New Business Idea: সামান্য টাকা দিয়ে এই ব্যবসা শুরু করে ভাল টাকা রোজগার! না জানলে এখনই জেনে নিন

ঝাড়ু তৈরি করে স্বনির্ভর হচ্ছেন কালচিনির সাতালি এলাকার মহিলারা।সুপরির মরসুম শেষে এই কাজটিকেই বেছে নেন এলাকার মহিলারা।
ঝাড়ু তৈরি করে স্বনির্ভর হচ্ছেন কালচিনির সাতালি এলাকার মহিলারা।সুপরির মরসুম শেষে এই কাজটিকেই বেছে নেন এলাকার মহিলারা।
কোনও প্রশিক্ষন নয়, বরং বংশ পরম্পরায় মা, দিদিমাদের ঝাড়ু বানাতে দেখে তারাও শিখে গিয়েছেন এই কাজ। বর্তমানে পরবর্তী প্রজন্ম কে ঝাড়ু তৈরির কাজ শেখাতে চান এই মহিলারা।
কোনও প্রশিক্ষন নয়, বরং বংশ পরম্পরায় মা, দিদিমাদের ঝাড়ু বানাতে দেখে তারাও শিখে গিয়েছেন এই কাজ। বর্তমানে পরবর্তী প্রজন্ম কে ঝাড়ু তৈরির কাজ শেখাতে চান এই মহিলারা।
আলিপুরদুয়ার জেলা সুপরি চাষের জন্য নামকরা। জেলার কালচিনি ফালাকাটা সহ বিভিন্ন এলাকায় হয়ে থাকে সুপরি গাছের চাষ। সুপুরি ফল পাকলেই তা বাজারজাত করে সারা বছরের আয় করে থাকেন বিক্রেতারা। সুপুরি গাছের যেই ডাল গুলি শুকিয়ে যায় সেগুলি সংগ্রহ করে, ঝাড়ু তৈরি হয় বলে জানা যায়।
আলিপুরদুয়ার জেলা সুপরি চাষের জন্য নামকরা। জেলার কালচিনি ফালাকাটা সহ বিভিন্ন এলাকায় হয়ে থাকে সুপরি গাছের চাষ। সুপুরি ফল পাকলেই তা বাজারজাত করে সারা বছরের আয় করে থাকেন বিক্রেতারা। সুপুরি গাছের যেই ডাল গুলি শুকিয়ে যায় সেগুলি সংগ্রহ করে, ঝাড়ু তৈরি হয় বলে জানা যায়।
মানধার মুন্ডা নামের এক মহিলা জানান, "সুপরি ফল পেরে নেওয়ার পর গাছের শুকিয়ে যাওয়া ডালপালা সেখানেই ফেলে রাখা হয়। সেগুলিকে রোদে আরও শুকিয়ে ঝাড়ুর কাঠি বের করে তৈরি করে থাকি ঝাড়ু। এই ব্যবসা আমরা বহু বছর ধরে করছি।"
মানধার মুন্ডা নামের এক মহিলা জানান, “সুপরি ফল পেরে নেওয়ার পর গাছের শুকিয়ে যাওয়া ডালপালা সেখানেই ফেলে রাখা হয়। সেগুলিকে রোদে আরও শুকিয়ে ঝাড়ুর কাঠি বের করে তৈরি করে থাকি ঝাড়ু। এই ব্যবসা আমরা বহু বছর ধরে করছি।”
জানা যায় সুপরি গাছের শুকনো ডালপালাকে আরো ১৫ দিনের মত শুকিয়ে নিলে তার থেকে বেরিয়ে আসে ঝাড়ুর কাঠি। ঝাড়ু তৈরি করে আরও সাতদিন রেখে তা বাজারে বিক্রি করা হয়। কখনও ১০ আবার কখনও ২০ টাকায় তা বিক্রি করা হয়।
জানা যায় সুপরি গাছের শুকনো ডালপালাকে আরো ১৫ দিনের মত শুকিয়ে নিলে তার থেকে বেরিয়ে আসে ঝাড়ুর কাঠি। ঝাড়ু তৈরি করে আরও সাতদিন রেখে তা বাজারে বিক্রি করা হয়। কখনও ১০ আবার কখনও ২০ টাকায় তা বিক্রি করা হয়।