Tag Archives: Viral Singer

Popular Singer Death: সব শেষ…! মাত্র ৪৯ বছরে থামল সুরেলা কন্ঠ, অকালে চলে গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী

ফের দুঃসংবাদ৷ প্রয়াত হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী৷ আমরাস রেকর্ড ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী, বারমের বয়েজ, বিখ্যাত রাজস্থানী লোকশিল্পী মাঙ্গে খান প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৯ বছর।

মাঙ্গে খান তার রাজস্থানী লোকগানের জন্য শুধু দেশেই নয়, বিদেশেও বিখ্যাত ছিলেন। তিনি ২০ টি দেশে ২০০ টিরও বেশি কনসার্ট করেছেন। আচমকা তাঁর চলে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন ভক্তরা। মাঙ্গে খান মাঙ্গানিয়ার সম্প্রদায়ের সবচেয়ে বিখ্যাত এবং প্রতিভাবান কণ্ঠশিল্পী ছিলেন। লোকে তাকে আদর করে মঙ্গা বলে ডাকত। সম্প্রতি তাঁর বাইপাস সার্জারি হয়েছিল। বহু প্রবীণ ব্যক্তি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন-          বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

সূত্রের খবর, মাঙ্গে খান ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর মারা গেছেন। তিনি ‘বোলে তো মিঠো লাগে’, ‘আমরানো’, ‘রানাজি’ এবং ‘পিয়ার জালানি’-এর মতো জনপ্রিয় গান গেয়েছেন মাঙ্গানিয়ার ত্রয়ী ব্যান্ডের সদস্য, সওয়াই খান এবং মাগদা খানের সঙ্গে। এছাড়া কোক স্টুডিও সিজন ৩-এ তাঁর দল দেখা গেছে। দেশের বিভিন্ন স্থান ছাড়াও ডেনমার্ক, ব্রিটেন, জার্মানি, সুইজারল্যান্ড ও ইতালির মতো অনেক দেশেও মাঙ্গে খান পারফর্ম করেছেন।

আরও পড়ুন-         বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

আমরাস রেকর্ডসের প্রতিষ্ঠাতা আশুতোষ শর্মা গায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করে বলেছেন, মাঙ্গের চলে যাওয়ায় একটা শূন্যতা তৈরি হয়েছে যা কোনওদিনই পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন একজন প্রিয় বন্ধু এবং অসাধারণ কন্ঠের সঙ্গে খুব ভাল মনের মানুষ। এত অল্প বয়সে তাঁর মর্মান্তিক মৃত্যু শুধু তাঁর পরিবার এবং আমাদের জন্য নয়, সঙ্গীত জগতের জন্যও একটি বিশাল ক্ষতি। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় চোখের জলে গায়ককে শ্রদ্ধা জানাচ্ছেন।

Viral Song : ‘মানিকে মাগে হিঠে’, নেটদুনিয়া কাঁপানো গানের ফ্যান বিগ বি থেকে পরিণীতি চোপড়া!

#মুম্বই : কাঁটাতারের বেড়া মানে না গান। ভৌগোলিক সীমারেখাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সুর ছুঁয়ে যায় এ পার ও পার। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া সিংহলি গান (Viral Song Manike Mage Hithe) ‘মানিকে মাগে হিঠে!’ (Manike Mage Hithe) সে কথাই আরও একবার প্রমাণ করে দিয়েছে। যা শুনে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। ফেসবুক হোয়াটসঅ্যাপে ঝড়ের গতিতে ভাইরাল সিংহলি গান ছড়িয়ে পড়েছে কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া।

এমনকি বলিউডের সুপারস্টারেরাও বুঁদ হয়ে গিয়েছেন এই গানের সুরের তালে তালে। ‘মানিকে মাগে হিঠে’ (Manike Mage Hithe) লাইনটির বাংলা তর্জমা করা হলে এর অর্থ দাঁড়ায় তুমি আমার চোখের মণি। তবে এই লাইনের রয়েছে আরেকটি অর্থও, তোমার সৌন্দর্য থেকে চোখ সরানো দায়! ঠিক সেইভাবে এই গানের প্রেমে পড়েছেন আপামর সংগীতপ্রেমীরা।

ভাষা না বুঝেও, মানে না জেনেও ঝড়ের গতিতে শেয়ার হয়ে যাচ্ছে গানটি। আর তার পেছনে আসল কারণ গানের মিষ্টি সুর আর মিষ্টি গায়িকা। নেটিজেনদের একের পর প্রশ্ন, মানিকে মাগে হিঠে গানের অর্থ, আর কে এই মিষ্টি গায়িকা ইয়োহানি? এই গানের গায়িকার পুরো নাম ইয়োহানি ডি’ সিলভা (Yohani De Silva)। নামেই রয়েছে ইয়ো আর হানি। রকস্টার হওয়ার মতো চমক। অন্যভাবে বলাই যায়, হানি অর্থাৎ মধুর মতো কণ্ঠস্বর। বছর আঠাশের এই পপস্টারে মুগ্ধ বিগ -বি ও। খোদ বিগ বি অমিতাভ বচ্চন ট্যুইট করে জানিয়েছেন, তিনি এই গানটি লুপে রেখে শুনছেন।

ওদিকে পরিণীতি চোপড়া তো গেয়েই ফেলেছেন মানিকে মাগে হিঠে! এই গান এতটাই হিট হয়েছে যে, পাবলিক ডিমান্ডে তামিল, তেলেগু, হিন্দিতেও এই গান আলাদা করে রেকর্ড করা হয়েছে। উঠতি গায়ক-গায়িকারা নিজের মতো করেও এই গান রেকর্ড করে আপলোড করছেন ইউটিউবে।

 

 

 

View this post on Instagram

 

A post shared by Parineeti Chopra (@parineetichopra)

ইয়োহানির চুলের হালকা লাল রং, বিন্দাস লুক, মিষ্টি মুখশ্রী আর হাসিতে নেটিজেনরা একেবারে মুগ্ধ। নেটদুনিয়া বলছে, রাতারাতি জনপ্রিয়তা বেড়ে যাওয়ার নেপথ্যে ইয়োহানির এই লুকও বেশ কাজ করেছে। মানিকে মাগে হিঠে গান থেকে দুম করে জনপ্রিয়তার শীর্ষে গেলেও মিষ্টি গায়িকা ইয়োহানি ডি’ সিলভা বহুদিন ধরেই ইউটিউব স্টার। নিজেই লেখেন গান, নিজেই দেন সুর। ইয়োহানির সঙ্গে এই গানে সঙ্গ দিয়েছেন, শ্রীলঙ্কার আরেক জনপ্রিয় র‌্যাপার সথীশন রথনায়কা (Satheeshan Rathnayaka)। সথীশনই প্রথমে এই গানটি গেয়েছিলেন। তারপর মে মাসে এই গানটি নতুন করে রেকর্ড করা হয় ইয়োহানির গলায়। এরপরেই শুরু হয়ে যায় ভাইরাল দুনিয়ার ধামাকা।