Police Rescued A Girl: উল্টোডাঙা ফ্লাইওভারে নাটকীয় পরিস্থিতি! পাইলট কার থেকে ছুটে গেলেন এএসআই, বাঁচল প্রাণ

কলকাতা: সোমবার রাত আটটা থেকে সাড়ে আটটা৷ কলকাতা ব্যস্ততম ফ্লাইওভারের ধারে এসে দাঁড়াল এক নাবালিকা৷ উপর থেকে নীচে হঠাৎই উঁকি দিচ্ছে সে৷ যেন, মন ঠিক করেই এসেছে, ঝাঁপ দেবে ফ্লাইওভারের উপর থেকে৷  ঠিক সেই সময়েই উল্টোডাঙা ফ্লাইওভারের নীচে ভিআইপি মুভমেন্টের কারণে কলকাতা পুলিশের ওয়্যারলেস ব্রাঞ্চের পাইলট কার দাঁড়িয়ে ছিল৷ আর সেই পাইলট কারের দায়িত্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট সাবইনস্পেক্টর (এএসআই) বিপ্লব সেন ও তাঁর সঙ্গে জনাকয়েক পুলিশকর্মী৷

আশেপাশের লোকজন ফ্লাইওভারের উপরে ওই নাবালিকাকে উঁকি দিতে দেখেই নীচে দাঁড়িয়ে থাকা পাইলট কারের কাছে গিয়ে বলেন ওই নাবালিকার কাণ্ডের কথা৷ সময় নষ্ট না করে কর্তব্যরত অফিসার কলকাতা পুলিশের লালবাজারে তৎক্ষণাৎ বিষয়টি জানান৷ নিজেই উদ্যোগ নিয়ে একেবারে রং রুট, অর্থাৎ উল্টোদিকে গাড়ি ঘুরিয়ে পৌঁছে যান সেখানে, যেখানে সেই নাবালিকা ছিল৷ সেখানে পৌঁছেই ওই অফিসার ওই নাবালিকাকে আটকান৷

এরই মাঝে কলকাতা পুলিশের লালাবাজার কন্ট্রোল রুমে বিষয়টি জানানো হয়, উল্টোডাঙা ট্রাফিক গার্ডেও যায় খবর, ফোন করা হয় মানিকতলা থানাতে৷ অফিসার বিপ্লব সেন ততক্ষণে ওই নাবালিকাকে উদ্ধার করে ফেলেছেন, তার মধ্যেই মানিকতলা থানার দু’জন মহিলা অফিসার এসে হাজির হন, হাজির হন উল্টোডাঙা ট্রাফিকগার্ডের পুলিশ কর্মীরাও৷ কার্যত আত্মহত্যা রোধ করেন কলকাতা পুলিশের আধিকারিকরা৷ কার্যত এএসআই বিপ্লব সেনের উদ্যোগেই রোধ হয় এই আত্মহত্যা৷

ইতিমধ্যে ওই নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন মানিকতলা থানার আধিকারিকরা৷ কথা বলে, জানার চেষ্টা করা হচ্ছে, কেন সে আত্মহত্যা করতে গিয়েছিল৷