Tag Archives: acne

Bel Pata: রোজ ঠাকুরের পায়ে অর্পণ করেন এই পাতা, কিন্তু জানেন কি চকচকে ব্রন মুক্ত স্কিনে এই পাতা যেন ম্যাজিক

:বেলের উপকারিতা তো আমরা সকলেই জানি বেল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। কিন্তু শুধু বেল নয় বেলের পাতার একাধিক উপকারিতা রয়েছে জানেন কি? শুধু পুজোর কাজেই নয় , এই বেলপাতা কিন্তু আপনি রূপচর্চার কাজেও সমানভাবে ব্যবহার করতে পারেন। Photo- File 
:বেলের উপকারিতা তো আমরা সকলেই জানি বেল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। কিন্তু শুধু বেল নয় বেলের পাতার একাধিক উপকারিতা রয়েছে জানেন কি? শুধু পুজোর কাজেই নয় , এই বেলপাতা কিন্তু আপনি রূপচর্চার কাজেও সমানভাবে ব্যবহার করতে পারেন। Photo- File
বেলের পাতায় থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ত্বকের ভিতর থেকে ব্রন ভাল করতে সাহায্য করে । ব্রন ভাল করতে বেলের পাতা ভীষণ প্রয়োজনীয় একটি উপাদান। কিন্তু কিভাবে ব্যবহার করবেন বেলের পাতা জানেন কি? Photo- File 
বেলের পাতায় থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ত্বকের ভিতর থেকে ব্রন ভাল করতে সাহায্য করে । ব্রন ভাল করতে বেলের পাতা ভীষণ প্রয়োজনীয় একটি উপাদান। কিন্তু কিভাবে ব্যবহার করবেন বেলের পাতা জানেন কি? Photo- File
বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান, বেলের পাতা প্রথমে ব্লেন্ডার করে নিন। এরপর সেই বেলের পাতায় হাফ চামচ মধু এক চামচ নিমের পাতা বাটা এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন এরপর যেখানে ব্রম হয়েছে সেই জায়গায় ভালভাবে অ্যাপ্লাই করুন। Photo- File 
বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান, বেলের পাতা প্রথমে ব্লেন্ডার করে নিন। এরপর সেই বেলের পাতায় হাফ চামচ মধু এক চামচ নিমের পাতা বাটা এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন এরপর যেখানে ব্রন হয়েছে সেই জায়গায় ভালভাবে অ্যাপ্লাই করুন। Photo- File
৩০ মিনিট পর গরমের সময় ঠান্ডা জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন । প্রতিদিন এভাবেই ব্রনের উপর এই বেল পাতা ব্যবহার করলেই কয়েকদিন পরেই ম্যাজিকের মত রেজাল্ট পাবেন। Photo- File 
৩০ মিনিট পর গরমের সময় ঠান্ডা জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন । প্রতিদিন এভাবেই ব্রনের উপর এই বেল পাতা ব্যবহার করলেই কয়েকদিন পরেই ম্যাজিকের মত রেজাল্ট পাবেন। Photo- File
ব্রণ দূর করতে বেল পাতা ভীষণ কার্যকরী একটি উপাদান। তাই মুখে ব্রণ হলে আর চিন্তা না করেই বাড়িতে বেল গাছ থাকলে সেই বেলের পাতা দিয়ে করুন ব্রণের নিরাময়।। Input- Piya Gupta 
ব্রণ দূর করতে বেল পাতা ভীষণ কার্যকরী একটি উপাদান। তাই মুখে ব্রণ হলে আর চিন্তা না করেই বাড়িতে বেল গাছ থাকলে সেই বেলের পাতা দিয়ে করুন ব্রণের নিরাময়।। Input- Piya Gupta

 

Home Remedy of Acne: ব্রনর জন্য মাটি সাজ! সস্তার ‘এই’ ৩ সবজি ঝকঝকে করবে ত্বক! সৌন্দর্য এখন হাতের মুঠোয়

