Tag Archives: 5G Smartphone

Pocket Friendly 5G Smartphones: পকেট ফ্রেন্ডলি দামে কিনুন ৫জি স্মার্টফোন; এয়ারটেল-জিও-র দুর্দান্ত অফারও মিলবে

এখন ৫জি-র বাজার। দেশের প্রায় সর্বত্র নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে। তাই ৪জি ডিভাইস থেকে ৫জি স্মার্টফোনে আপগ্রেড করার এটাই আদর্শ সময়। ভারতের প্রধান দুই টেলিকম সংস্থা এয়ারটেল এবং জিও-র বেশ কিছু দুর্দান্ত আনলিমিটেড ৫জি প্ল্যানও রয়েছে। ফলে সোনায় সোহাগা।
এখন ৫জি-র বাজার। দেশের প্রায় সর্বত্র নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে। তাই ৪জি ডিভাইস থেকে ৫জি স্মার্টফোনে আপগ্রেড করার এটাই আদর্শ সময়। ভারতের প্রধান দুই টেলিকম সংস্থা এয়ারটেল এবং জিও-র বেশ কিছু দুর্দান্ত আনলিমিটেড ৫জি প্ল্যানও রয়েছে। ফলে সোনায় সোহাগা।
৫জি স্মার্টফোনের কি দাম বেশি? একদমই নয়। সাধ্যের মধ্যেই করা যাবে সাধপূরণ। পকেট ফ্রেন্ডলি দামে দৈনন্দিন ব্যবহারের জন্য ৫টি স্মার্টফোনের তালিকা দেওয়া হল এখানে। রইল ফিচার এবং স্পেসিফিকেশনও।
৫জি স্মার্টফোনের কি দাম বেশি? একদমই নয়। সাধ্যের মধ্যেই করা যাবে সাধপূরণ। পকেট ফ্রেন্ডলি দামে দৈনন্দিন ব্যবহারের জন্য ৫টি স্মার্টফোনের তালিকা দেওয়া হল এখানে। রইল ফিচার এবং স্পেসিফিকেশনও।
iQOO Z9x 5G: iQOO Z9x 5G সেরা ৫জি স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম। 4 জিবি র‍্যাম এবং 128 জিবি ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা থেকে শুরু। 44W দ্রুত চার্জিং, 6,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Snapdragon 6 Gen 1 SoC চালিত ডিভাইসটির 120Hz রিফ্রেশ রেট। সঙ্গে 6.72 ইঞ্চির স্ক্রিন।
iQOO Z9x 5G: iQOO Z9x 5G সেরা ৫জি স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম। 4 জিবি র‍্যাম এবং 128 জিবি ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা থেকে শুরু। 44W দ্রুত চার্জিং, 6,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Snapdragon 6 Gen 1 SoC চালিত ডিভাইসটির 120Hz রিফ্রেশ রেট। সঙ্গে 6.72 ইঞ্চির স্ক্রিন।
POCO M6 Pro 5G: POCO M6 Pro 5G সবচেয়ে সস্তার 5G স্মার্টফোনগুলির মধ্যে একটি। বর্তমানে এর দাম ৯,৪৯৯ টাকা। বাজেট ডিভাইস হওয়া সত্ত্বেও এতে 128 GB স্টোরেজ রয়েছে। Snapdragon 4 Gen 2 SoC চালিত স্মার্টফোনটিতে 5,000 mAh ব্যাটারি রয়েছে। 22.5W দ্রুত চার্জিং সমর্থন করে। এছাড়াও এটি Android 13-ভিত্তিক MIUI 14-এ চলে।
POCO M6 Pro 5G: POCO M6 Pro 5G সবচেয়ে সস্তার 5G স্মার্টফোনগুলির মধ্যে একটি। বর্তমানে এর দাম ৯,৪৯৯ টাকা। বাজেট ডিভাইস হওয়া সত্ত্বেও এতে 128 GB স্টোরেজ রয়েছে। Snapdragon 4 Gen 2 SoC চালিত স্মার্টফোনটিতে 5,000 mAh ব্যাটারি রয়েছে। 22.5W দ্রুত চার্জিং সমর্থন করে। এছাড়াও এটি Android 13-ভিত্তিক MIUI 14-এ চলে।
Lava Storm 5G: মাল্টিটাস্কারদের জন্য Lava Storm 5G দুর্দান্ত ডিভাইস। ১১,৯৯৯ টাকা দামের এই স্মার্টফোনটিতে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। Mediatek Dimensity 6080 SoC চালিত Storm 5G-তে একটি গ্লাস ব্যাক প্যানেলও দেওয়া হয়েছে।
Lava Storm 5G: মাল্টিটাস্কারদের জন্য Lava Storm 5G দুর্দান্ত ডিভাইস। ১১,৯৯৯ টাকা দামের এই স্মার্টফোনটিতে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। Mediatek Dimensity 6080 SoC চালিত Storm 5G-তে একটি গ্লাস ব্যাক প্যানেলও দেওয়া হয়েছে।
Nokia G42 5G: আরেকটি সস্তার ৫জি স্মার্টফোন হল Nokia G42 5G। দাম ৯,৯৯৯ টাকা। Snapdragon 480 Plus SoC চালিত এই স্মার্টফোনে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। সঙ্গে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।
Nokia G42 5G: আরেকটি সস্তার ৫জি স্মার্টফোন হল Nokia G42 5G। দাম ৯,৯৯৯ টাকা। Snapdragon 480 Plus SoC চালিত এই স্মার্টফোনে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। সঙ্গে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।
Samsung Galaxy M14 5G: বর্তমানে Samsung-এর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন এটাই। ইন-হাউস Exynos 1330 প্রসেসর চালিত Galaxy M14 5G-র দাম ১২,৪৯০ টাকা। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। সঙ্গে 6,000 mAh ব্যাটারি প্যাক।
Samsung Galaxy M14 5G: বর্তমানে Samsung-এর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন এটাই। ইন-হাউস Exynos 1330 প্রসেসর চালিত Galaxy M14 5G-র দাম ১২,৪৯০ টাকা। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। সঙ্গে 6,000 mAh ব্যাটারি প্যাক।

