ফের ব্যর্থ পৃথ্বী শ, টুইটারে ট্রোলের বন্যা, ৬২ রানের লিডে দিন শেষ ভারতের

ভারত ২৪৪ ও ৯/১

অস্ট্রেলিয়া ১৯১

৬২ রানের লিড ভারতের

#অ্যাডিলেড: একদিনের ব্যবধানেও ভাগ্য বদলাল না পৃথ্বী শ’র৷ ফের ব্যর্থ হলেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার ৷ অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে দ্বিতীয় বলে ডাক হয়ে ফিরেছিলেন তিনি৷ এবার যদিও মিনিট ১৫ ক্রিজে থাকলেন, দ্বিতীয় ইনিংসে করলেন মাত্র চারটি রান৷ প্যাট কামিন্সের বল বুঝতেই পারলেন মুম্বইয়ের ক্রিকেটার৷ বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের আগুনে বল তাঁর মিডল স্টাম্প ছিটকে দিল৷ পরপর দুই ইনিংসেই পৃথ্বী ক্লিন বোল্ড হলেন৷

শুক্রবার ৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামা ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন ময়াঙ্ক আগরওয়াল ও পৃথ্বী৷ আশা ছিল পৃথ্বী দ্বিতীয় ইনিংসে হয়তো আশাহত করবেন না৷ কিন্তু তাঁর হতশ্রী পারফরম্যান্স অব্যাহত রইল৷ পৃথ্বী ফিরতে নাইট ওয়াচম্যান হিসাবে জসপ্রীত বুমরাহকে নামায় টিম ম্যানেজমেন্ট৷ দ্বিতীয় দিনের শেষে ভারতের ৬২ রানের লিড৷ পাঁচ রানে অপরাজিত আছেন ময়াঙ্ক৷ বুমরাহ কোনও রান যোগ করতে পারেননি৷

পৃথ্বীকে নিয়ে এদিনও টুইটারে ট্রোলের বন্যা বয়ে গেল৷ শুভমান গিলকে বসিয়ে পৃথ্বীকে খেলানোর সিদ্ধান্তে অনেকেই প্রশ্ন তুলেছিল দলের ওপর৷ এমনকী সুনীল গাভাস্করও বলেছিলেন ময়াঙ্কের সঙ্গে পৃথ্বীরই ওপেন করা উচিত৷ কারণ কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটসম্যান রয়েছেন দুরন্ত ফর্মে৷

শ কিন্তু শেষ কয়েক মাস ধরেই একদম টাচের মধ্যে নেই৷ আইপিএলেও তাঁর ব্যাটে ধারাবাহিকতা দেখা যায়নি৷ এমনকী দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ থেকেও বাদ পড়তে হয়েছিল তাঁকে৷ ১৩ ম্যাচ ২২৮ রান করেন ওই টুর্নামেন্টে৷ অ্যাডিলেড টেস্টের আগে প্রস্তুতি ম্যাচগুলোতেও তাঁর পারফরম্যান্স ছিল তথৈবচ৷ ০,১৯, ৪০ এবং ৩ ছিল তাঁর স্কোর৷ আগামী টেস্টে পৃথ্বীর সুযোগ পাওয়া নিয়ে এখনই বড় প্রশ্ন উঠে গেল৷ শুধু ব্যাট হাতেই নয়, পৃথ্বী এদিন ফাইন লেগে মার্নাস লাবুশানের একটি সিটারও তালুবন্দি করতে পারেননি৷

প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের খামতি পুষিয়ে দিলেন ভারতীয় বোলাররা৷ অ্যাডিলেড ওভালে মাত্র ১৯১ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস৷ এদিন বল হাতে জ্বলে উঠলেন রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও জসপ্রীত বুমরাহরা৷ অশ্বিন পেলেন চার উইকেট, যাদবের ঝুলিতে এল তিনটি ও বুমরা নিলেন দু’টি৷ মহম্মদ শামি ভাল বল করলেন ঠিকই, কিন্তু উইকেটের মুখ তিনি দেখলেন না৷