নারকেল গাছ তুলে দিচ্ছেন বিডিও

South 24 Parganas News: পুষ্টির চাহিদা মেটাতে থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশুদের পুজোর উপহার 

রায়দিঘি: পুষ্টির চাহিদা মেটাতে থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশুদের জন্য পুজোর উপহার নিয়ে হাজির ‘আমরা রক্তযোদ্ধা’। পুষ্টিকর খাবার দেওয়ার সঙ্গে তাদের দেওয়া হয়েছে নারকেল গাছের চারা। থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানো খুবই জরুরি। নারকেল গাছ বড় হলে কিছুটা প্রতিমাসে নারকেল খেতে পারবে বলে মনে করছেন উদ্যোক্তারা। এখন পুজোর সময় চারিদিকে খুশির আমেজ। কিন্তু এরই মধ্যে মুখ ভার ছিল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পরিবারের।

আরও পড়ুন:  ভাবনাতীত! ‘এক টাকার পাঠশালা’! গড়ে উঠছে ৪০ খুদের ভবিষ্যৎ

একে সুন্দরবনে প্রকৃতি আর অভাবের সঙ্গে নিত্য লড়াই, তার উপর ঘরে বাসা বেঁধেছে থ্যালাসেমিয়ার মতো মারাত্মক রোগ। কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যায় তাঁদের। এদের জন্যই রায়দিঘিতে ২০২০ সালে বেশ কিছু যুবক একত্রিত হয়ে খুলেছিল ‘আমরা রক্তযোদ্ধা’ নামের একটি গ্রুপ। সেই গ্রুপের সদস্যরা এবার পুজোর আগে থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেয়। রায়দিঘি হাসপাতাল চত্বরে বিএমওএইচ ডা: বিনীত রঞ্জন, বিডিও নাজির হোসেন ও একাধিক ব্যক্তির উপস্থিতিতে এবছর থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয় সঙ্গে উপহার হিসাবে দেওয়া হয় নারকেল গাছ। যার ফলে খুশি সকলেই।

নবাব মল্লিক