বদলে গেল পুরুলিয়ার পুলিশ সুপার

Purulia News : ভোটের আগেই প্রশাসনিক বদল, পুরুলিয়া জেলায় বদলে গেলেন পুলিশ সুপার, কে এলেন দায়িত্বে?

পুরুলিয়া : রাজ্য জুড়ে চলছে লোকসভা নির্বাচন। পঞ্চম দফা নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে। ‌ আর মাত্র তিন দিনের মধ্যে জেলা পুরুলিয়া রয়েছে ষষ্ঠ দফার নির্বাচন। ‌একেবারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। লোকসভা নির্বাচনের পূর্বে পুরুলিয়া সফরে আসছেন একের পর এক হেভি ওয়েট নেতা-মন্ত্রীরা। ‌ সম্প্রতি পুরুলিয়া জেলা সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে ছিল প্রধানমন্ত্রীর সভা ও মুখ্যমন্ত্রীর রোড শো। ‌ আর এই দিনে বড়সড় রদবদল হল প্রশাসনিক মহলে। ‌

ভোটের মাঝে রাজ্য পুলিশের ফের রদবদল হতে দেখা গেল। রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। ‌সেই দিনই পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে। একুশের বিধানসভা নির্বাচনের সময় ডায়মন্ড হারবারে পুলিশ সুপার ছিলেন তিনি সেই সময়েও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। সোমবার জেলার পুরুলিয়ায় নতুন পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হলেন আশিষ মৌর্য। গত ১৯মে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়কে নির্বাচন কমিশনের নির্দেশে বসিয়ে দেওয়া হয়। তার জায়গায় পুরুলিয়া জেলা পুলিশ সুপারের দায়িত্বে পাঠানো হয় আই পি এস আশিষ মৌর্যকে।

আরও পড়ুন: আর মাত্র ২৪ ঘণ্টা…! বঙ্গোপসাগরে আসছে শক্তিশালী নিম্নচাপ! আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘রিমল’? অশনি সঙ্কেত বাংলায়? সাইক্লোন নিয়ে আসল আপডেট দিল IMD

শুধু জেলা পুরুলিয়া নয় লোকসভা নির্বাচনের পূর্বে আরও বেশ কিছু জায়গায় হয়েছে পুলিশের রদবদল।‌ সরানো হয় পুরুলিয়া জেলা পুলিশ সুপার, ভূপতিনগর ও পটাশপুরের ওসি এবং কাঁথির মহকুমা পুলিশ আধিকারিককে। কমিশনের নির্দেশিকা অনুযায়ী, নির্বাচন সংক্রান্ত কোনও কাজে ব্যবহার করা যাবে না তাঁদের।

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার মাত্র আড়াই ঘণ্টার মধ্যে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরাল নির্বাচন কমিশন এছাড়া তাৎপর্যপূর্ণভাবে কাঁথি, ভূপতিনগর এবং পটাশপুরের পুলিশ আধিকারিকদেরও সরিয়ে দেওয়া হয়েছে। কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাসকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভূপতিনগরের ওসি গোপাল পাঠক এবং পটাশপুরের ওসি রাজু কুণ্ডুকেও সরিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৫ মে কাঁথি এবং পুরুলিয়া লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার আগে কমিশনের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়