দক্ষিণবঙ্গ, হাওড়া Lakshmi Puja 2024: হাওড়ার জোড়া লক্ষীগ্রামে থিমের হিড়িক! খালনা ও জোকা সরগরম কোজাগোরীতে Gallery October 17, 2024 Bangla Digital Desk কোজাগরি লক্ষ্মী পুজোয় থিমের উৎসবে মেতেছে হাওড়া খালনা এবং জোকা গ্রাম। লক্ষ্মীপুজো মানেই গ্রামে খুশির জোয়ার। সর্বত্রই আলো ঝলমলে উৎসবের বাহার। প্রতি বছর লক্ষ্মীপুজো উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হলেও এই গ্রাম ব্যতিক্রম। এখানে দুর্গাপুজোর আগে থেকেই লক্ষ্মী পুজোর প্রস্তুতি, দুর্গাপুজোর শেষ হলেই লক্ষ্মী পুজোর উৎসবে মাতে মানুষ। গত কয়েক বছর পুজোর বাজেট বেড়ে এখানে আরও আকর্ষণীয় মণ্ডপ ও প্রতিমা। পুজো উপলক্ষে কয়েক দিন ব্যাপী অনুষ্ঠান। সারা বছর এখানের মানুষ লক্ষ্মী পুজোর অপেক্ষায় দিন গণে। প্রতি বাড়িতে আত্মীয়-স্বজন ভরে ওঠে। পুজোর দুই দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থী হাজির হয়।