সবমিলিয়ে বিবেকানন্দ রক তাঁর ধ্যানস্থল হিসেবে বেছে নেওয়া প্রধানমন্ত্রী মোদির একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। বৃহস্পতিবার থেকে বিবেকানন্দ রক মেমোরিয়ালে প্রধানমন্ত্রীর ৪৫ ঘণ্টার অবস্থান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রায় ২,০০০ পুলিশ নিরাপত্তা সংস্থা ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। নেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুতি।

Narendra Modi: সপ্তম দফার আগে রাজ‍্যে ফের মোদি! সারদা মায়ের বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী

কলকাতা: সপ্তম দফার ভোটের আগে টানা দু’দিনের কর্মসূচি নিয়ে রাজ্যে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ কলকাতায় রোড শো করছেন না প্রধানমন্ত্রী। ২৮ মে বিকেল ৫ টা নাগাদ সারদা মায়ের বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। প্রায় ৪০ মিনিট তিনি সারদা ভবনে থাকবেন বলেই প্রধানমন্ত্রীর সূচি চূড়ান্ত হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, বাগবাজার সারদা মায়ের বাড়িতে কয়েকজন মহারাজদের সঙ্গে সাক্ষাৎ ও করবেন প্রধানমন্ত্রী। বারুইপুরে সভা করেই বাগবাজার যাবেন প্রধানমন্ত্রী বলেই সূচি চূড়ান্ত হয়েছে।

আরও পড়ুন: বাড়ছে ‘রিমল আতঙ্ক’! দক্ষিণ ২৪ পরগনায় পৌঁছাল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী! চুড়ান্ত সতর্কতা উপকূলে

সপ্তম দফার ভোটের আগে টানা দু’দিনের কর্মসূচি নিয়ে রাজ্যে ফের প্রধানমন্ত্রী। তবে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতায় রোড শো করছেন না। কলকাতায় একটি মাত্র রোড শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আগামী ২৮ ও ২৯ মে মোট তিনটি রাজনৈতিক সভা ও একটি রোড শো করবেন প্রধানমন্ত্রী।

উত্তর ২৪ পরগনায় ১ টি সভা ও দক্ষিণ ২৪ পরগনাতে দু’টি সভা করেবন প্রধানমন্ত্রী। আগামী ২৮ এ মে উত্তর ২৪ পরগনার দুপুর ২.৩০ থেকে অশোক নগরে রাজনীতিক সভা করবেন প্রধানমন্ত্রী। তারপর ঐ দিন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর বিকেল ৪ টে থেকে সভা করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: রাত পোহালেই ঘূর্ণিঝড় ‘রিমল’! সাগরে ফুঁসছে অতি গভীর নিম্নচাপ… দক্ষিণবঙ্গের তিন জেলায় তুমুল ঝড়বৃষ্টি

ঐদিনই উত্তর কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। ২৯ মে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী। সপ্তম দফার ভোটের আগে রাজ্যে প্রধানমন্ত্রীর দু’দিন এর কর্মসূচি চূড়ান্ত হল।