বাজারে এসেছে Motorola Edge 50 Pro, রইল এই স্মার্টফোনের খুঁটিনাটি

কলকাতা: Motorola Edge 50 Pro ভারতে বুধবার অর্থাৎ ৩ এপ্রিল লঞ্চ করা হয়েছে। ফোনটিতে একটি AI-ব্যাকড ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম এবং একটি ৫০-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে৷

এটি ৪nm অক্টা-কোর Snapdragon 7 Gen 3 SoC দ্বারা চালিত এবং তারযুক্ত ও বেতার টার্বো চার্জিং উভয়ের জন্য সমর্থন সহ একটি ৪৫০০mAh ব্যাটারি প্যাক করেছে।

এই ফোনে ৩ বছরের ওএস এবং ৪ বছরের নিরাপত্তা আপগ্রেড পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফোনটিতে তিনটি রঙের বিকল্প, দুটি RAM এবং স্টোরেজ কনফিগারেশন দেওয়া হয়েছে।

আরও পড়ুন- WhatsApp-এর সব থেকে বড় ফিচার! ইন্টারনেট ছাড়া অনায়াসেই পাঠান ছবি, ভিডিও

ভারতে Motorola Edge 50 Pro ফোনের দাম এবং উপলব্ধতা –

ভারতে Motorola Edge 50 Pro-র দাম শুরু হচ্ছে ৮GB + ২৫৬GB ভ্যারিয়েন্টের জন্য ৩১,৯৯৯ টাকা। যেখানে ১২GB + ২৫৬GB ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা। একটি অফার হিসাবে, কোম্পানি বেস ভ্যারিয়েন্টটি ২৭,৯৯৯ টাকা এবং ১২GB RAM ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা রেখেছে।

