। কিন্তু বাক্স-প্যাঁটরা গোছানোর কথা মনে এলেই স্বস্তি মুহূর্তে উধাও হয়ে যায়। কী নেব আর কী নেব না, ভাবতে ভাবতেই রাত কাবার। শেষ মুহূর্তে এসেও ঠিক করা যায় না কিছুতেই।
বেড়াতে যাওয়ার কথা হলেই আনন্দে নেচে ওঠে মন। নিত্যদিনের ঝুট ঝামেলা থেকে কয়েক দিনের ছুটি। পাহাড় বা সমুদ্রের ধারে দুদণ্ডের স্বস্তির নিঃশ্বাস। কিন্তু বাক্স-প্যাঁটরা গোছানোর কথা মনে এলেই স্বস্তি মুহূর্তে উধাও হয়ে যায়। কী নেব আর কী নেব না, ভাবতে ভাবতেই রাত কাবার। শেষ মুহূর্তে এসেও ঠিক করা যায় না কিছুতেই।
সম্প্রতি সেন্সাসওয়াইডের সমীক্ষায় দেখা গিয়েছে, প্যাকিংয়ের কথা বললেই ব্রিটিশদের গায়ে জ্বর আসে। ৩২ শতাংশই আজ গোছাব কাল গোছাব করে কাটিয়ে দেয়। ২৮ শতাংশ মনে করেন, এর থেকে চাপের কাজ আর কিছু নেই।
সম্প্রতি সেন্সাসওয়াইডের সমীক্ষায় দেখা গিয়েছে, প্যাকিংয়ের কথা বললেই ব্রিটিশদের গায়ে জ্বর আসে। ৩২ শতাংশই আজ গোছাব কাল গোছাব করে কাটিয়ে দেয়। ২৮ শতাংশ মনে করেন, এর থেকে চাপের কাজ আর কিছু নেই।
তবে আর নয়। প্যাকিংয়ের ঝামেলা থেকে মুক্তি দিতে চলেছে গুগল জেমিনি। ট্যুরের বিশদ বিবরণ দিয়ে দিলেই কী কী নেওয়া উচিত, তার তালিকা করে দেবে এই আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স।
তবে আর নয়। প্যাকিংয়ের ঝামেলা থেকে মুক্তি দিতে চলেছে গুগল জেমিনি। ট্যুরের বিশদ বিবরণ দিয়ে দিলেই কী কী নেওয়া উচিত, তার তালিকা করে দেবে এই আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স।
চার দিনের ট্যুরে ৫ টি স্যুটকেস! এমন ঘটনা হামেশাই দেখা যায়। এটাকেই বলে ওভারপ্যাকিং। গুগল জেমিনি বলে দেবে কী কী জিনিস প্রয়োজন। শুধু গন্তব্য, এয়ারলাইন এবং বেড়াতে যাওয়ার দিনক্ষণ দিলেই হবে। ওই ক’দিনের আবহাওয়া কেমন থাকবে, লাজেগের জন্য কত ভাড়া দিতে হবে, কী কী নেয়া উচিত, সব বলে দেবে জেমিনি অ্যাপ। কেউ জিজ্ঞেস করতে পারেন, বাজেট এয়ারলাইনের ইকোনমি ক্লাসে দুই সপ্তাহের জন্য তুর্কি বেড়াতে যাচ্ছি, কী কী নেব? কেবিন লাগেজের জন্য কী কী নেওয়া উচিত? সঙ্গে সঙ্গে পোশাক এবং প্রয়োজনীয় জিনিসের বিশদ তালিকা দিয়ে দেবে গুগল জেমিনি।
চার দিনের ট্যুরে ৫ টি স্যুটকেস! এমন ঘটনা হামেশাই দেখা যায়। এটাকেই বলে ওভারপ্যাকিং। গুগল জেমিনি বলে দেবে কী কী জিনিস প্রয়োজন। শুধু গন্তব্য, এয়ারলাইন এবং বেড়াতে যাওয়ার দিনক্ষণ দিলেই হবে। ওই ক’দিনের আবহাওয়া কেমন থাকবে, লাজেগের জন্য কত ভাড়া দিতে হবে, কী কী নেয়া উচিত, সব বলে দেবে জেমিনি অ্যাপ। কেউ জিজ্ঞেস করতে পারেন, বাজেট এয়ারলাইনের ইকোনমি ক্লাসে দুই সপ্তাহের জন্য তুর্কি বেড়াতে যাচ্ছি, কী কী নেব? কেবিন লাগেজের জন্য কী কী নেওয়া উচিত? সঙ্গে সঙ্গে পোশাক এবং প্রয়োজনীয় জিনিসের বিশদ তালিকা দিয়ে দেবে গুগল জেমিনি।
একটা উদাহরণ দেওয়া যাক। কেউ জিজ্ঞেস করলেন, “৫ দিনের জন্য অ্যারিজোনায় বেড়াতে যাচ্ছি। কী কী প্যাক করা উচিত”? জেমিনি দরকারি জিনিসের তালিকা দিয়ে দেবে। এমনকী ভ্রমণের সময় কী কী মাথায় রাখতে হবে, সেই তথ্যও মিলবে। এক্ষেত্রে সানস্ক্রিন, টুপি, ট্রেকিং জুতো এবং জামাকাপড় প্যাক করার পরামর্শ দিচ্ছে গুগলের আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স। অ্যান্ড্রয়েড ইউজাররা জেমিনি অ্যাপ ডাউনলোড করতে পারেন। iOS ইউজাররা গুগল অ্যাপের মাধ্যমে জেমিনির অ্যাক্সেস পাবেন। এতে সময় বাঁচবে। উদ্বেগ কমবে। ছুটির দিনগুলো হবে আরও আনন্দদায়ক।
একটা উদাহরণ দেওয়া যাক। কেউ জিজ্ঞেস করলেন, “৫ দিনের জন্য অ্যারিজোনায় বেড়াতে যাচ্ছি। কী কী প্যাক করা উচিত”? জেমিনি দরকারি জিনিসের তালিকা দিয়ে দেবে। এমনকী ভ্রমণের সময় কী কী মাথায় রাখতে হবে, সেই তথ্যও মিলবে। এক্ষেত্রে সানস্ক্রিন, টুপি, ট্রেকিং জুতো এবং জামাকাপড় প্যাক করার পরামর্শ দিচ্ছে গুগলের আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স। অ্যান্ড্রয়েড ইউজাররা জেমিনি অ্যাপ ডাউনলোড করতে পারেন। iOS ইউজাররা গুগল অ্যাপের মাধ্যমে জেমিনির অ্যাক্সেস পাবেন। এতে সময় বাঁচবে। উদ্বেগ কমবে। ছুটির দিনগুলো হবে আরও আনন্দদায়ক।