মুখের যে কোনও রকমের দাগ অনেকসময় আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। মুখের ব্রণ থেকে মুক্তি পেতে আমরা নানা রকমের চিকিৎসা পদ্ধতির সাহায্য নিয়ে থাকি। তবে মুখের ব্রণ দূর করতে এই ঘরোয়া উপায়গুলো কিন্তু অত্যন্ত কার্যকর।
মুখের যে কোনও রকমের দাগ অনেকসময় আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। মুখের ব্রণ থেকে মুক্তি পেতে আমরা নানা রকমের চিকিৎসা পদ্ধতির সাহায্য নিয়ে থাকি। তবে মুখের ব্রণ দূর করতে এই ঘরোয়া উপায়গুলো কিন্তু অত্যন্ত কার্যকর।
এই প্রতিকারগুলি মেনে চললে মুখ থেকে ব্রণের দাগ দূর হয়ে যাবে। সর্বদা একটি জিনিস মনে রাখতে হবে যে, মুখের ব্রণ কখনওই হাত দিয়ে খুঁটিয়ে তোলা উচিত নয়।
এই প্রতিকারগুলি মেনে চললে মুখ থেকে ব্রণের দাগ দূর হয়ে যাবে। সর্বদা একটি জিনিস মনে রাখতে হবে যে, মুখের ব্রণ কখনওই হাত দিয়ে খুঁটিয়ে তোলা উচিত নয়।
এতে ব্রণ থেকে অন্য কোনও সক্রমণ বৃদ্ধি পেতে পারে বা ব্রণও বৃদ্ধি পায়। সুতরাং, এই ঘরোয়া প্রতিকারগুলির মাধ্যমে ঠান্ডা আবহাওয়াতেও মুখের ব্রণ থেকে মুক্তি পেতে পারি আমরা।
এতে ব্রণ থেকে অন্য কোনও সক্রমণ বৃদ্ধি পেতে পারে বা ব্রণও বৃদ্ধি পায়। সুতরাং, এই ঘরোয়া প্রতিকারগুলির মাধ্যমে ঠান্ডা আবহাওয়াতেও মুখের ব্রণ থেকে মুক্তি পেতে পারি আমরা।
ব্রণ দূর করতে লেবুর রস ব্যবহার করা যেতে পারে। এরজন্য লেবুকে দুই ভাগে কেটে নিতে হবে। তারপর লেবুর একটি অংশ নিয়ে মুখে লেবু ঘষে নিতে হবে। লেবুটিকে মুখে ২ মিনিট ধরে ম্যাসাজ করতে হবে। এরপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এটি করলে ব্রণ দূর হয়ে যাবে।
ব্রণ দূর করতে লেবুর রস ব্যবহার করা যেতে পারে। এরজন্য লেবুকে দুই ভাগে কেটে নিতে হবে। তারপর লেবুর একটি অংশ নিয়ে মুখে লেবু ঘষে নিতে হবে। লেবুটিকে মুখে ২ মিনিট ধরে ম্যাসাজ করতে হবে। এরপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এটি করলে ব্রণ দূর হয়ে যাবে।
কাঁচা দুধে জায়ফলের পেস্ট লাগালেও ব্রণ দূর হবে। এর জন্য জায়ফলের গুঁড়ো নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে পেস্ট বানাতে হবে। এই পেস্টটি মুখে লাগিয়ে ২ ঘণ্টা রেখে দিতে হবে। তারপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। প্রতিদিন এই পেস্ট লাগালে ব্রণ চলে যাবে। এই পেস্টটি মুখে একটি সুন্দর আভা যোগ করবে।
কাঁচা দুধে জায়ফলের পেস্ট লাগালেও ব্রণ দূর হবে। এর জন্য জায়ফলের গুঁড়ো নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে পেস্ট বানাতে হবে। এই পেস্টটি মুখে লাগিয়ে ২ ঘণ্টা রেখে দিতে হবে। তারপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। প্রতিদিন এই পেস্ট লাগালে ব্রণ চলে যাবে। এই পেস্টটি মুখে একটি সুন্দর আভা যোগ করবে।
মুখে নিম পাতার পেস্ট লাগালেও ব্রণ দূর হয়। এর জন্য নিম পাতা নিয়ে মিক্সারে পিষে নিতে হবে। তারপর এই পেস্ট মুখে লাগিয়ে ১০ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এটি মুখের উজ্জ্বলতার পাশাপাশি ব্রণের পরিমাণও কমিয়ে দেবে।
মুখে নিম পাতার পেস্ট লাগালেও ব্রণ দূর হয়। এর জন্য নিম পাতা নিয়ে মিক্সারে পিষে নিতে হবে। তারপর এই পেস্ট মুখে লাগিয়ে ১০ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এটি মুখের উজ্জ্বলতার পাশাপাশি ব্রণের পরিমাণও কমিয়ে দেবে।
রসুন নানা ঔষধি গুণে পরিপূর্ণ। রসুন মুখের ব্রণ থেকে মুক্তি দেয়। এর জন্য ৩ থেকে ৪টি রসুন ও লবঙ্গ নিয়ে একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর এই পেস্ট মুখে লাগিয়ে ২০ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। রসুন ও লবঙ্গের পেস্ট ব্রণ দূর করতে সাহায্য করে।
রসুন নানা ঔষধি গুণে পরিপূর্ণ। রসুন মুখের ব্রণ থেকে মুক্তি দেয়। এর জন্য ৩ থেকে ৪টি রসুন ও লবঙ্গ নিয়ে একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর এই পেস্ট মুখে লাগিয়ে ২০ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। রসুন ও লবঙ্গের পেস্ট ব্রণ দূর করতে সাহায্য করে।

