বাচ্চা কোলে পুলিশ 

South 24 Parganas News: বাচ্চা কোলে গ্রামে গ্রামে ঘুরছে ট্রাফিক গার্ডের ওসি! কারণ জানলে অবাক হবেন

দক্ষিণ 24 পরগনা: ভাঙ্গরের ঘটকপুকুরে উদ্ধার হল একটি শিশু। যার মিলছিল না কোনও পরিচয়। কোনও উপায় না পেয়ে বাচ্চাটিকে কোলে নিয়ে গ্রামে গ্রামে গিয়ে পরিচয় খোঁজার চেষ্টা করলেন ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা যায়, ঘটকপুকুর চৌমাথায় থেকে বাচ্চাটিকে পাওয়া যায়। তার সঙ্গে আর কেউ না থাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছিল।

সেই সময় ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের নজরে পড়ে ওই শিশুটি। এরপর ওই বাচ্চাটিকে উদ্ধার করে তারা এবং ওই বাচ্চাটির পরিচয় জানার চেষ্টা করে কিন্তু কেউ বলতে পারছে না ওই বাচ্চাটির পরিচয়। এরপর বাধ্য হয়ে ওই বাচ্চাটিকে নিয়ে একটি টোটো গাড়ি করে গ্রামে গ্রামে গিয়ে পরিচয় খোঁজার চেষ্টা করে ভাঙড় ট্রাফিক গার্ডের ওসি ইমামুদ্দিন মিদ্দে সহ তার পুলিশ আধিকারিকরা। এখনও পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ North 24 Parganas News: ওটিতে পেট কেটে হলেও না রোগীর অপারেশন! কারণ জানলে অবাক হবেন আপনিও

কিন্তু প্রশ্ন উঠছে এই বাচ্চাটির বাড়ি কোথায় কেন ঘটকপুকুর চৌমাথায় একা দাঁড়িয়ে ছিল কেউ কি ওই বাচ্চাটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছে না বাচ্চাটি একা চলে এসেছে কিন্তু এত ছোট বাচ্চা কিভাবে আসবে একা? উঠছে প্রশ্ন তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। পাশাপাশি বাচ্চাটির পরিচয় জানার চেষ্টা করছেন যদি কেউ এই বাচ্চাটির পরিচয়জানতে পারেন তাহলে ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করবেন।

সুমন সাহা