বাজারে প্রশাসন 

East Bardhaman News: এবার সঠিক মূল্যে বিক্রি হবে আলু, বিক্রি করবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা 

পূর্ব বর্ধমান: আলুর দাম নিয়ন্ত্রণে আনতে ও কালোবাজারি বন্ধ করতে, পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গার পাশাপাশি বুধবার কাটোয়াতেও অভিযান চালানো হয়েছে৷ ওই অভিযানে মহকুমা শাসক ছাড়াও কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রী সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। কাটোয়া শহরের কাছারি রোড, নেতাজি পৌর মার্কেট সহ বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। আলু ব্যবসায়ীদের সঙ্গে আধিকারিকদের কথা বলতেও দেখা যায়৷ আলুর পাইকারি ও খুচরো বিক্রেতাদের পাশাপাশি বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গেও কথা বলেন আধিকারিকেরা৷

বুধবার খুচরো আলুর দাম কাটোয়া শহরে ছিল প্রতি কেজি ৪০ টাকা৷ কিন্তু কেন আলুর দাম বেশি সেই বিষয়েও প্রশাসনের আধিকারিকরা বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।তবে বুধবার কাটোয়া শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পর অভিনব উদ্যোগ নিল কাটোয়া মহকুমা প্রশাসন। পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা জুড়েই এবার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা আলুর স্টল খুলবেন। এবং সেখানে ন্যয্য মূল্যেই বিক্রি করা হবে আলু। এদিন বৃহস্পতিবার থেকেই প্রতিটি ব্লকের প্রতিটি পঞ্চায়েতেই এমন স্টল চালু করা হবে বলে জানা গিয়েছে। বুধবার কাটোয়া শহরের বিভিন্ন আলুর আড়ত ও হিমঘর গুলিতে অভিযান চালিয়ে এমনই সিদ্ধান্ত নিয়েছে কাটোয়া মহকুমা প্রশাসন ৷

আরও পড়ুন : জ্যান্ত সাপের পুজো করা হল বর্ধমানের এই গ্রামে, বিশেষত্ব জানলে চমকে যাবেন !

কাটোয়ার মহকুমা শাসক অর্চনা পনধরিনাথ ওয়াঙখেড়ে বলেন, কাটোয়ায় আলুর জোগান যথেষ্ট আছে। তাই এত দাম হওয়া উচিত নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি কাটোয়া শহরের মধ্যে সরকারি সুফল বাংলা স্টলে সুলভ মূল্যে আলু বিক্রি করা হবে৷ বুধবার দুপুরে কাটোয়া শহর এলাকায় অভিযানে নামে কাটোয়া মহকুমা প্রশাসন। তবে শুধু কাটোয়া নয়, বুধবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে অভিযান চলে গুসকরা, জামালপুর, কালনা, মেমারি সহ আরও বেশ কিছু জায়গায়। প্রসঙ্গত কয়েকদিন আগেও আলুর দাম বাজারে ৪৫ টাকার বেশি ছিল৷ তবে প্রশাসনের লাগাতার অভিযানের ফলে আলুর দাম কিছুটা হলেও কমেছে৷

আরও পড়ুন : মিচকে’র ভরসায় রাত হলেই নানান জায়গায় ছুটে যান সুরজিৎ! সিভিক ভলেন্টিয়ারের অবাক জীবন

বাজারে আসা ক্রেতাদের একাংশের মত, ১৪ থেকে ১৫ টাকা কেজি দরে আলু কিনে এক শ্রেণীর ব্যবসায়ীরা দ্বিগুন দামে বিক্রি করছে৷ সেকারণেই বাজারে আলুর দাম বেশি৷ আলুর দাম বৃদ্ধি পাওয়ার কারণে রীতিমত মধ্যবিত্তের পাত থেকে উধাও হতে বসেছে আলু।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

তবে যাতে এবার থেকে সঠিক দামে আলু বিক্রি হয় সেকারণেইস্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন স্টোর বা ব্যবসায়ীদের কাছ থেকে আলু কিনে স্টলে বিক্রি করবেন৷ এর ফলে মধ্যবিত্তের হাতের নাগালে থাকবে আলুর দাম ৷

বনোয়ারীলাল চৌধুরী