Acne Face Problem: মুখ ভর্তি ব্রণ, শীতের সময় ব্রণ বাড়ে কেন? চিকিৎসকের কাছে জানুন কীভাবে কমবে

শীতের সময়ে ব্রণর সমস্যা বেশি দেখা দেয়। মুখের এক ধরনের দাগ তৈরি করে এই সমস্ত ব্রণ। শীতকালে শুষ্ক ত্বককে পরিচর্যা না করলে ব্রণর সমস্যা তৈরি হয়। (রিপোর্টার-- সার্থক পণ্ডিত)
শীতের সময়ে ব্রণর সমস্যা বেশি দেখা দেয়। মুখের এক ধরনের দাগ তৈরি করে এই সমস্ত ব্রণ। শীতকালে শুষ্ক ত্বককে পরিচর্যা না করলে ব্রণর সমস্যা তৈরি হয়। (রিপোর্টার– সার্থক পণ্ডিত)
অভিজ্ঞ চিকিৎসক আরশাদ হোসেন জানান, ব্রণর সমস্যা সমাধানের জন্য ঘরোয়া কিছু উপায় খোঁজাই আদর্শ। এই মরসুমে ব্রণ নিয়ন্ত্রণের জন্য ওষুধ প্রয়োগ না করলেই ভাল।
অভিজ্ঞ চিকিৎসক আরশাদ হোসেন জানান, ব্রণর সমস্যা সমাধানের জন্য ঘরোয়া কিছু উপায় খোঁজাই আদর্শ। এই মরসুমে ব্রণ নিয়ন্ত্রণের জন্য ওষুধ প্রয়োগ না করলেই ভাল।
দিনে দু'বার বা কোনও ক্ষেত্রে তিনবার মুখ ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। যদি কারও মুখ তৈলাক্ত প্রকৃতির হয়। তবে বারবার মুখ ধুয়ে নেওয়া ভাল। তবে অন্যন্যা ক্ষেত্রেও মুখ পরিষ্কার করতে হয়।
দিনে দু’বার বা কোনও ক্ষেত্রে তিনবার মুখ ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। যদি কারও মুখ তৈলাক্ত প্রকৃতির হয়। তবে বারবার মুখ ধুয়ে নেওয়া ভাল। তবে অন্যন্যা ক্ষেত্রেও মুখ পরিষ্কার করতে হয়।
অনেকেই শীতের সময় জমিয়ে মেকআপ করে থাকেন। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে। ঘুমাতে যাওয়ার আগে মুখ থেকে অবশ্যই তুলে নিতে হবে সমস্ত মেকআপ।
অনেকেই শীতের সময় জমিয়ে মেকআপ করে থাকেন। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে। ঘুমাতে যাওয়ার আগে মুখ থেকে অবশ্যই তুলে নিতে হবে সমস্ত মেকআপ।
শীতে ভাল ডায়েট খেতে হবে রোজ। ডায়েটে রাখা ভাল সবুজ শাক সবজি। খেতে হবে বেশি ফল। এড়িয়ে চলতে হবে বাইরের ফাস্টফুড। কিছু ক্ষেত্রে তৈলাক্ত খাবার এড়িয়ে চলা ভাল।
শীতে ভাল ডায়েট খেতে হবে রোজ। ডায়েটে রাখা ভাল সবুজ শাক সবজি। খেতে হবে বেশি ফল। এড়িয়ে চলতে হবে বাইরের ফাস্টফুড। কিছু ক্ষেত্রে তৈলাক্ত খাবার এড়িয়ে চলা ভাল।
শীতে অনেকেই জলপান থেকে বিরত থাকেন। তবে পর্যাপ্ত জলপান করতে হবে শীতেও। জলপান করলে ত্বক শুকিয়ে যাবে না। ত্বকের উপর সিবাম বেরনোর হারও কমবে। ফলের রসও পান করুন।
শীতে অনেকেই জলপান থেকে বিরত থাকেন। তবে পর্যাপ্ত জলপান করতে হবে শীতেও। জলপান করলে ত্বক শুকিয়ে যাবে না। ত্বকের উপর সিবাম বেরনোর হারও কমবে। ফলের রসও পান করুন।
এই সমস্ত বিষয় মেনে চললে খুব সহজেই ব্রণ থেকে মুক্তি সম্ভব। যদি সমস্যা বেশি মনে হয় তবে অবশ্যই নিজেদের নিকটবর্তী কোন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। (রিপোর্টার-- সার্থক পণ্ডিত)
এই সমস্ত বিষয় মেনে চললে খুব সহজেই ব্রণ থেকে মুক্তি সম্ভব। যদি সমস্যা বেশি মনে হয় তবে অবশ্যই নিজেদের নিকটবর্তী কোন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। (রিপোর্টার– সার্থক পণ্ডিত)

