Potato strike: উঠল ধর্মঘট, বাজারে স্বাভাবিক হবে আলুর জোগান! কেজি প্রতি দাম কত, ঘোষণা মন্ত্রীর

রানা কর্মকার, হুগলি: রাজ্য সরকারের হস্তক্ষেপ এবং আশ্বাসে শেষ পর্যন্ত আলু ধর্মঘট প্রত্যাহার করে নিলে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি৷ এ দিন হুগলির হরিপালে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে সংগঠনের প্রতিনিধিদের বৈঠকের পরই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়৷ বৈঠকের শেষে মন্ত্রী জানিয়েছেন, আগামিকাল থেকেই রাজ্যের বিভিন্ন বাজারে আলুর সরবরাহ স্বাভাবিক হবে৷ খোলা বাজারে আলুর দাম কেজি প্রতি তিরিশ টাকার নীচে থাকবে বলেও দাবি করেছেন মন্ত্রী৷ এ দিনের বৈঠকে হিমঘর মালিকদের সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন৷

কয়েকদিন আগেই বাজারে শাক সবজির দাম নিয়ন্ত্রণ করতে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই বৈঠকে আলুর চড়া দাম নিয়েও সরব হন তিনি৷ মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, হিমঘরে ২৫ শতাংশ আলু রেখে বাকি আলু বাজারে ছাড়তে হবে৷ আগে রাজ্যবাসীর চাহিদা মিটিয়ে তার পরেই আলু ভিন রাজ্যে পাঠানো যাবে বলেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: ভরদুপুরে মালদহে দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতি! লুঠ ৪ লক্ষ, ক্যাশিয়ারকে গুলি

মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই হিমঘর থেকে আলু বের করে চাপ দিতে শুরু করে প্রশাসন৷ আবার ভিন রাজ্যের আলু যাওয়া আটকাতে সীমান্তবর্তী এলাকাগুলিতে শুরু হয় কড়াকড়ি৷ প্রশাসনের এই কড়া পদক্ষেপের প্রতিবাদেই ধর্মঘট ডাকে পাইকারি আলু ব্যবসায়ীদের সংগঠন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি৷ মূলত এই সংগঠনের সদস্যরাই হিমঘরে থাকা আলু কিনে ঝাড়াই বাছাই করার পর বস্তাবন্দি করে তা খুচরো বাজারে পাঠান৷ ফলে আলুর যোগান কার্যত বন্ধ হয়ে খোলা বাজারে আলুর দাম আরও বাড়তে শুরু করেছিল৷

এ দিন বৈঠক শেষে মন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে আলু ব্যবসায়ীদের আলোচনার রাস্তা খোলা রয়েছে৷ হিমঘর থেকে ২৬ টাকা কিলো দরে পাইকারি ব্যবসায়ীরা আলু কিনবেন৷ খুচরো বাজারে আলুর দাম কেজি প্রতি তিরিশ টাকার নীচেই থাকবে বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী৷ তবে কৃত্রিম ভাবে কেউ আলুর দাম বৃদ্ধির চেষ্টা করলে সরকার ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বেচারাম মান্না৷