প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী মিলবে?

Prashant Kishor prediction: পাঁচ দফার ভোট শেষ, কত আসন পাবে বিজেপি? ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

নয়াদিল্লি: নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি যে ক্ষমতায় ফিরছে, এর আগেই তা দাবি করেছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর৷ এবার তিনি নির্দিষ্ট ভাবে জানিয়ে দিলেন, বিজেপি একক ভাবে কত আসনে জয়ী হতে পারে৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপি নেতারা দাবি করছেন, লোকসভা নির্বাচনে এনডিএ জোট ৪০০ আসনের বেশি দখল করবে৷ বিজেপি একক ভাবে অন্তত ৩৭০ আসনে জয়ী হবে বলেও দাবি করছেন তারা৷

প্রশান্ত কিশোর অবশ্য এনডিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, বিজেপির ক্ষমতায় ফেরা নিয়ে তাঁর মনে অন্তত কোনও সংশয় নেই৷ কারণ নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে জনমানসে বড়সড় কোনও ক্ষোভ জমে আছে, এমনটা তিনি মনে করেন না৷ পাশাপাশি, কেন্দ্রীয় সরকারকে বদলে ফেলতে হবে, এমন কিছু সাধারণ মানুষ ভাবছেন না বলেই মত প্রশান্ত কিশোরের৷

আরও পড়ুন: আজ সন্ধে থেকেই বৃষ্টি শুরু কলকাতায়, চলবে কতদিন? বিপদ এড়াতে সতর্কবার্তাও দিল হাওয়া অফিস

এই যুক্তি দিয়েই তিনি বলেছেন, যদি ৩৭০-এর বদলে বিজেপি ২৭৫ আসন পায়, তাহলে তো নিশ্চয়ই তাদের নেতারা বলবেন না যে তারা সরকার গঠন করবেন না৷ ফলে, ‘বিজেপি ২৭২-এর ম্যাজিক ফিগার পার করছে কি না, সেটা দেখা প্রয়োজন৷ রাজনীতি এবং কথার যুদ্ধ চলতেই থাকবে৷ কিন্তু এনডিএ ক্ষমতায় ফিরবে না, এমন কোনও সম্ভাবনা আমি অন্তত দেখছি না৷’

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একক ভাবে ৩০৩টি আসন দখল করেছিল৷ প্রশান্ত কিশোর বলছেন, গত লোকসভা নির্বাচনে বিজেপি যে সংখ্যক আসন পেয়েছিল, এবারও একই রকম অথবা তার থেকে সামান্য বেশি আসন পেতে পারে৷”

তবে প্রশান্ত কিশোরের এই ভবিষ্যদ্বাণীর সঙ্গে স্বভাবতই বিরোধী শিবিরের নেতাদের মতামত মিলছে না৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিটি জনসভা থেকেই দাবি করছেন, বিজেপি ক্ষমতায় ফিরছে না৷ দুশো আসন দখল করতেই বিজেপি বেগ পাবে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ আবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল বলেছেন, এক একটি দফার নির্বাচন শেষ হচ্ছে আর এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি ক্ষমতায় ফিরছে না, আগামী ৪ জুন ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসছে৷