কোচবিহার: জেলা কোচবিহারের দুর্গা পুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে। ষষ্ঠী থেকেই জেলার বিভিন্ন পুজো মণ্ডপ গুলিতে প্রস্তুতি শুরু হয়েছে। পুজোয় প্রচুর পরিমাণে মাটির হাঁড়ি কলসির প্রয়োজন পড়ে। তাই সেগুলি বানাতে এক প্রকার রাত জেগে কাজ করতে হচ্ছে শিল্পীদের।
মৃৎশিল্পী সুভাষ পাল জানান, একটা সময় ছিল যখন এই সমস্ত জিনিসের প্রচণ্ড চাহিদা থাকত সারা বছর। আর বর্তমান সময়ে এই জিনিসগুলির প্রয়োজন পড়ে শুধুমাত্র পুজোর সময় এলে। তাই সারা বছর অন্য কাজের সঙ্গে যুক্ত থাকলেও বছরের এই বিশেষ সময়ে মাটির হাঁড়ি কলসি নির্মাণের কাজে যুক্ত হয়ে পড়েন তাঁরা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জিনিসগুলি বানাতে হচ্ছে মহালয়ার পর থেকে। তবে আবহাওয়ার পরিস্থিতি কিছুটা খারাপ থাকার কারণে মাটির জিনিস শুকোতে সময় লাগছে অনেকটাই। তাই কিছুটা হলেও চাপের মুখে পড়তে হয়েছে তাঁদেরকে।
আরও পড়ুন: হঠাৎ কানফাটানো বিকট শব্দ, মুহূর্তে শেষ ৭ জনের জীবন! পুজোর মধ্যেই বীরভূমে ঘটল ভয়ঙ্কর ঘটনা
এক প্রবীণ মৃৎশিল্পী উপেন পাল জানান, বাপ দাদাদের আমল থেকে তিনি এই কাজ করে আসছেন। একটা সময় বিভিন্ন জিনিসেই ব্যবহার করা হত মাটির জিনিস। এখন আর তা চোখে পড়ে না। স্টিল কিংবা অন্যান্য জিনিসের বাসন দখল করেছে সেই জায়গা। তাই শুধুমাত্র পুজো এলেই বর্তমান সময়ে এই জিনিস গুলির প্রয়োজন পরে সাধারণ মানুষের। আর সেই আশায় বুক বেঁধে আজও পুজোর সময় এই কাজ করে থাকেন তিনি।