এরপর চতুর্থস্থান নিয়েই চলছে জোর টক্কর। ১২ ম্যাচে ৬ জয়, ১২ পয়েন্ট নিয়ে রানরেটের বিচারে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই, পঞ্চম স্থানে রয়েছে দিল্লি, ষষ্ঠ স্থানে রয়েছে লখনউ। ফলে আগামী ২টি ম্যাচ জিততে পারলে তিনটি দলের কাছেই সুযোগ রয়েছে প্লেঅফে যাওয়ার।

IPL 2024 Playoffs Scenario: আইপিএল থেকে বিদায় ৪ দলের! প্লে-অফের লড়াইয়ে টিকে ৬ দল

২২ মার্চ শুরু হয়েছিল আইপিএল ২০২৪। দেখে দেখতে লিগ পর্বের খেলা প্রায় শেষ পর্বে চলে এসেছে। প্রতিটি দলের বাকি আর ৩টি করে ম্যাচ।
২২ মার্চ শুরু হয়েছিল আইপিএল ২০২৪। দেখে দেখতে লিগ পর্বের খেলা প্রায় শেষ পর্বে চলে এসেছে। প্রতিটি দলের বাকি আর ৩টি করে ম্যাচ।
প্রতিনিয়ত আইপিএলের ম্যাচ যত এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে কোন কোন দলে প্লে পৌছতে পারে আর কোন কোন  দল আইপিএল থেকে ছিটকে যাবে।
প্রতিনিয়ত আইপিএলের ম্যাচ যত এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে কোন কোন দলে প্লে পৌছতে পারে আর কোন কোন দল আইপিএল থেকে ছিটকে যাবে।
বর্তমানে লিগটেবিলের যা পরিস্থিতি তাতে কেকেআর ও রাজস্থানের ১৬ পয়েন্ট হয়ে গিয়েছে। ৩ ম্যাচ আগেই কার্যত পাকা প্লে অফের টিকিট। আর একটি জিতলে পুরো নিশ্চিত।
বর্তমানে লিগটেবিলের যা পরিস্থিতি তাতে কেকেআর ও রাজস্থানের ১৬ পয়েন্ট হয়ে গিয়েছে। ৩ ম্যাচ আগেই কার্যত পাকা প্লে অফের টিকিট। আর একটি জিতলে পুরো নিশ্চিত।
এছাড়া আইপিএলে আরও ৪টি দল রয়েছে যারা ১৬ পয়েন্টে পৌছনোর সুযোগ রয়েছে। সেই চারটি দল হল সিএসকে, হায়দরাবাদ, এলএসজি ও দিল্লি ক্যাপিটালস।
এছাড়া আইপিএলে আরও ৪টি দল রয়েছে যারা ১৬ পয়েন্টে পৌছনোর সুযোগ রয়েছে। সেই চারটি দল হল সিএসকে, হায়দরাবাদ, এলএসজি ও দিল্লি ক্যাপিটালস।
তবে চারটি দলের কাছে এবারের মত আইপিএল অভিযান কার্যত শেষ। আরসিবি, পঞ্জাব, গুজরাত ও মুম্বই নিজেদের শেষ সব ম্যাচ জিতলেও ১৬ পয়েন্ট করতে পারবে না।
তবে চারটি দলের কাছে এবারের মত আইপিএল অভিযান কার্যত শেষ। আরসিবি, পঞ্জাব, গুজরাত ও মুম্বই নিজেদের শেষ সব ম্যাচ জিতলেও ১৬ পয়েন্ট করতে পারবে না।
মুম্বইতে ১২ পয়েন্টের বেশি করতে পারবে না। ফলে খুব কঠিন অঙ্কের বিচারে সুযোগ এই ৪ দলের কাছে প্লে-অফে  যাওয়ার থাকলেও তা একপ্রকার প্রায় অসম্ভব।
মুম্বইতে ১২ পয়েন্টের বেশি করতে পারবে না। ফলে খুব কঠিন অঙ্কের বিচারে সুযোগ এই ৪ দলের কাছে প্লে-অফে যাওয়ার থাকলেও তা একপ্রকার প্রায় অসম্ভব।