পুজো স্পেশ্যাল ট্রেন ঘোষণা

Puja Special Trains for North Bengal: পুজোর আগে দারুণ খবর! উত্তরবঙ্গে যাওয়ার আরও দুই স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের, জানুন

কলকাতা: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আসন্ন উৎসবের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে দুই জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একটি পূজা স্পেশ্যাল ট্রেন আগামী ০৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর, ২০২৪ পর্যন্ত আনন্দ বিহার টার্মিনাল-কাটিহার-আনন্দ বিহার টার্মিনালের মধ্যে উভয়দিক থেকে ১৫টি ট্রিপের জন্য চলাচল করবে এবং আরেকটি ট্রেন ০৫ অক্টোবর, ২০২৪ তারিখে ডিব্রুগড় ও এসএসএস হোব্বাল্লি জং-এর মধ্যে একটি ট্রিপের জন্য চলাচল করবে।

সেই অনুযায়ী, ট্রেন নং. ০৪০৪৭ (কাটিহার-আনন্দ বিহার টার্মিনাল) কাটিহার থেকে প্রত্যেক বুধ ও শনিবার ১৮.০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৭.৫০ ঘণ্টায় আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৪০৪৮ (আনন্দ বিহার টার্মিনাল-কাটিহার) আনন্দ বিহার টার্মিনাল থেকে প্রত্যেক মঙ্গল ও শুক্রবার ১৫.২০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৫.০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।ট্রেনটিতে একটি এসি প্রথম শ্রেণি, একটি এসি ২-টিয়ার, দুটি এসি ২-টিয়ার কাম এসি ৩-টিয়ার, দশটি শয়ন শ্রেণি ও একটি সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরা থাকবে।

আরও পড়ুন: আজই কর্মবিরতি তোলার সম্ভাবনা! দাবি পূরণ না হলে এবার আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা?

উভয়দিক থেকে যাত্রার সময় ট্রেনটি খাগারিয়া, বারাউনী, পাটলিপুত্র, পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় জং., মির্জাপুর, প্রয়াগরাজ জং., চিপিয়ানা বুজুর্গ হয়ে চলাচল করবে।   একমুখী স্পেশাল ট্রেন নং. ০৫৯২৬ (ডিব্রুগড়-এসএসএস হোব্বাল্লি জং.) ০৫ অক্টোবর, ২০২৪ তারিখ শনিবার ১৩.৩০ ঘণ্টায় ডিব্রুগড় থেকে রওনা দিয়ে ০৮ অক্টোবর, ২০২৪ তারিখ মঙ্গলবার ০৯.০০ ঘণ্টায় এসএসএস হোব্বাল্লি জং. পৌঁছবে।

আরও পড়ুন: উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে বড় ধাক্কা, চাকরি নিতেই অনীহা এত প্রার্থীর! চাকরি না নেওয়ার কী এমন রহস্য?

এই ট্রেনটিতে দশটি শয়ন শ্রেণি ও দুটি সাধারণ দ্বিতীয় শ্রে্ণির কামরা থাকবে। এসএসএস হোব্বাল্লি জং. পৌঁছনোর জন্য ট্রেনটি নিউ তিনসুকিয়া, সিমলুগুড়ি জং., ফরকাটিং জং., লামডিং জং., চাপরমুখ জং., গুয়াহাটি, রঙিয়া জং., নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, ডানকুনি, খড়গপুর জং., ভুবনেশ্বর, বঢ়মপুর, বিজিয়ানগরম জং., সামালকোট জং., রাজামুন্ড্রী, বিজয়ওয়াড়া জং., গুন্তকাল জং., তরাঙ্গাল্লু ও গদগ জং. হয়ে চলাচল করবে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি-এর ওয়েবসাইটে উপলব্ধ এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার পূর্বে এই বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

আবীর ঘোষাল