লজ্জা ! অ্যাডিলেডে ৩৬ রানে শেষ কোহলিরা, টেস্টে সর্বনিম্ন স্কোর ভারতের

#অ্যাডিলেড:  অ্যাডিলেডে টেস্টের তৃতীয় দিনে এ কী ঘটল ! ভারতের দ্বিতীয় ইনিংস শেষ মাত্র ৩৬ রানেই ৷ ব্যাট করার সময়ে হাতে চোট পাওয়ায় আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি মহম্মদ শামি ৷ ৯ উইকেটে ৩৬ রানেই ভারতের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করতে হয় কোহলিকে ৷ অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ঐতিহাসিক গোলাপি বলের টেস্টে একরাশ লজ্জাই সঙ্গী কোহলি ব্রিগেডের ৷ টেস্টের ইতিহাসে সর্বনিম্ন স্কোর এটি ভারতের ৷

এর আগে ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে অল আউট হওয়াই ছিল টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর ৷ কামিন্স, হ্যাজলউডের আগুনে বোলিংয়ে ছারখার টিম ইন্ডিয়া ৷ দলের একজন ক্রিকেটারও দ্বিতীয় ইনিংসে দুই অঙ্কের রান পাননি ৷ ৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪, ১ – এটাই ভারতীয় ব্যাটসম্যানদের প্রত্যেকের রান ৷ সর্বোচ্চ রান ময়াঙ্ক আগরওয়াল (৯)-এর ৷

গতকাল, শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের রান ছিল, ৬ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৯ রান ৷ এদিন ওই রানের সঙ্গে আর মাত্র ২৭ রানই যোগ করতে পারে ভারত ৷ একসময়ে মাত্র ১৯ রানেই ৬ উইকেট পড়ে যায় ভারতের ৷ প্যাট কামিন্স ২১ রান দিয়ে ৪ উইকেট নেন ৷ হ্যাজলউড আরও নির্মম ৷ মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে একাই ভারতীয় ব্যাটিংকে ধ্বংস করেন তিনি ৷ অধিনায়ক কোহলি (৪)-কে প্যাভিলিয়ানে ফেরান কামিন্স ৷