Pimple Prevention: ব্রণ, অ্যাকনের দাপটে ক্ষতবিক্ষত মুখ? সকালে খালি পেটে এই জল পান করলেই মুক্তি

কৈশোর চলে গেলেও অনেকের মুখমণ্ডল থেকে ব্রণ বিদায় হতে চায় না। অনেকের ক্ষেত্রেই দীর্ঘ দিন পর্যন্ত ব্রণ, অ্যাকনের সমস্যায় জেরবার হতে হয়। নানা টোটকায় ব্রণ সারানোর চেষ্টা করা যায়। সেরকমই একটি টোটকার হদিশ দিয়েছেন পুষ্টিবিদ রিচা গঙ্গানি।

রিচার মতে রোজ সকালে খালি পেটে খেতে হবে একমুঠো কিশমিশ। আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে কিছু কিশমিশ। রাতভর ভেজানো রাখার পর সকালে পান করতে হবে ওই জল। তাতেই সমস্যামুক্তি। কেন এই পানীয়ে কমবে অ্যাকনে, সেই কারণও জানিয়েছেন রিচা। বলেছেন কিশমিশে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট। তাছাড়া এই শুকনো ফলে থাকা ফাইটোনিউট্রিয়েন্ট উজ্জ্বল করে ত্বক। পেলব রাখে মুখমণ্ডলের ত্বক।

কিশমিশ ভেজানো জল পরিচিত ডিটক্সিফায়ার হিসেবে। শরীর থেকে টক্সিন পদার্থ বার করে নিয়ন্ত্রণ করে অ্যাকনে সমস্যা। কিশমিশ-জলের অ্যান্টি ইনফ্লেম্যাটরি উপাদান ত্বকের সংক্রমণ বশে রাখে। ব্রণ আক্রান্ত ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে পড়ে। কিশমিশ ভেজানো জল পান করলে ত্বকের তৈলাক্ত ভাব প্রশমিত হয়। অতিরিক্ত তেল দূর হয় ত্বক থেকে। ত্বকের বন্ধ রোমকূপের মুখ খুলে যায়।

