এছাড়া, সংসারে সমৃদ্ধি আনার জন্য বিশেষ কিছু বাস্তু প্রতিকারও দিয়ে থাকেন বাস্তু পরামর্শদাতারা৷ জ্যোতিষী রাধাকান্ত বৎস আমাদের জানাচ্ছেন, বাড়ির বিশেষ জায়গায় পান সুপারি দিয়ে বিশেষ প্রতিকার করলে সংসারে কখনও টাকা পয়সার টানাটানি হয় না৷

Vastu tips: টাকা পয়সার টানাটানি কী ভুলে যাবেন! পান, সুপারি আর লাল কাপড়…রাখুন ঠিক এই ভাবে

 বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রত্যেকটি জিনিস এবং তাদের অবস্থানের উপরে সংসারের অর্থ, সমৃদ্ধি এবং শান্তি নির্ভর করে৷
বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রত্যেকটি জিনিস এবং তাদের অবস্থানের উপরে সংসারের অর্থ, সমৃদ্ধি এবং শান্তি নির্ভর করে৷
 এছাড়া, সংসারে সমৃদ্ধি আনার জন্য বিশেষ কিছু বাস্তু প্রতিকারও দিয়ে থাকেন বাস্তু পরামর্শদাতারা৷ জ্যোতিষী রাধাকান্ত বৎস আমাদের জানাচ্ছেন, বাড়ির বিশেষ জায়গায় পান সুপারি দিয়ে বিশেষ প্রতিকার করলে সংসারে কখনও টাকা পয়সার টানাটানি হয় না৷
এছাড়া, সংসারে সমৃদ্ধি আনার জন্য বিশেষ কিছু বাস্তু প্রতিকারও দিয়ে থাকেন বাস্তু পরামর্শদাতারা৷ জ্যোতিষী রাধাকান্ত বৎস আমাদের জানাচ্ছেন, বাড়ির বিশেষ জায়গায় পান সুপারি দিয়ে বিশেষ প্রতিকার করলে সংসারে কখনও টাকা পয়সার টানাটানি হয় না৷
বাড়িতে আমরা যেখানে গয়নাগাটি, টাকা পয়সা রেখে থাকে, সেই স্থানকেই মা লক্ষ্মীর আবাসস্থল বলে মনে করা হয়৷ সেটা হতেই পারে আলমারির লকার, বা আলাদা কোনও ভল্ট৷
বাড়িতে আমরা যেখানে গয়নাগাটি, টাকা পয়সা রেখে থাকে, সেই স্থানকেই মা লক্ষ্মীর আবাসস্থল বলে মনে করা হয়৷ সেটা হতেই পারে আলমারির লকার, বা আলাদা কোনও ভল্ট৷
সুপারিকে গণেশের প্রতীক বলে মনে করা হয়। এ ছাড়া সুপারি সম্পদের সূচক। বাড়ির সমস্ত সম্পদ অর্থাৎ টাকা যেখানে রাখা হয় সেখানে সুপারি রাখতে হয়। এটি মা লক্ষ্মীর সাথে শ্রী গণেশের অবস্থান নির্দেশ করে। তবে সেই সুপারি রাখারও রয়েছে নির্দিষ্ট নিয়ম৷
সুপারিকে গণেশের প্রতীক বলে মনে করা হয়। এ ছাড়া সুপারি সম্পদের সূচক। বাড়ির সমস্ত সম্পদ অর্থাৎ টাকা যেখানে রাখা হয় সেখানে সুপারি রাখতে হয়। এটি মা লক্ষ্মীর সাথে শ্রী গণেশের অবস্থান নির্দেশ করে। তবে সেই সুপারি রাখারও রয়েছে নির্দিষ্ট নিয়ম৷
ভল্ট বা লকারে সুপারি রাখার একটি বিশেষ আচার রয়েছে। এই প্রতিকার পালন করলে সুপারির শুভ প্রভাব পড়ে লকারে সম্পদের উপরে৷
ভল্ট বা লকারে সুপারি রাখার একটি বিশেষ আচার রয়েছে। এই প্রতিকার পালন করলে সুপারির শুভ প্রভাব পড়ে লকারে সম্পদের উপরে৷
১-৫টি সুপারি নিন৷ তারপর তা পান পাতায় রাখুন। তার পর তাতে লাল চন্দন, হলুদ এবং আতপ চাল দিন৷
১-৫টি সুপারি নিন৷ তারপর তা পান পাতায় রাখুন। তার পর তাতে লাল চন্দন, হলুদ এবং আতপ চাল দিন৷
তারপর এই গোটা বিষয়টি মা লক্ষ্মীর শ্রীচরণে নিবেদন করুন। এরপর, পানপাতা ও সুপারিগুলি মুড়িয়ে একটি শুদ্ধ লাল কাপড়ে রাখুন। তারপরে লাল কাপড়ে ৭টি গিঁট বেঁধে দিন শক্ত করে। তারপরে কাপড়ে মোড়া সেই পানপাতা ও সুপারি রেখে দিন ভল্টে৷
তারপর এই গোটা বিষয়টি মা লক্ষ্মীর শ্রীচরণে নিবেদন করুন। এরপর, পানপাতা ও সুপারিগুলি মুড়িয়ে একটি শুদ্ধ লাল কাপড়ে রাখুন। তারপরে লাল কাপড়ে ৭টি গিঁট বেঁধে দিন শক্ত করে। তারপরে কাপড়ে মোড়া সেই পানপাতা ও সুপারি রেখে দিন ভল্টে৷
কথিত আছে, কোষাগারে সুপারি রাখলে আর্থিক লাভ হবে। সম্পদের বৃদ্ধি হবে। টাকা আসবে। অর্থ সংক্রান্ত সমস্যা যেমন অভাব, ঋণ, অতিরিক্ত ব্যয়, আটকে থাকা টাকা ইত্যাদি থেকে মুক্তি মিলবে। মা লক্ষ্মী ও শ্রী গণেশের কৃপা বজায় থাকুক।
কথিত আছে, কোষাগারে সুপারি রাখলে আর্থিক লাভ হবে। সম্পদের বৃদ্ধি হবে। টাকা আসবে। অর্থ সংক্রান্ত সমস্যা যেমন অভাব, ঋণ, অতিরিক্ত ব্যয়, আটকে থাকা টাকা ইত্যাদি থেকে মুক্তি মিলবে। মা লক্ষ্মী ও শ্রী গণেশের কৃপা বজায় থাকুক।
Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