আলুর বীজ

Jalpaiguri News: সস্তায় মিলছে আলুর বীজ, কোথা থেকে কিনবেন? জানুন

জলপাইগুড়ি: আলুর বীজের কালোবাজারির খবর মাঝেমধ্যেই উঠে আসে এই রাজ্যে। জলপাইগুড়ি জেলাও বাদ নয়। চড়া দামে আলু বীজ কিনতে গিয়ে চাষীদের যেমন হিমশিম খেতে হয়, তেমনি অনেক অসাধু ব্যবসায়ীর জন্য নিম্নমানের আলু বীজ কিনে আলুতে পচন ধরে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে কৃষকদের। সেই সঙ্গে রোগ পোকার আক্রমণ তো রয়েছেই।

ঋণ নিয়ে আলু চাষ করে বিপাকে পড়তে হয় কৃষকদের। এসব থেকেই কৃষকদের চিন্তামুক্ত করতে এবার জলপাইগুড়ির কৃষি দফতর নতুন উদ্যোগ নিয়েছে বীজ সরবরাহ করার। কৃষকদের কম দামে বীজ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কৃষি দফতরের তরফে। কৃষি দফতরের কথায় তারা এবছর জলপাইগুড়ি সদর ছাড়াও ধুপগুড়ি, টাকিমারি সহ বিভিন্ন জায়গায় স্টল করে বঙ্গোশ্রী আলুর বীজ ন্যায্য মূল্যে দেবেন কৃষকদের।

আরও পড়ুন:রোজের ডায়েটে রাখুন সস্তার ‘এই’ ফল, পিরিয়ডের ব্যথা কমবে নিমেষে! গায়েব হবে ডায়াবেটিসও

যাতে ফলন ভাল হয়। কৃষি আধিকারিক মাহফুজ আহমেদ জানান, আর অপেক্ষা করে থাকতে হবে না পাঞ্জাব বা ভিন রাজ্যের আলুর বীজের উপরে। এই রাজ্যের বীজ দিয়েও ভালো ফলন মিলবে। যেখানে বাইরে আলুর বীজের প্রতি ৫০ কেজির দাম ৪০০০ টাকা থেকে ৪৫০০ টাকা সেখানে কৃষি দফতর বীজ বিক্রয় করবে সেখানে ১০০০-১৫০০ টাকার মধ্যে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুরজিৎ দে