ফোনটি ৯ এপ্রিল থেকে ফ্লিপকার্ট, মোটোরোলা অনলাইন স্টোর এবং খুচরা স্টোরের মাধ্যমে দেশে বিক্রির জন্য উপলব্ধ হবে। এটি ব্ল্যাক বিউটি, লাক্স ল্যাভেন্ডার এবং মুনলাইট পার্ল শেডগুলিতে আসে। মুনলাইট পার্ল রঙের বিকল্পটি ইতালিতে হাতে তৈরি করা হয়েছে এবং ৮ এপ্রিল কেনার জন্য উপলব্ধ হবে বলে জানা গিয়েছে।

এই ফোনে HDFC-এর ক্রেডিট এবং ডেবিট কার্ড ইএমআই লেনদেনে ২,২৫০ টাকার তাৎক্ষণিক ছাড় এবং ২০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।

আরও পড়ুন- গুগল ক্রোম ব্যবহার করেন? ভয়ানক বিপদ হতে পারে, নিরাপদ রাখতে জরুরি পরামর্শ সরকারের

Motorola Edge 50 Pro ফোনের ফিচার –

Motorola Edge 50 Pro ফোন ১৪৪Hz রিফ্রেশ রেট সহ ৬.৭-ইঞ্চির ১.৫K পোলড কার্ভড ডিসপ্লে, ২০০০ নিটস পিক ব্রাইটনেস এবং HDR10+ সমর্থন করে। হ্যান্ডসেটটি Qualcomm-এর Snapdragon 7 Gen 3 SoC দ্বারা চালিত এবং ১২GB পর্যন্ত RAM ও ২৫৬GB অনবোর্ড স্টোরেজ যুক্ত। এটি Android 14-ভিত্তিক Hello UI-এর সঙ্গে শিপিং করে এবং তিন বছরের OS আপগ্রেড পাবে।

অপটিক্সের জন্য, Motorola Edge 50 Pro ফোন একটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের মাধ্যমে সজ্জিত। যার মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সমর্থন সহ একটি ৫০-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ১৩-মেগাপিক্সেল সেন্সর, যা একটি আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্সের সঙ্গে যুক্ত এবং একটি ৩x অপটিক্যাল জুম ও OIS সমর্থন সহ ১০-মেগাপিক্সেল টেলিফটো শ্যুটার।

অন্য দিকে, সামনের ক্যামেরাটি কোয়াড-পিক্সেল প্রযুক্তি এবং অটোফোকাস সহ একটি ৫০-মেগাপিক্সেল সেন্সর বহন করে।

Motorola Edge 50 Pro ফোন ১২৫W পর্যন্ত তারযুক্ত ও ৫০W ওয়্যারলেস টার্বো চার্জিংয়ের জন্য সমর্থন সহ একটি ৪৫০০mAh ব্যাটারি দ্বারা সমর্থিত।

১২৫W চার্জারটি ১২GB RAM ভ্যারিয়েন্টের সঙ্গে উপলব্ধ, যেখানে ৮GB RAM বিকল্পটি বক্সে একটি ৬৮W চার্জার পায়। এটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য একটি IP৬৮ রেটিং পেয়েছে। হ্যান্ডসেটটি মাপে ৮.১৯mm এবং এর ওজন ১৮৬ গ্রাম।

বিশ্বের প্রথম ওয়াটারপ্রুফ স্মার্টফোন! ভারতের বাজার কাঁপাতে আসছে Oppo

কলকাতা: জনপ্রিয় কোম্পানি Oppo শীঘ্রই একটি নতুন স্মার্টফোন আনতে চলেছে। যেটিকে কোম্পানি বিশ্বের প্রথম ‘সম্পূর্ণ ওয়াটারপ্রুফ’ ফোন বলছে। এই ফোনের নাম হবে Oppo A3 Pro এবং এটি ১২ এপ্রিল লঞ্চ করা হবে। এই ফোনটি ধুলো এবং জল উভয় থেকে নিরাপদ থাকবে, কারণ এটি IP69 রেটিং পেয়েছে।

