বাংলার ভোট নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের৷

Prashant Kishor prediction for West Bengal: ‘বাংলায় এক নম্বর দল হবে বিজেপি!’ ভোটের আগেই বিরাট ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

কলকাতা: গত বিধানসভা নির্বাচনের আগে তিনিই দাবি করেছিলেন, বাংলায় বিজেপি তিন অঙ্কে পৌঁছবে না৷ নিজের সেই ভবিষ্যদ্বাণী মিলিয়েও দিয়েছিলেন ভোটগুরু প্রশান্ত কিশোর৷ সেই সময় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবেই পরিচিত ছিলেন প্রশান্ত৷ এবার লোকসভা নির্বাচনের আগে অবশ্য সেই প্রশান্ত কিশোরই যা দাবি করলেন, তাতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের রক্তচাপ বাড়তে বাধ্য৷ সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে পিকে দাবি করলেন, আগামী লোকসভা নির্বাচনে আসন সংখ্যার নিরিখে বাংলায় এক নম্বর দল হতে চলেছে বিজেপি৷

শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতেই বিজেপি চমকে দেওয়ার মতো ফল করবে বলে দাবি করেছেন প্রশান্ত কিশোর৷ বলার অপেক্ষা রাখে না, বিজেপি নেতৃত্ব দীর্ঘদিন ধরেই দেশের এই দুই প্রান্তে নিজেদের শক্তিবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে৷ ফলে লোকসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের এই পূর্বাভাস গেরুয়া শিবিরকে যথেষ্টই শক্তি জোগাবে৷

আরও পড়ুন: ‘চার হাজার সাংসদ হবে এনডিএ-র!’ বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস নীতীশ, মঞ্চে হতবাক মোদি

পশ্চিমবঙ্গ সহ গোটা পূর্ব ভারতে বিজেপির সম্ভাব্য ফল নিয়ে প্রশান্ত কিশোর বলেন, ‘ওড়িশায় বিজেপি নিশ্চিত ভাবে এক নম্বর দল হতে চলেছে৷ অনেকেই শুনে অবাক হতে পারেন, কিন্ত আমার মতে লোকসভা নির্বাচনে বাংলাতেও বিজেপি সম্ভবত এক নম্বর দল হিসেবেই উঠে আসবে৷ বিহারে বিজেপি মাত্র ১৭টি আসনে লড়ছে, কিন্তু সেই অনুপাতে আসন প্রাপ্তির নিরিখে বিহারেও বিজেপি এক নম্বর দলই হতে চলেছে৷’

শুধু পূর্ব ভারত নয়, দক্ষিণ ভারতেও বিজেপির ফলাফল নিয়ে দারুণ আশাবাদী প্রশান্ত কিশোর৷ পিকে বলেন, ‘তামিলনাড়ুর মতো রাজ্যে বিজেপি ভোটের হার উল্লেখযোগ্য ভাবে বাড়বে৷ আমি আসন সংখ্যার কথা নির্দিষ্ট করে বলতে পারব না৷ তবে তামিলনাড়ুতে বিজেপির আসন সংখ্যা দুই অঙ্কে পৌঁছবেই৷ তেলঙ্গানাতেও বিজেপি এক না হলে দু নম্বর দল হিসেবে উঠে আসবে৷ যা খুবই বড় বিষয় হতে চলেছে৷’

তবে পূর্ব এবং দক্ষিণ ভারতে বিজেপির দুর্দান্ত ফলের ভবিষ্যদ্বাণী করলেও লোকসভায় বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা ৩৭০ ছাড়াবে না বলেই দাবি করেছেন প্রশান্ত কিশোর৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপি নেতারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন লোকসভা নির্বাচনে ৩৭০-এর বেশি আসনে জয়ী হবে বিজেপি৷

একই সঙ্গে পিকে দাবি করেছেন, হিন্দি বলয় এবং পশ্চিম ভারতেও নিজেদের দুর্গ অটুট রাখবে বিজেপি৷ ওই অঞ্চলগুলিতে যদি কংগ্রেস ১০০-র বেশি আসন জয়ে সক্ষম হয়, তাহলেই বিরোধী পক্ষ বিজেপিকে কিছুটা চাপে ফেলতে সক্ষম হবে বলে মত পিকে-র৷ যদিও সেই সম্ভাবনা কার্যত নেই বলেও জানিয়ে দিয়েছেন তিনি৷ একই সঙ্গে প্রশান্ত কিশোরের পূর্বাভাস, অন্ধ্রপ্রদেশে এবার আর ক্ষমতায় ফিরতে পারবেন না জগন্মোহন রেড্ডি৷ প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের সঙ্গেই এবার অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনও হচ্ছে৷