নিহত তরুণীর মোবাইল ফোনে চাঞ্চল্যকর তথ্য৷ ঘটনাস্থলে ফরেন্সিক দল৷

Krishnanagar Incident Update: ‘হাজবেন্ড’ নামে সেভ করা নম্বর, সম্পর্কের মাঝে আরও এক নারী? কৃষ্ণনগর কাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

কৃষ্ণনগর: যত সময় যাচ্ছে, কৃষ্ণনগরে তরুণীর রহস্য মৃত্যুর ঘটনায় সম্পর্কের টানাপোড়েনের দিকটিই জোরাল ভাবে উঠে আসছে৷ নিহত তরুণী এবং তাঁর প্রেমিকের মধ্যে আরও এক তরুণী চলে এসেছিলেন বলেই দু জনের মধ্যে সমস্যার সূত্রপাত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷

কৃষ্ণনগরের ঘটনায় ইতিমধ্যেই নিহত তরুণীর প্রেমিক রাহুল বসুকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাঁকে জেরা করে এবং তরুণীর মোবাইল ফোনের সূত্র থেকেই আরও এক তরুণীর খোঁজ পায় পুলিশ৷ ওই তরুণী নিহত ছাত্রী এবং রাহুলের কমন ফ্রেন্ড ছিলেন৷ সেই তরুণীর সঙ্গেই ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল রাহুলের, এমনই ইঙ্গিত পেয়েছেন তদন্তকারীরা৷

পুলিশ জানতে পেরেছে, প্রেমিক রাহুলের নম্বর নিজের মোবাইলে হাজবেন্ড নামে সেভ করে রেখেছিলেন মৃত তরুণী৷ ফেসবুক স্ট্যাটাসেও নিজেকে বিবাহিত বলে উল্লেখ করেছিলেন তিনি৷

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে ১৫ বছরের কিশোর? সন্দেহের বশেই ভয়ঙ্কর কাণ্ড স্বামীর

পুলিশ জানতে পেরেছে, মঙ্গলবার সেই তরুণীর সঙ্গে রানাঘাটে সিনেমা দেখতে গিয়েছিলেন রাহুল৷ তা নিয়েই মৃত তরুণীর সঙ্গে তাঁর প্রেমিকের নতুন করে গন্ডগোল শুরু হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷

পুলিশের দাবি, মঙ্গলবার অর্থাৎ ঘটনার দিন কৃষ্ণনগর শহরের একাধিক রাস্তায় একা ঘুরে বেরিয়েছিলেন তরুণী। পুলিশ ইতিমধ্যে শহরের একাধিক এলাকার ট্রাফিকের ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি সংগ্রহ করে খতিয়ে দেখছে৷ পাশাপাশি, তরুণী নিজে কোনও দোকান থেকে কেরোসিন কিনেছিলেন কি না, সিসিটিভি ফুটেজ দেখে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা৷ পুলিশ সূত্রে আরও খবর, ওই দিন রাতে ঘটনাস্থল থেকে কিছু দূরে কলেজ মাঠের কাছে রাত সাড়ে নটার পর থেকে তরুণীর গতিবিধি লক্ষ্য করা গিয়েছে৷ তরুণীর ধৃত প্রেমিক রাহুল দাবি করেছেন, ঘটনার দিন তাঁর সঙ্গে ওই তরুণীর দেখা হয়নি৷ শুধুমাত্র ফোনে কথা হয়েছে৷ যদিও পুলিশ সূত্রের দাবি, ঘটনার দিন ওই কলেজ মাঠের কাছেই রাহুলের উপস্থিতির প্রমাণও সিসিটিভি ফুটেজে মিলেছে৷

জেরায় ধৃত রাহুল আরও জানিয়েছেন, ওই দিন রাতে তিন মিনিট তাঁর সঙ্গে ফোনে তরুণীর বচসা হয়৷ এর পর তিনি সম্পর্ক ছিন্ন করার কথা বলেন বলে জানিয়েছেন রাহুল৷ এই গন্ডগোলের জেরেই তরুণী আত্মহত্যার সিদ্ধান্ত নেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ রাহুল ওই তরুণীকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েথছিলেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷

গত বুধবার ভোরে কৃষ্ণনগর শহরে যে জায়গায় তরুণীর দেহ উদ্ধার হয়, এ দিন সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল৷