চাকরিপ্রার্থীরা দেখা করছেন চেয়ারম্যানের সঙ্গে 

South 24 Parganas News: ১৫টা বছর ধরে চাকরির জন্য অপেক্ষা.. অবশেষে হবে শেষ! দক্ষিণ ২৪ পরগনায় চাকরি পাবেন ৩৬৪ জন চাকরিপ্রার্থী

দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে চাকরি পাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার ৩৬৪ জন চাকরিপ্রার্থী। ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১,৮৩৪ জনের মধ্যে ১,৫০৬ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও ৩২৮ জনের তালিকা প্রকাশ করা হয়নি।

পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ ও নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই ডায়মন্ড হারবারে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের দাবি ছিল, ৩২৮ জনের সঙ্গে অতিরিক্ত পাঁচ শতাংশ ও নন জয়েনিং মিলিয়ে ১০৪২ জনের নিয়োগের কথা ঘোষণা হলে তবেই অবস্থান বিক্ষোভ ও অনশন তোলা হবে।

আরও পড়ুন: ‘হুইলচেয়ারে করে এসেছিলেন ভোট দিতে…,’ আর হবেন না সাংসদ..মনমোহনের ভূয়সী প্রশংসায় মোদি

এ নিয়ে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন একমাত্র তিনি পারেন চাকরি দিতে। কারণ, তিনি চাকরি দিতে ইচ্ছুক। কিন্তু আইনি জটিলতার ও কিছু প্রতিবন্ধকতা যতটা সম্ভব তাড়াতাড়ি কাটিয়ে উঠে তিনি যে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে আগ্রহী তার ব্যতিক্রম ঘটেনি। দীর্ঘদিন আগে আন্দোলনকারীরা আদালতে আবেদন করেছিলেন যে, ১৮৩৪ জনের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করতে হবে। সেইসঙ্গে, ৫ শতাংশ অ্যাডিশনাল প্যানেল প্রকাশ করতে হবে। যদিও মহামান্য আদালত থেকে সেই রায় এখনো আমরা পায়নি।’’

আরও পড়ুন: লাগাতার ধর্ষণ..মারধর! গরম ডাল ঢেলে পুড়িয়ে দেওয়া হল শরীর..দিল্লিতে নারকীয় নির্যাতনের শিকার দার্জিলিঙের তরুণী

তারপরে ফের তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী চান যারা বেকার যুবক-যুবতী আছেন যারা যোগ্য যারা মেধা তালিকায় আসবেন তাদের চাকরি হোক। এদিনের এই তালিকা প্রকাশের পর সেটা পরিষ্কার হয়ে গেল। পূর্ণাঙ্গ তালিকা টাঙিয়ে দেওয়া হবে। এখানে লুকোচুরির কোন জায়গা নেই। এটা দেখে সকলেই বুঝে নিতে পারবে প্যানেল একেবারে স্বচ্ছ তৈরি হয়েছে।’’এই খবর, পাওয়ার পর খুশির জোয়ার বইছে ডায়মন্ডহারবারে।

নবাব মল্লিক