খারাপ আবহাওয়া

Cyclone Remal Alert: ভূমিতটের আরও কাছে এসে ফুঁসছে সাইক্লোন, হু হু করে হাওয়া, ঝমঝম বৃষ্টি, দামাল গতিতে Remal আসছে ধ্বংসলীলা করতে

ঘূর্ণিঝড় রিমলের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় এলাকায়। বকখালি থেকে ঝড় আর মাত্র ২০০ কিলোমিটার দূরে রয়েছে।
ঘূর্ণিঝড় রিমলের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় এলাকায়। বকখালি থেকে ঝড় আর মাত্র ২০০ কিলোমিটার দূরে রয়েছে।
সমুদ্র উত্তাল থাকায় বড় বড় ঢেউ সৃষ্টি হচ্ছে সেখানে। পূর্ণ জোয়ারের সময় জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সমুদ্র উত্তাল থাকায় বড় বড় ঢেউ সৃষ্টি হচ্ছে সেখানে। পূর্ণ জোয়ারের সময় জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বর্তমানে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে সঙ্গে চলছে ভারী বৃষ্টিপাত। বৃষ্টিপাতের সর্বোচ্চ পরিমাণ ৯.১ মিলিমিটার।
বর্তমানে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে সঙ্গে চলছে ভারী বৃষ্টিপাত। বৃষ্টিপাতের সর্বোচ্চ পরিমাণ ৯.১ মিলিমিটার।
বেলা যত বাড়বে বৃষ্টির পরিমাণ ততই বাড়বে সঙ্গে বাড়বে হাওয়ার গতিবেগ। পরিস্থিতির দিকে নজর রাখছে জেলা প্রশাসন।
বেলা যত বাড়বে বৃষ্টির পরিমাণ ততই বাড়বে সঙ্গে বাড়বে হাওয়ার গতিবেগ। পরিস্থিতির দিকে নজর রাখছে জেলা প্রশাসন।
ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রার পরিবর্তন হয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৮ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।
ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রার পরিবর্তন হয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৮ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আগামী কয়েক ঘন্টার মধ্যে আবহাওয়া দ্রুত বদলে যাবে। ঝড়ের গতিবেগ গিয়ে দাঁড়াবে ১১৫ থেকে ১২০ কিলোমিটারে। এমনই মত আবহাওয়া দফতরের।
আগামী কয়েক ঘন্টার মধ্যে আবহাওয়া দ্রুত বদলে যাবে। ঝড়ের গতিবেগ গিয়ে দাঁড়াবে ১১৫ থেকে ১২০ কিলোমিটারে। এমনই মত আবহাওয়া দফতরের।
: সাইক্লোন নিয়ে প্রতি মুহূর্তেই আপডেট আসছে৷ এই মুহূর্তে সকাল থেকেই ঘণ্টায় প্রায় ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইছে৷ আকাশেও মেঘ দেখা গেছে৷ সকালেই দফায় দফায় ইতঃস্তত -বিক্ষিপ্ত বৃষ্টিও শুরু হয়ে গেছে৷
: সাইক্লোন নিয়ে প্রতি মুহূর্তেই আপডেট আসছে৷ এই মুহূর্তে সকাল থেকেই ঘণ্টায় প্রায় ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইছে৷ আকাশেও মেঘ দেখা গেছে৷ সকালেই দফায় দফায় ইতঃস্তত -বিক্ষিপ্ত বৃষ্টিও শুরু হয়ে গেছে৷
সাইক্লোন রিমল সমুদ্রের উপর ক্রমশ রুদ্রমূর্তি ধারণ করছে৷ সিভিয়ার সাইক্লোনের তকমা পেয়ে গেছে৷ আইএমডি-র লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেছে শেষ ৬ ঘণ্টায় ৬ কিমি প্রতি ঘণ্টা গতিতে এগোচ্ছে রিমল৷
সাইক্লোন রিমল সমুদ্রের উপর ক্রমশ রুদ্রমূর্তি ধারণ করছে৷ সিভিয়ার সাইক্লোনের তকমা পেয়ে গেছে৷ আইএমডি-র লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেছে শেষ ৬ ঘণ্টায় ৬ কিমি প্রতি ঘণ্টা গতিতে এগোচ্ছে রিমল৷
সমুদ্রের উপর যত বেশিক্ষণ থাকবে সাইক্লোন তত শক্তিবৃদ্ধি হবে আর সেইভাবেই অতি মারাত্মক শক্তিবৃদ্ধি করেই ল্যান্ডফল করবে সাইক্লোন৷ আইএমডি সাইক্লোন আপডেটে দেখা গেছে ভোর সাড়ে পাঁচটা নাগাদ সাইক্লোন Remal বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ কিমি দূরে, সাগর দ্বীপের দক্ষিণ-দক্ষিণ পূর্বে ২৭০ কিমি দূরে, দিঘা থেকে ৩৯০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং ক্যানিংয়ের ৩১০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থিত ছিল৷
সমুদ্রের উপর যত বেশিক্ষণ থাকবে সাইক্লোন তত শক্তিবৃদ্ধি হবে আর সেইভাবেই অতি মারাত্মক শক্তিবৃদ্ধি করেই ল্যান্ডফল করবে সাইক্লোন৷ আইএমডি সাইক্লোন আপডেটে দেখা গেছে ভোর সাড়ে পাঁচটা নাগাদ সাইক্লোন Remal বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ কিমি দূরে, সাগর দ্বীপের দক্ষিণ-দক্ষিণ পূর্বে ২৭০ কিমি দূরে, দিঘা থেকে ৩৯০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং ক্যানিংয়ের ৩১০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থিত ছিল৷
এদিকে শুক্রবার পর্যন্ত Cyclone Remal-র ল্যান্ডফল  কোথায় হতে পারে এই প্রশ্নে আইএমডির আপডেট ছিল বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি কোথাও হবে ল্যান্ডফল৷
এদিকে শুক্রবার পর্যন্ত Cyclone Remal-র ল্যান্ডফল  কোথায় হতে পারে এই প্রশ্নে আইএমডির আপডেট ছিল বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি কোথাও হবে ল্যান্ডফল৷
কিন্তু লেটেস্ট আপডেট অনুসারে বদলে গেল ল্যান্ডফলের জায়গা৷ বাংলাদেশের মঙ্গলার দক্ষিণ-পশ্চিমে হবে Cyclone Remal -র ল্যান্ডফল৷ রাত বারোটা নাগাদ প্রবল বেগে আছড়ে পড়বে এই Severe Cyclonic Storm৷
কিন্তু লেটেস্ট আপডেট অনুসারে বদলে গেল ল্যান্ডফলের জায়গা৷ বাংলাদেশের মঙ্গলার দক্ষিণ-পশ্চিমে হবে Cyclone Remal -র ল্যান্ডফল৷ রাত বারোটা নাগাদ প্রবল বেগে আছড়ে পড়বে এই Severe Cyclonic Storm৷
এদিকে এই ল্যান্ডফল এবং সাইক্লোনের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বয়ে যাবে৷
এদিকে এই ল্যান্ডফল এবং সাইক্লোনের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বয়ে যাবে৷
কলকাতাতে গড়ে ৯০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বয়ে যাবে৷ সঙ্গে হবে প্রবল ঝড় ও বৃষ্টি৷
কলকাতাতে গড়ে ৯০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বয়ে যাবে৷ সঙ্গে হবে প্রবল ঝড় ও বৃষ্টি৷