বড় নির্দেশ হাইকোর্টের

Primary Tet: প্রাইমারি টেট নিয়ে এবার বিরাট নির্দেশ হাইকোর্টের! ফের প্রবল অস্বস্তিতে রাজ্য

কলকাতা: কলকাতা হাইকোর্টে এবার অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট ১৪-র পরের দুটি টেটে ৪৭ প্রশ্ন ভুলে বিশেষ কমিটি। ২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় তিন সদস্যের বিশেষ কমিটি গড়ল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞদের নিয়ে এই কমিটি গড়তে হবে। এই বিশেষ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন খতিয়ে দেখবে। নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। ১৪ দিনের মধ্যে এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: সর্বনাশ! সন্দীপের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে! ভয়ঙ্কর ঘটনা ২২-২৩ সালে

২০১৭ এবং ২০২২ সালে প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় ২০১৭ সালের টেটে ২৩টি প্রশ্ন ভুলের অভিযোগ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বিশেষ কমিটি গড়ে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থার। একইভাবে ২০২২ সালের টেটে ২৪টি প্রশ্ন ভুলের মামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দেন বিচারপতি। দুটি নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ।

বোর্ডের নেওয়া প্রথম টেট, প্রাথমিক টেট ২০১৪ মোট ৬ প্রশ্ন ভুল আগেই সুপ্রিম কোর্টে মান্যতা পেয়েছে। শুক্রবার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।