‘নিম্ন মধ‍্যবিত্ত, গরিব এবং কৃষকদের জন‍্য বাজেট ’! নির্মলার ভূয়সী প্রশংসা করে কী বললেন প্রধানমন্ত্রী

PM Modi on Budget: ‘নিম্ন মধ‍্যবিত্ত, গরিব এবং কৃষকদের জন‍্য বাজেট ’! নির্মলার ভূয়সী প্রশংসা করে কী বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট ঘোষণার ঘণ্টাখানের পরেই ২০২৪-এর বাজেট নিয়ে তাঁর মতামত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, এই বাজেট নিম্ন মধ‍্যবিত্ত, গরীব, গ্রামের মানুষদের এবং কৃষকদের জন‍্য।

দেশের উন্নতির লক্ষ‍্যে তৈরি করা এই বাজেটের জন‍্য সমস্ত দেশবাসীকে ধন‍্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং তাঁর টিমকেও ধন‍্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘এই বাজেট সমাজের সব স্তরের মানুষকে শক্তি জোগাবে। দেশের গ্রাম, গরিব এবং কৃষকদের সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার বাজেট।’’

আরও পড়ুন: নতুন চাকরি হলেই এক মাসের বেতন দেবে কেন্দ্র, কর্মসংস্থানে উৎসাহ দিতে ৩ প্রকল্প নির্মলার

বাজেটে নিও-মিডলক্লাস বা নব‍্য মধ‍্যবিত্তদের বিশেষভাবে উল্লেখ‍্য করলেন প্রধানমন্ত্রী। এদিনের বক্তব‍্যে নরেন্দ্র মোদি বলেন, ‘‘বিগত ১০ বছরে ২৫ কোটি মানুষ গরিবসীমা থেকে বাইরে এসেছেন। নিও-মিডলক্লাস বা নব‍্য মধ‍্যবিত্তদের অগুণতি সুবিধা দেবে এই বাজেট।’’

আরও পড়ুন: বলুন তো কোন সালে অক্টোবর মাস ৩১ নয়, ২১ দিনে হয়েছিল? কেন বাদ দেওয়া হয়েছিল ১০ দিন? সত‍্যিটা জানলে মাথা ঘুরে যাবে

প্রসঙ্গত, বাজেটে কর্মসংস্থানের জন্য তিনটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। ইপিএফও-র ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যাঁরা প্রথম চাকরিজীবীতে যোগ দেবেন তাঁদের জন‍্য থাকছে বিশেষ সুবিধা। নতুন চাকরিতে যোগ দিলে সব কর্মীকে এক মাসের বেতন দেওয়া হবে। তিনটি ইন্সটলমেন্টে ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে বেতন।