জলশূন্য ত্বক ব্রণর আঁতুড়ঘর। কিশমিশ জল ত্বকের আর্দ্রতা ধরে রাখে। তাই ভিতরে বাইরে সব সময় হাইড্রেটেড রাখুন ত্বক। কীভাবে এই পানীয় বানাবেন, সেটাও বলেছেন পুষ্টিবিদ। বলেছেন ২৫ গ্রাম কিশমিশ ভিজিয়ে রাখতে হবে ৩-৪ কাপ জলে। সকালে ঘুম থেক উঠে এই মিশ্রণ খেতে হবে খালি পেটে।

আরও পড়ুন : খাওয়ার পরই গ্যাস-অম্বলে পেট ফেঁপে প্রচণ্ড অস্বস্তি? রইল ঘরোয়া টোটকা, মানলেই মুক্তি

তবে কিশমিশেরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। তাই ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ডায়েটে রাখুন কিশমিশ। তবে খেতে হবে সঠিক উপায়ে। রাতভর ভিজিয়ে রাখা কিশমিশ জল পান করতে হবে সকালে খালি পেটে।

Eggs and Acne: ডিম খেলে কি ত্বকে ব্রণ হয়? জানুন পুষ্টিবিদের মত

পুষ্টির আধার হলেও ডিম নিয়ে ছড়িয়ে থাকা ভ্রান্ত ধারণার শেষ নেই।
পুষ্টির আধার হলেও ডিম নিয়ে ছড়িয়ে থাকা ভ্রান্ত ধারণার শেষ নেই।

 

অনেকেরই ধারণা, ডিম খেলে ব্রণর সমস্যা বেড়ে যায়। তাই এই ভয়ের কারণে অনেকেই ডিম এড়িয়ে যান।
অনেকেরই ধারণা, ডিম খেলে ব্রণর সমস্যা বেড়ে যায়। তাই এই ভয়ের কারণে অনেকেই ডিম এড়িয়ে যান।

 

কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। ডিম খেলে ব্রণর সমস্যা বেড়ে যায় না, বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা।
কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। ডিম খেলে ব্রণর সমস্যা বেড়ে যায় না, বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা।

 

পুষ্টিগুণে ভরা স্নেহজাতীয় পদার্থ এবং প্রোটিনে সমৃদ্ধ ডিমের জন্য ত্বক উজ্জ্বল হয়ে ওঠে।
পুষ্টিগুণে ভরা স্নেহজাতীয় পদার্থ এবং প্রোটিনে সমৃদ্ধ ডিমের জন্য ত্বক উজ্জ্বল হয়ে ওঠে।

 

ডিমের পুষ্টিগুণ নিখুঁত ত্বক তৈরি করে।
ডিমের পুষ্টিগুণ নিখুঁত ত্বক তৈরি করে।

 

ডিম থেকে ত্বকের সংক্রমণ তখনই হতে পারে যখন অ্যালার্জির ধারা আছে।
ডিম থেকে ত্বকের সংক্রমণ তখনই হতে পারে যখন অ্যালার্জির ধারা আছে।

 

ডিম থেকে অ্যালার্জি হলে সে বিষয়ে সতর্কতা নিন। আগে থেকে তার ব্যবস্থা করুন।
ডিম থেকে অ্যালার্জি হলে সে বিষয়ে সতর্কতা নিন। আগে থেকে তার ব্যবস্থা করুন।

 

অ্যালার্জির ভয় না থাকলে অ্যাকনের আশঙ্কায় ডিম থেকে দূরে থাকার প্রয়োজন নেই বলে ধারণা পুষ্টিবিদের।
অ্যালার্জির ভয় না থাকলে অ্যাকনের আশঙ্কায় ডিম থেকে দূরে থাকার প্রয়োজন নেই বলে ধারণা পুষ্টিবিদের।