পুলিশ কনস্টেবলের মোটরসাইকেলে ধাক্কা মারে এই বাসটি (ডানদিকে)৷

Accident: অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে আসছিলেন, হাওড়ায় কনস্টেবলকে পিষে দিল বেপরোয়া বাস!

হাওড়া: স্ত্রী গুরুতর অসুস্থ৷ ডিউটি শেষ করে তাঁকে দেখতেই কলকাতার হাসপাতালে আসছিলেন ট্রাফিক কনস্টেবল৷ মোটরসাইকেলে কলকাতায় আসার পথে হাওড়ার সিটি পুলিশের ওই কনস্টেবলকে পিষে দিল বেপরোয়া বাস৷ গত সোমবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে কোনা এক্সপ্রেসওয়ের উপরে সাঁতরাগাছিতে৷

পুলিশ সূত্রে খবর, নিহত ওই পুলিশ কনস্টেবলের নাম বিমল মণ্ডল৷ বিমলবাবুর স্ত্রী দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছেন৷ তাঁদের এগারো বছরের একটি কন্যাসন্তানও রয়েছে৷

আরও পড়ুন: দৃষ্টিশক্তি ফিরবে কি না সংশয়, নবান্ন অভিযানে আহত সার্জেন্টের বাঁ চোখের কী অবস্থা?

কোনা এক্সপ্রেসওয়ের উপরে সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে এই দুর্ঘটনা ঘটে৷ গোটা ঘটনাই সিসিটিভি-তে ধরা পড়েছে৷ সিসিটিভি ভিডিও-তে দেখা গিয়েছে, রাস্তার বাঁ দিকে একপাশ দিয়েই আসছিলেন বিমলবাবু৷ আচমকাই দ্রুতগতির একটি বেসরকারি বাস পিছন থেকে এসে বিমলবাবুর মোটরসাইকেলে ধাক্কা মারে৷ যার জেরে রাস্তায় ছিটকে পড়েন ওই পুলিশ কনস্টেবল৷

সিসিটিভি-র এই ফুটেজ দেখেই ঘাতক বাসটিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ৷ তবে সিসিটিভি ফুটেজে অমানবিক ছবিও ধরা পড়েছে৷ যখন এই দুর্ঘটনা ঘটে, তখন ওই রাস্তা দিয়েই বহু গাড়ি, মোটরসাইকেল আসছিল৷ কিন্তু ওই কনস্টেবলকে রাস্তার উপর ছিটকে পড়তে দেখলেও থামেননি কেউ৷ বরং রাস্তায় পড়ে থাকা কনস্টেবলকে পাশ কাটিয়ে চলে যেতে দেখা যায় অন্যান্য যানবাহনকে৷ পরে পুলিশ গিয়ে ওই কনস্টেবলের দেহ উদ্ধার করে৷