হরিপদ সাহিত্য মন্দির

Purulia News : পুরুলিয়াতে হতে চলেছে ভ্রাম্যমান পাঠাগার , জানুন বিস্তারিত!

পুরুলিয়া : সংস্কৃতি ঐতিহ্যে সম্পন্ন পুরুলিয়া জেলা। এই জেলার অন্যতম ঐতিহ্য পুরুলিয়ার শহরে অবস্থিত হরিপদ সাহিত্য মন্দির। ‌ জেলা প্রথম বেসরকারি লাইব্রেরি এটি। আজও একইভাবে নিজের ঐতিহ্য বজায় রেখেছে এই লাইব্রেরী। প্রায় ১০৩ বছরের পুরানো এই পাঠাগার। ‌১৯২১ সালে এই পাঠাগারের পথ চলা শুরু হয়। ‌বহু পাঠক-পাঠিকা এই পাঠাগারের সদস্য। শহর পুরুলিয়ার মাঝে ঝাঁ চকচকে এই পাঠাগারে রয়েছে।

বিভিন্ন সময়ে এখানে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এখানে আলাদা করে রয়েছে একটি পাঠদান কেন্দ্র। এই লাইব্রেরি নিয়ে আগামী দিনে বেশ কিছু নয়া পরিকল্পনা নিচ্ছে হরিপদ সাহিত্য মন্দিরের কর্মকর্তারা। এই বিষয়ে হরিপদ সাহিত্য মন্দিরের সম্পাদক মিলন মুখার্জি বলেন, পুরুলিয়ার ঐতিহ্য হরিপদ সাহিত্য মন্দির। নানান ইতিহাসের সাক্ষী এই হরিপদ সাহিত্য মন্দির। এই লাইব্রেরি নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। ‌

আরও পড়ুন : থালা হাতে খাবারের অপেক্ষায়, এ কী হাল অঙ্গন‌ওয়াড়ির শিশুদের!

আমাদের এখানে ভ্রাম্যমান লাইব্রেরির একটি ব্যবস্থা আগে ছিল কিন্তু বহুদিন হলো তা বন্ধ হয়ে গিয়েছে। আমরা পুনরায় কোন টোটো বা অটোকে লাইব্রেরিরূপ দিয়ে ভ্রাম্যমান আকারে পাঠকদের কাছে পৌঁছে দেব। এর ফলে অনেক বয়স্ক পাঠক সহ যারা লাইব্রেরিআসতে পারে না তাদের অনেকটাই উপকার হবে। ‌ এছাড়াও ইন্টারনেটের সুবিধা থাকবে এই সাহিত্য মন্দিরে। যাতে পাঠকেরা অনায়াসেই প্রযুক্তির সাহায্য নিয়ে নিজেদের কাজ করতে পারে।

আরও পড়ুন : দীর্ঘদিন ধরে বন্ধ পুরুলিয়ার শিকারা পয়েন্ট, কেন জানেন?

পুরুলিয়া জেলাতে সরকারি লাইব্রেরিথাকলেও বেসরকারি লাইব্রেরি একটি মাত্র রয়েছে। ‌ ই-বুকের এই যুগেও এই লাইব্রেরিতে বহু মানুষ আসেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কারণ শহরে এত ভালো কোন বেসরকারি লাইব্রেরিআর নেই বললেই চলে। জেলার ঐতিহ্যকে বজায় রেখেছে এই লাইব্রেরি। ‌

শর্মিষ্ঠা ব্যানার্জি