কোম্পানির দাবি যে A3 Pro এর ডিসপ্লেটিও ওয়াটারপ্রুফ এবং এটি পড়ে গেলেও ভাঙা এড়াবে। সামগ্রিকভাবে, Oppo বলছে যে তাদের নতুন ফোনটি খুবই টেকসই।

আরও পড়ুন- অন্তস্বঃত্ত্বা স্ত্রীর সঙ্গে বন্ধুর প্রেম! আত্মহত্যার কথা ভেবেছিলেন এই ক্রিকেটার

Oppo A3 Pro প্রথমে চিনে লঞ্চ করা হবে এবং পরবর্তীতে অন্যান্য বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি ভারতে আসবে কি না, তা এখনও জানা যায়নি।

তবে Oppo কোম্পানি ইতিমধ্যেই ভারতে A সিরিজের ফোন লঞ্চ করেছে। আমাদের এখন অপেক্ষা করতে হবে এই ফোনটি ভারতে আসবে কি না, তবে আমরা অবশ্যই এই ফোনের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি।

Oppo A3 Pro ফোনের প্রত্যাশিত ফিচার –

সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চিনা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ওয়েইবোতে দাবি করেছে যে, Oppo A3 Pro একটি খুব বড় স্ক্রিন এবং ব্যাটারি পাবে। তাঁর মতে, এই ফোনে থাকবে একটি ৬.৭-ইঞ্চির ১০৮০p ১২০Hz কার্ভড OLED স্ক্রিন এবং ৫০০০mAh শক্তিশালী ব্যাটারি। বলা হচ্ছে এই ফোনটি MediaTek 7050 প্রসেসরে চলবে যা একটি 5G চিপ।

আরও পড়ুন- বলুন তো মিস্টার আইপিএল কার ডাক নাম? বিরাট, রোহিতের মতো মহাতারকা তাঁর কাছে ফেল

লিকড হওয়া খবর অনুযায়ী এই ফোনে ১২GB পর্যন্ত RAM এবং ৫১২GB পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। এছাড়াও, ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকার ইঙ্গিতও রয়েছে। মূল ক্যামেরাটি ৬৪-মেগাপিক্সেল হতে পারে, তবে বাকি দুটি ক্যামেরা সম্পর্কে তথ্য এখনও জানা যায়নি।

চিনে লঞ্চের বিষয়ে কথা বলতে গিয়ে Oppo কোম্পানির প্রেসিডেন্ট বো লিউ বলেন, ‘Oppo A3 Pro হল বিশ্বের প্রথম ‘সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ’ ফোন। যেটি অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সহ আসে।

এটি একটি A সিরিজের ফোনে Oppo-এর টেকসই প্রযুক্তির প্রথম ব্যবহার। এই ফোনটি শুধু জলে নষ্ট হবে না, পাশাপাশি পড়ে গেলে ভেঙে যাওয়ার ঝুঁকিও কমবে। এছাড়াও, কোম্পানি A2 Pro এর ‘চার বছরের ব্যাটারি ওয়ারেন্টি’ উন্নত করছে।

