প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

PM Modi: ১১-১২ মে ফের ভোট বঙ্গে প্রধানমন্ত্রী, দু’দিনে মোদির চার সভা, সোমবার জোড়া কর্মসূচি শাহের

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ফের ভোট বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১১ এবং ১২ মে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রের খবর, দু’দিনে বঙ্গে চারটি জনসভা করবেন নরেন্দ্র মোদি।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে এ রাজ্যে ইতিমধ্যেই ১২টি সভা করেছেন প্রধানমন্ত্রী। চতুর্থ দফা নির্বাচনের ঠিক আগেই ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এখনও পর্যন্ত ঠিক হয়েছে ১১ তারিখ হাওড়ার উলুবেরিয়াতে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন মোদি। পরের দিন ১২ মে আরামবাগ-সহ আরও ৩ টি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন– কলকাতায় মঙ্গলবার ও দক্ষিণবঙ্গের সাত জেলায় সোমবার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা! রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস

লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলায় একাধিক সভা এবং রোড শো করেছেন। সাম্প্রতিক কোনও ভোটে খোদ প্রধানমন্ত্রী ঘন ঘন বঙ্গে এসে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক সভায় অংশগ্রহণ করা নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

আরও পড়ুন– রাশিফল ৬ মে; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোট প্রচারে এসে রাজ্যের ৪২ টি লোকসভা আসনের সব আসনে পদ্ম ফুল ফোটানোর ডাক আগেই দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার বাংলায় ৪২ টি আসনকে টার্গেট করে ফের রাজ্য সফরে মোদি। তবে শুধুমাত্র ১১ বা ১২  মে নয়, বঙ্গের দলীয় প্রার্থীদের সমর্থনে আগামী দিনে আরও বেশ কয়েকটি সভা করবেন বলে পদ্ম শিবির সূত্রের খবর।

এদিকে আজ, সোমবার বঙ্গে জোড়া প্রচার কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে সকাল ১১ টা বেজে ৪০ মিনিটে কৃষ্ণনগরে রোড শো এবং পরে বেলা দেড়টায় দুর্গাপুরের বিজন তিলক ময়দানে সভা করতে ইতিমধ্যেই রবিবার রাতে দুর্গাপুরে পৌঁছেছেন অমিত শাহ। রাতেই দুর্গাপুরের হোটেলে ভোট প্রস্তুতি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় পদ্ম নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন শাহ।