Potato Price Hike: চলছে কালোবাজারি! আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে অভিযান প্রশাসনের

দক্ষিণবঙ্গ: আলুর বাজার দর নিয়ন্ত্রণ আনতে হিমঘরে হিমঘরে অভিযান চালাল প্রশাসন। বুধবার সকাল থেকেই জামালপুর ব্লকের বিডিও এবং ওসির নেতৃত্বে ব্লকে থাকা ১৮টি হিমঘরে হানা দেন কর্তৃপক্ষ।  কত আলু কার কার নামে মজুত রয়েছে তার তালিকা হিমঘর কর্তৃপক্ষের কাছে নিয়েছে প্রশাসন। এদিন রায়নাতেও প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে।

হিমঘর মালিকরা বলছেন, আলুর দাম নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে আমাদের বাজারে আলুর জোগান বাড়াতে বলা হচ্ছে। কিন্তু এই আলু হিমঘর মালিকদের নয়। কৃষক ও বাসিন্দারা বন্ড কিনে আলু রেখেছেন। আলুর মালিক তারাই। তাই সেই আলু বাজারে জোগান দিতে পারে তারাই। এখানে হিমঘর মালিকদের বিশেষ কিছু করণীয় নেই।

আরও পড়ুন: এক লাফে ১০-১৩ টাকা প্রতি কেজি বেড়ে গেল আলুর দাম! ধর্মঘট উঠলেও মধ্যবিত্তের লাভ হল কি?

জেলা প্রশাসনের নির্দেশে বুধবার দুপুরে আলুর বাজার দর নিয়ন্ত্রণে রাখতে কাটোয়ার শহরের বিভিন্ন বাজার সহ আড়ত পরিদর্শন করলেন কাটোয়ার  মহকুমা শাসক। এদিনের নজরদারির অভিযানে কাটোয়ার প্রশাসনের নজরদারি দলে কৃষিদপ্তরের আধিকারিক, বিডিও  সহ  কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি ছিলেন।

কাটোয়ার  মহকুমা শাসক অর্চনা পান্ধারিনাথ ওয়াংখেড়ে কাটোয়ার বিভিন্ন  বাজারে আলুর খুচরো ব্যবসায়ী সহ আড়তদের সঙ্গে কথা বলেন। কাটোয়া বাজারে আলুর যথেষ্ট মজুত থাকলেও খুচরোর দামে কিছুটা বিভ্রান্তি আছে বলে প্রশাসনের নজরে এসেছে।

আরও পড়ুন: কর্ণাটকের পথে এবার বাংলাও! NEET নিয়ে কড়া প্রস্তাব পাশ, রাজ্যে পরীক্ষা ফেরানোর পক্ষে সওয়াল ব্রাত্যর

আগামী দিনে খুচরো আলু ন্যায্যদামে বিক্রির জন্য স্বনির্ভর গোষ্ঠীর সাহায্য নেওয়া হবে বলে মহকুমা শাসক জানান। প্রশাসনের তরফে বুধবার খুচরো ব্যবসাদার থেকে মজুতদারদের  জানিয়ে দেওয়া  হয় সাধারণ মানুষের কাছ থেকে  আলুর দাম অস্বাভাবিক নেওয়া যাবে না। কৃত্রিমভাবে বাজারে আলুর জোগানে টান দেখিয়ে কালোবাজারি করা যাবে না।

কাটোয়ার স্টেশন বাজার, হাজি নওয়াজ মার্কেট, বড় বাজার সহ সুফল বাংলার স্টল  পরিদর্শন করেন মহকুমা প্রশাসনের প্রতিনিধি দল। কাটোয়ার মহকুমা শাসক অর্চনা পান্ধারিনাথ ওয়াংখেড়ে বলেন, ‘‘বাজার পরিদর্শন করলাম আলুর জোগান এবং দাম আপাতত  ঠিকই আছে।  আমরা পরিকল্পনা নিয়েছি গ্রাম পঞ্চায়েত ও পুরসভা  এলাকায়  আলু  ন্যায্য দামে বিক্রির জন্য স্বনির্ভর গোষ্ঠীকে  নিয়োগ করব। আলুর কালোবাজারি রুখতে  কোল্ড স্টোরেজের মালিক, আড়তদার সহ আলুর খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সরকারি দামে আলু বিক্রি করার পরিকল্পনা করা হয়েছে।’’

যদিও  কাটোয়ার মহকুমা শাসক জানান, পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে  কাটোয়া বাজারে আলুর জোগান ও দাম ঠিকই আছে।