দেড়-২ বছর হল ফোন কিনেছেন? এবার এই কাজগুলো করুন, স্মার্টফোন ভাল থাকবে

অনেকেই আক্ষেপ করে বলেন, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ২-৩ বছরের বেশি ভাল থাকে না। অর্থাৎ, একটা স্মার্টফোনের গড আয়ু ধরা যেতে পারে ৩ বছর। তবে কারও কারও তার থেকেও বেশিও চলে ফোন।
অনেকেই আক্ষেপ করে বলেন, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ২-৩ বছরের বেশি ভাল থাকে না। অর্থাৎ, একটা স্মার্টফোনের গড আয়ু ধরা যেতে পারে ৩ বছর। তবে কারও কারও তার থেকেও বেশিও চলে ফোন।
স্মার্টফোন ভাল রাখার কিছু উপায় আছে। বিশেষ করে স্মার্টফোন দেড়-২ বছর পুরনো হলে কয়েকটি কাজ অবশ্যই করতে হয়।
স্মার্টফোন ভাল রাখার কিছু উপায় আছে। বিশেষ করে স্মার্টফোন দেড়-২ বছর পুরনো হলে কয়েকটি কাজ অবশ্যই করতে হয়।
বেশি কিছু করতে হবে না। স্রেফ কয়েকটা টিপস মেনে চললেই হবে। আর তার জন্য আপনার খুব বেশি সময়ও লাগবে না।
বেশি কিছু করতে হবে না। স্রেফ কয়েকটা টিপস মেনে চললেই হবে। আর তার জন্য আপনার খুব বেশি সময়ও লাগবে না।
সবার আগে ফোন থেকে অপ্রয়োজনীয় ছবি, ভিডিয়ো, ডকুমেন্ট ডিলিট করুন। ফোনের স্টোরেজ স্পেস ফাঁকা হলে চাপ কমবে। ফোন তাতে ভাল থাকবে বেশিদিন।
সবার আগে ফোন থেকে অপ্রয়োজনীয় ছবি, ভিডিয়ো, ডকুমেন্ট ডিলিট করুন। ফোনের স্টোরেজ স্পেস ফাঁকা হলে চাপ কমবে। ফোন তাতে ভাল থাকবে বেশিদিন।
অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করে ফেলুন। দেখবেন এমন অনেক অ্যাপ আছে যা আপনি অনেকদিন ব্যবহার করেননি। সেগুলো রেখে লাভ কী! এতে ফোনের উপর চাপ কমবে।
অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করে ফেলুন। দেখবেন এমন অনেক অ্যাপ আছে যা আপনি অনেকদিন ব্যবহার করেননি। সেগুলো রেখে লাভ কী! এতে ফোনের উপর চাপ কমবে।
ফোনের About-এ গিয়ে দেখুন কোনও আপডেট মিস করেছেন কি না! পেন্ডিং থাকলে সেই আপডেট করিয়ে নিন। এতে সফটওয়্যার-এর কোনও ছোটখাট সমস্যা থাকলে মিটে যাবে।
ফোনের About-এ গিয়ে দেখুন কোনও আপডেট মিস করেছেন কি না! পেন্ডিং থাকলে সেই আপডেট করিয়ে নিন। এতে সফটওয়্যার-এর কোনও ছোটখাট সমস্যা থাকলে মিটে যাবে।
কিছু অ্যাপ-এর লাইট ভার্সন থাকে। সেগুলি কম স্টোরেজ নেয়। চেষ্টা করুন লাইট ভার্সন ব্যবহার করার।
কিছু অ্যাপ-এর লাইট ভার্সন থাকে। সেগুলি কম স্টোরেজ নেয়। চেষ্টা করুন লাইট ভার্সন ব্যবহার করার।
ফোন খুব স্লো হয়ে গেলে ফ্যাক্টরি রিসেট করতে পারেন। তবে সেটা করতে গেলে সবার আগে ডেটা ব্যাক-আপ রাখতে হবে। না হলে প্রয়োজনীয় ছবি, ভিডিও, ডকুমেন্টস ডিলিট হয়ে যেতে পারে।
ফোন খুব স্লো হয়ে গেলে ফ্যাক্টরি রিসেট করতে পারেন। তবে সেটা করতে গেলে সবার আগে ডেটা ব্যাক-আপ রাখতে হবে। না হলে প্রয়োজনীয় ছবি, ভিডিও, ডকুমেন্টস ডিলিট হয়ে যেতে পারে।