কমিশনে তৃণমূল

TMC-Election Commission: ফের কমিশনের দরজায় তৃণমূল! ভূপতিনগর কাণ্ডের পর আজ রাজধানীতে তৃণমূল প্রতিনিধি দল

কলকাতা: কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা। ভূপতিনগর কাণ্ডের পরে ফের কমিশনে তৃণমূল। আজ বিকেলে দিল্লিতে কমিশনের সদর দফতরে তারা দেখা করতে চায়। এই বিষয়ে সময় চাওয়া হয়েছে। আজ সকালেই কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। দলের সদস্য ডেরেক ও ব্রায়ান চিঠি দিয়ে সময় চেয়েছেন কমিশনের।

এর আগে গত সোমবার নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। সেদিন তৃণমূলের দাবি ছিল ভোটের ফলাফল ঘোষণার সময় পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বন্ধ রাখতে হবে এবং বিরোধী দলগুলির জন্য লড়াইয়ের ময়দান সমান রাখতে হবে। পাশাপাশি কমিশনকে নিরপেক্ষ হলেই চলবে না, তারা যে নিরপেক্ষভাবে কাজ করছে, তা সাধারণের বোধগম্য করতে হবে বলে দাবি করেছিল তৃণমূল।

আরও পড়ুন: ধেয়ে আসছে ভারী বৃষ্টি…, জোরালো দমকা হাওয়া…! ৭ রাজ্য কাঁপবে! কী হবে বাংলায়? বিশাল ‘খবর’ দিল আইএমডি

বিজেপি নেতা কেন্দ্রীয় এজেন্সির শীর্ষ আধিকারিকের সঙ্গে দেখা করেছেন এমন অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। এছাড়া নয়া ডিজি নিয়োগ হয়েছে NIA র তা নিয়ে সরব হবে তৃণমূল কংগ্রেস।