দক্ষিণবঙ্গ প্রহর গুনছে নৈহাটি, বড়মার পুজোয় এবার থাকবে বিরাট চমক, আজ হল ‘বড় কাজ’ Gallery October 17, 2024 Bangla Digital Desk নৈহাটির জাগ্রত বড় মা কালীর পুজো এবার ১০১ তম বর্ষ, এদিন মায়ের কাঠামো পুজোর মধ্যে দিয়েই শুরু হল এবারের সুউচ্চ কালী প্রতিমা তৈরীর কাজ। দিনকয়েক আগেই প্রতি বছরের মতো এবছরও সংস্কার করা হয় বড় মা কালীর কাঠামো। তার উপরই বাঁশ দিয়ে তৈরি করা হয় মূল কাঠামোর অংশ। এদিন রীতিমতো বিশেষ পুজোর মধ্যে দিয়েই কাঠামো পুজোয় অংশ নিয়েছিলেন বহু ভক্ত। ছিলেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান সহ সেবাইতরাও। বলা যায়, এদিন থেকেই শুরু হয়ে গেল নৈহাটিতে কালীপুজোর প্রস্তুতি। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে জাগ্রত নৈহাটির বড় মা কালীর মাহাত্ম্যের কথা। প্রতি বছরই তাই লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে বড় মা কালীর পুজো দেখার জন্য। নৈহাটি অরবিন্দ রোডে মৃৎশিল্পীদের হাতে এবার ধীরে ধীরে গড়ে উঠবে বড়মার প্রতিমা। কাঠামোর নিচে লাগানো বিশেষ চাকার দ্বারাই, পুজো শেষে এই প্রতিমা বিসর্জন দেওয়া হয় গঙ্গার ঘাটে। সুউচ্চ ২১ ফুটের মূর্তির পাশাপাশি বড়মার সারা গায়ে পরানো স্বর্ণালংকার দেখতেও বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় ভক্তদের মধ্যে। পুজোর কদিন প্রায় কয়েক হাজার মানুষ দণ্ডী কাটেন মায়ের আশীর্বাদ লাভের আশায়। এই দিনও বহু ভক্ত পুজো দিলেন বড়মার আগমনের খুশিতে।