ফল হাতে ফল বিক্রেতা

Fruit Market: বাজারে তুমুল চাহিদা! হু হু করে বাড়ছে দাম, বিক্রেতাদের মুখে হাসি ক্রেতার পকেটে টান

কোচবিহার: ইতিমধ্যেই শুরু হয়েছে বাঙালির মনসা পুজো। আর মনসা পুজো উপলক্ষ্যে বাজারে বেড়েছে বেশকিছু ফলের চাহিদা। তবে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে দাম। এই দামে ফল কিনতে গিয়ে চাপের মুখের পড়তে হচ্ছে বেশিরভাগ ক্রেতাদের। তবে বিশেষ বিশেষ পুজোয় কিছু ফল অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়।

তাই সেই ফল গুলির দাম সেই সময়ের জন্য অনেকটাই বেড়ে ওঠে। এমনটাই হয়েছে এবারের মনসা পুজো উপলক্ষ্যে। বাজারে মহার্ঘ্য হয়ে উঠেছে কলা। যদিও কলার যোগান রয়েছে অনেকটাই। তবুও দাম কিন্তু কমছে না কলার।

আরও পড়ুন: এক কামড়েই মৃত‍্যু! ঘরের ভেতরেই ঘাপটি মেরে ওটা কী! যা ঘটল, আতঙ্কে শিউরে উঠছে গ্রামবাসী

কোচবিহারের ভবানীগঞ্জ এলাকার এক ফল বিক্রেতা প্রদীপ রায় জানান, “তাই স্বাভাবিক ভাবেই পুজো উপলক্ষ্যে এই দুই উপকরণের দাম বেড়েছে কিছুটা। তবে আকাশ ছোঁয়া হয়নি। কিন্তু, দাম বাড়লে ক্রেতাদের পকেটে একটু চাপ পড়বে এটাই স্বাভাবিক। এদিন চারটে কলা বিক্রি হতে দেখা যাচ্ছিল ২০ টাকা থেকে ২৫ টাকা দাম পর্যন্ত। তবে সারাবছর এর চাইতে কম দামেই বিক্রি হয় কলা। তবে কলার বিক্রি বেশি থাকায় বিক্রেতারা বেশি করে কলা মজুত করে রেখেছেন।”

বাজারের আরেক ফল বিক্রেতা ভরত সরকার জানান, মনসা পুজো উপলক্ষ্যে প্রচুর কলা মজুত করেছিলেন তিনি। সেই কলার বেশিরভাগটাই বিক্রি হয়ে গেছে। এই সামান্য কিছু কলা পড়ে রয়েছে। তাও বিক্রি হয়ে যাবে।

আরও পড়ুন: সিজিও কমপ্লেক্সে চিকিত্‍সক তরুণীর দুই বন্ধু! এলেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার, আরজি করে এখন কী পরিস্থিতি?

বাজারের ফলের দোকানে আসা এক ক্রেতা স্বরূপ কুন্ডু জানান, “এই দাম বৃদ্ধির বিষয়টি প্রতিবছর লক্ষ্য করা যায়। তবে এই আচমকাই দাম বেড়ে ওঠার কারণে অনেকটাই সমস্যা হয় সাধারণ মানুষের। ক্রেতাদের পকেটে চাপ পড়ে। তবুও পুজোর জন্য প্রয়োজনীয় এই কলা কিনতে ভিড় রয়েছে বাজারে। অনেকেই আগে কেনেননি। এখন শেষ মুহূর্তে এসে তাঁরা বাজারে ভিড় করছেন।”

বাজারে বর্তমানে বেশ অনেকটাই চাহিদা রয়েছে এই বিশেষ ফলের। দাম বৃদ্ধি পাওয়ার পরেও বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। তাইতো ফল বিক্রেতারা এই ফলকে নিয়ে রীতিমত খুশি। তাঁদের ভাল মুনাফা হওয়ার কারণে তাঁদের মুখে হাসি ফুটেছে। যদিও এই খুশি ক্রেতারা পাচ্ছেন না এটুকু একেবারেই স্পষ্ট।

Sarthak Pandit